Healthy Lifestyle: সর্বরোগহরা! এই শাককে বলা হয় ধন্বন্তরি… গোড়া থেকে উপড়ে ফেলে ব্লাড-সুগার, দশ টাকার আঁটি কিনলেই বাজিমাত

এটি মূলত শীতকালের শাক। ভিটামিন বি১২ তো রয়েছেই, এ ছাড়াও ফাইবার, মিনারেলস, ক্যালশিয়ামের মতো নানা পুষ্টিকর উপাদানে ভরপুর এই শাক। এখন অবশ্য সারা বছরই বাজারে মেলে।
এটি মূলত শীতকালের শাক। ভিটামিন বি১২ তো রয়েছেই, এ ছাড়াও ফাইবার, মিনারেলস, ক্যালশিয়ামের মতো নানা পুষ্টিকর উপাদানে ভরপুর এই শাক। এখন অবশ্য সারা বছরই বাজারে মেলে।
ডায়াবেটিসকেও নিয়ন্ত্রণে রাখতে পারে এই শাক৷ উচ্চ রক্তচাপেও উপকারী এটি। হাঁপানির ক্ষেত্রে ধন্বন্তরি। ফাইবার থাকার কারণে ওজন কমায়।
ডায়াবেটিসকেও নিয়ন্ত্রণে রাখতে পারে এই শাক৷ উচ্চ রক্তচাপেও উপকারী এটি। হাঁপানির ক্ষেত্রে ধন্বন্তরি। ফাইবার থাকার কারণে ওজন কমায়।
ভাজা থেকে ঘণ্ট- পালং শাকের উপকারিতা হাজার। ডালের সঙ্গে পালং শাক ও একই সঙ্গে পালং শাকের স্যুপ খেলে শরীর ভাল থাকতে পারে ৷
ভাজা থেকে ঘণ্ট- পালং শাকের উপকারিতা হাজার। ডালের সঙ্গে পালং শাক ও একই সঙ্গে পালং শাকের স্যুপ খেলে শরীর ভাল থাকতে পারে ৷
পালং শাকে ফোলিক অ্যাসিডও থাকে যা মাড়ির রোগের ঝুঁকি অনেক বেশি কমিয়ে দেয়।
পালং শাকে ফোলিক অ্যাসিডও থাকে যা মাড়ির রোগের ঝুঁকি অনেক বেশি কমিয়ে দেয়।
ত্বকের জন্য অত্যন্ত ভাল এই শাক ৷ চামড়া সংক্রান্ত সমস্যা থেকে আজই মুক্তি পেতে পারেন যদি পালং শাক থাকে খাদ্য তালিকায় ৷
ত্বকের জন্য অত্যন্ত ভাল এই শাক ৷ চামড়া সংক্রান্ত সমস্যা থেকে আজই মুক্তি পেতে পারেন যদি পালং শাক থাকে খাদ্য তালিকায় ৷
ইউএস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারের তথ্য অনুযায়ী, এক কাপ কাটা পালং শাকে ৫ গ্রাম প্রোটিন থাকে। এতে রয়েছে আয়রন ও ক্যালসিয়াম যা হাড় ও চোখের জন্য ভাল
পালং শাক– ইউএস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারের তথ্য অনুযায়ী, এক কাপ কাটা পালং শাকে ৫ গ্রাম প্রোটিন থাকে। এতে রয়েছে আয়রন ও ক্যালসিয়াম যা হাড় ও চোখের জন্য ভালr