সবজি বাজার

Malda News: খুচরো বাজারের থেকে পাইকারি বাজারে কয়েকগুণ দাম কম সবজির! ক্ষোভ ক্রেতাদের

মালদহ: পাইকারি বাজারে সহায়ক মূল্য থাকলেও খুচরো বাজারে আনাজের দামে হাত পুড়ছে সাধারণ মানুষের। রবীন্দ্রনাথ মন্ডল বলেন, প্রতিদিন বাড়ছে সবজির দাম। প্রশাসনকে এই বিষয়টি দেখা উচিত। আমরা সাধারণ মানুষ সমস্যায়। মুখ্যমন্ত্রী বলেছিলেন ১০ দিনের মধ্যে সবজির দাম কমতে হবে।

প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হলেও কেন সবজির দাম কমছে না সেই নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। মালদহ রেগুলেটেড মার্কেটে আলুর দাম ২৬-২৭ টাকা কেজি। সেখানে জেলার খুচরো বাজার গুলিতে আলু বিক্রি হচ্ছে, প্রায় ৩৫ টাকা কেজি দরে। রেগুলেটেড মার্কেটে রসুন ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি খুচরো বাজারে বিক্রি হচ্ছে প্রায় ২৫০ টাকা কেজি দরে।

আরও পড়ুন: বিপদসীমা ছুঁই ছুঁই মহানন্দা, বন্যা পরিস্থিতি মালদহে

এইভাবে প্রায় প্রতিটি সবজি বেশি দামে খুচরো বাজারে বিক্রি করছেন বিক্রেতারা। যা নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ মানুষ। ব্যবসায়ী তরুণ ঘোষ বলেন, আমরা সরকারি মূল্যে সামগ্রী বিক্রি করছি। শুনছি খুচরা বাজারে দাম বেশি নেওয়া হচ্ছে। এমনটা হতে থাকলে আগামীতে আরও বেশি সমস্যায় পড়তে হবে সাধারণ মানুষকে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

হরষিত সিংহ