আয়ুষ শাখার কবিতা

Bankura News: কবিতার ছলে সেরে উঠবে দৈহিক সমস্যা, বাঁকুড়ার আয়ুষ শাখার উদ্যোগ

রোগ নিরাময় ছড়ার মাধ্যমে ঔষধি গুনাগুন, বাঁকুড়ার আয়ুশ শাখাতেই রয়েছে সব সমস্যার সমাধান।
রোগ নিরাময় ছড়ার মাধ্যমে ঔষধি গুনাগুন, বাঁকুড়ার আয়ুশ শাখাতেই রয়েছে সব সমস্যা সমাধান।
তুলসী,আদা,পিপুল,মরিচ ষষ্ঠী মধুর ক্বাথ, চায়ের মতন করলে সেবন সারবে কাশির ধাত।
তুলসী,আদা,পিপুল,মরিচ,ষষ্ঠী মধুর ক্বাথ, চায়ের মত করলে সেবন সারবে কাশির ধাত।
গুলঞ্চ লতা তিন চার পিস ভিজিয়ে রেখ রাতে। কোলেস্টেরল কমবে ঠিক খাও যদি রোজ প্রাতে।
গুলঞ্চ লতা তিন চার পিস ভিজিয়ে রেখ রাতে। কোলেস্টেরল কমবে ঠিক খাও যদি রোজ প্রাতে।
স্লাইস করে শুকিয়ে রেখো কচি বেলের পিস। ভিজিয়ে খেয়েও জলটি শুধু আমাশা হবেই ফিনিশ।
স্লাইস করে শুকিয়ে রেখো কচি বেলের পিস। ভিজিয়ে খেও জলটি শুধু আমাশা হবেই ফিনিশ।
রোজ প্রভাতে কাঁচা হলুদ দশটি তুলসী পাতা, চিনা বাদাম ভেজানো জল রূপের গোপন কথা।
রোজ প্রভাতে কাঁচা হলুদ দশটি তুলসী পাতা, চিনা বাদাম ভেজানো জল রূপের গোপন কথা।
বিজ ছাড়ানো হরিতকির চূর্ণ খেও রাতে। কোষ্ঠবদ্ধ শিথিল হবে পায়খানা ঠিক প্রাতে।
বীজ ছাড়ানো হরিতকির চূর্ণ খেয়ও রাতে। কোষ্ঠ বদ্ধ শিথিল হবে পায়খানা ঠিক প্রাতে।
আয়ুষ শাখার মেডিকেল অফিসার পার্থ সারথী রায় বলেন,
আয়ুষ শাখার মেডিকেল অফিসার পার্থসারথী রয় জানান, “সাধারণভাবে বললে মানুষ গুরুত্ব দেয় না। সেই কারণেই কবিতার মাধ্যমে বলার চেষ্টা করা হয়েছে।”