বহরমপুরের গোরাবাজারে তৈরি হচ্ছে তাজিয়া 

Muharram 2024: তৈরি হচ্ছে তাজিয়া! জেলায় মহরমের প্রস্তুতি চলছে জোর কদমে

মুর্শিদাবাদ: ইদ শেষ হলেই মহরমের প্রস্তুতি শুরু করা হয়। এবছর ১৭ জুলাই মহরম। মহরমের আগের দিনে রাতে জুলুস ও তাজিয়া বের করা হয় বহরমপুরে। যা পরিক্রমা করবে বহরমপুর শহর। তাই জোর কদমে তাজিয়া তৈরির প্রস্তুতি চলছে। সু-বিশাল তাজিয়া তৈরি করা হয়।

বহরমপুরের জমিদারি বড় দরগা কমিটির উদ্যোগে চলছে এই তাজিয়া তৈরির কাজ। বাঁশ, কাঠ, রঙিন কাগজ দিয়ে তৈরি তাজিয়া। তাজিয়া আসলে ইরাকের ফুরাৎ নদীর তীরে কারবালা ময়দানের যুদ্ধে এজিদ বাহিনীর হাতে নিহত হোসেন ও তাঁর অনুগামীদের সমাধির প্রতিরূপ।

আরও পড়ুন:আপনার ভাগ্যচক্রে কি বৃহস্পতি নীচস্থ, বৃহস্পতি তুঙ্গে করুন সহজ কিছু উপায়ে, রইল জ্যোতিষীর সঠিক টিপস

মহরম পালনের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হল ‘তাজিয়া’‌। এই আরবি শব্দটির সাধারণ অর্থ হল শোক প্রকাশ করা। শিয়া সম্প্রদায়ের মধ্যে ‘তাজিয়া’ শব্দ প্রাথমিকভাবে শাহাদাতপ্রাপ্ত ইমামদের জন্য শোক জ্ঞাপন করা বোঝায়‌। বিশেষ করে ইমাম হোসেনের প্রতি শোক প্রকাশকেই বোঝানো হয়। বিভিন্ন আচার-অনুষ্ঠানে মহরম মাসের দশম দিবস, অর্থাৎ আশুরা পালন করে। আরবি ভাষায় আশুরা মানে দশম।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

কৌশিক অধিকারী