ব্যাঙ্কে Fixed Deposit করেছেন? এখনই এই কাজ না করলে সরকার ট্যাক্স কেটে নেবে, জানতেও পারবেন না

সবচেয়ে নিরাপদ বিনিয়োগ মাধ্যম হল ফিক্সড ডিপোজিট। এই স্কিমেই সবচেয়ে বেশি বিনিয়োগ করা হয়। কিন্তু মাথায় রাখতে হবে, ৫ বছরের কম মেয়াদের এফডি থেকে আয় করযোগ্য। স্থায়ী আমানতে সুদ থেকে আয় নির্ধারিত সীমা ছাড়িয়ে গেলে, টিডিএস কেটে নেয় সরকার।
সবচেয়ে নিরাপদ বিনিয়োগ মাধ্যম হল ফিক্সড ডিপোজিট। এই স্কিমেই সবচেয়ে বেশি বিনিয়োগ করা হয়। কিন্তু মাথায় রাখতে হবে, ৫ বছরের কম মেয়াদের এফডি থেকে আয় করযোগ্য। স্থায়ী আমানতে সুদ থেকে আয় নির্ধারিত সীমা ছাড়িয়ে গেলে, টিডিএস কেটে নেয় সরকার।
এ থেকে বাঁচার উপায়? ফিক্সড ডিপোজিট করার সময়ই একটি ফর্ম পূরণ করার পরামর্শ দিচ্ছেন আর্থিক বিশেষজ্ঞরা। এই ফর্ম সম্পর্কে বিস্তারিত জানা জরুরী। এফডি করার সময় এই ফর্ম পূরণ করলে টিডিএস কাটার হাত থেকে বাঁচা সম্ভব।
এ থেকে বাঁচার উপায়? ফিক্সড ডিপোজিট করার সময়ই একটি ফর্ম পূরণ করার পরামর্শ দিচ্ছেন আর্থিক বিশেষজ্ঞরা। এই ফর্ম সম্পর্কে বিস্তারিত জানা জরুরী। এফডি করার সময় এই ফর্ম পূরণ করলে টিডিএস কাটার হাত থেকে বাঁচা সম্ভব।
টিডিএস কখন কাটা হয়: নিয়ম অনুযায়ী ফিক্সড ডিপিজিটের প্রাপ্ত সুদ থেকে অর্জিত আয় বছরে ৪০ হাজার টাকার বেশি হলে টিডিএস কাটা হবে। প্রবীণ নাগরিকদের জন্য এই সীমা ৫০ হাজার টাকা।
টিডিএস কখন কাটা হয়: নিয়ম অনুযায়ী ফিক্সড ডিপিজিটের প্রাপ্ত সুদ থেকে অর্জিত আয় বছরে ৪০ হাজার টাকার বেশি হলে টিডিএস কাটা হবে। প্রবীণ নাগরিকদের জন্য এই সীমা ৫০ হাজার টাকা।
বিনিয়োগকারীর মোট আয়ের সঙ্গে যোগ করা হয় টিডিএস, তারপর স্ল্যাব অনুযায়ী আয়কর ধার্য করা হয়। যদি বিনিয়োগকারীর আয় করযোগ্য সীমার চেয়ে কম হয়, তাহলে ফর্ম 15G এবং 15H পূরণ করে ব্যাঙ্কে জমা দিতে হবে। এবং অনুরোধ করতে হবে যাতে টিডিএস না কাটা হয়।
বিনিয়োগকারীর মোট আয়ের সঙ্গে যোগ করা হয় টিডিএস, তারপর স্ল্যাব অনুযায়ী আয়কর ধার্য করা হয়। যদি বিনিয়োগকারীর আয় করযোগ্য সীমার চেয়ে কম হয়, তাহলে ফর্ম 15G এবং 15H পূরণ করে ব্যাঙ্কে জমা দিতে হবে। এবং অনুরোধ করতে হবে যাতে টিডিএস না কাটা হয়।
কারা এই ফর্ম পূরণ করবেন: ফর্ম 15G এবং 15H পূরণ করে বিনিয়োগকারী ব্যাঙ্ককে জানান যে তাঁর আয় করের আওতায় আসে না। ফর্ম 15G হিন্দু অবিভক্ত পরিবারের সদস্য এবং ৬০ বছরের কম বয়সী যে কোনও ব্যক্তি পূরণ করতে পারেন।
কারা এই ফর্ম পূরণ করবেন: ফর্ম 15G এবং 15H পূরণ করে বিনিয়োগকারী ব্যাঙ্ককে জানান যে তাঁর আয় করের আওতায় আসে না। ফর্ম 15G হিন্দু অবিভক্ত পরিবারের সদস্য এবং ৬০ বছরের কম বয়সী যে কোনও ব্যক্তি পূরণ করতে পারেন।
এটা হল আয়কর আইন ১৯৬১- এর ধারা 197A-এর উপ-ধারা 1 এবং 1(A) এর অধীনে একটি ঘোষণাপত্র৷ এর মাধ্যমে ব্যাঙ্ক বিনিয়োগকারীর বার্ষিক আয় সম্পর্কে জানতে পারে। যদি বিনিয়োগকারীর আয় করের আওতায় না আসে, তাহলে ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে টিডিএস কাটবে না। যাঁরা ট্যাক্স স্ল্যাবের আওতায় পড়েন না তাঁরা এই ফর্ম পূরণ করতে পারেন।
এটা হল আয়কর আইন ১৯৬১- এর ধারা 197A-এর উপ-ধারা 1 এবং 1(A) এর অধীনে একটি ঘোষণাপত্র৷ এর মাধ্যমে ব্যাঙ্ক বিনিয়োগকারীর বার্ষিক আয় সম্পর্কে জানতে পারে। যদি বিনিয়োগকারীর আয় করের আওতায় না আসে, তাহলে ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে টিডিএস কাটবে না। যাঁরা ট্যাক্স স্ল্যাবের আওতায় পড়েন না তাঁরা এই ফর্ম পূরণ করতে পারেন।
অন্য দিকে, ফর্ম 15H ৬০ বছর বা তার বেশি বয়সের লোকেদের জন্য। এটি জমা করে প্রবীণ নাগরিকরা ফিক্সড ডিপোজিটের সুদের উপর টিডিএস কাটা বন্ধ করতে পারেন। কিন্তু এই ফর্মটি শুধুমাত্র তাঁরাই জমা দিতে পারবেন যাঁদের করযোগ্য আয় শূন্য। ঋণ, অগ্রিম, ডিবেঞ্চার, বন্ড ইত্যাদির মতো আমানত ছাড়া অন্য কোনও উৎস থেকে সুদের আয় যদি ৫ হাজার টাকার বেশি হয়, তাহলে ফর্ম 15H জমা দিতে হবে।
অন্য দিকে, ফর্ম 15H ৬০ বছর বা তার বেশি বয়সের লোকেদের জন্য। এটি জমা করে প্রবীণ নাগরিকরা ফিক্সড ডিপোজিটের সুদের উপর টিডিএস কাটা বন্ধ করতে পারেন। কিন্তু এই ফর্মটি শুধুমাত্র তাঁরাই জমা দিতে পারবেন যাঁদের করযোগ্য আয় শূন্য। ঋণ, অগ্রিম, ডিবেঞ্চার, বন্ড ইত্যাদির মতো আমানত ছাড়া অন্য কোনও উৎস থেকে সুদের আয় যদি ৫ হাজার টাকার বেশি হয়, তাহলে ফর্ম 15H জমা দিতে হবে।