শ্রাবণ সোমবার

Sawan Somvar 2024: শ্রাবণের প্রথম সোমবার ঠিক কীভাবে পুজো করবেন? মহাদেবকে কী কী অর্পণ করবেন? সঠিক পদ্ধতি মানলে জীবন বদলে যাবে

*ভগবান শিবের শিশুরূপের ধ্যান করে তারপর শিবলিঙ্গে নৈবেদ্য অর্পণ করতে হবে। মানুষের বিশ্বাস, এতে মানুষ সব প্রকার দুঃখ থেকে সহজেই মুক্তি মেলে।
*ভগবান শিবের শিশুরূপের ধ্যান করে তারপর শিবলিঙ্গে নৈবেদ্য অর্পণ করতে হবে। মানুষের বিশ্বাস, এতে মানুষ সব প্রকার দুঃখ থেকে সহজেই মুক্তি মেলে।
*শিবলিঙ্গে দুধ অর্পণ করা শুভ বলে মনে করা হয়। কেউ যদি শারীরিক এবং মানসিক সমস্যার মধ্যে থাকে, তাহলে শিবলিঙ্গে দুধ অর্পণ করলে স্বস্তি মিলতে পারে।
*শিবলিঙ্গে দুধ অর্পণ করা শুভ বলে মনে করা হয়। কেউ যদি শারীরিক এবং মানসিক সমস্যার মধ্যে থাকে, তাহলে শিবলিঙ্গে দুধ অর্পণ করলে স্বস্তি মিলতে পারে।
*গ্রহের বাধা নাশ করতে সরিষার তেল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করা শুভ। সরিষার তেল নিবেদনের সময় 'ওম নমঃ শিবায়' জপ করতে হবে। সরিষার তেল নিবেদন করলে মানুষ সর্বক্ষেত্রে সাফল্য লাভ করে।
*গ্রহের বাধা নাশ করতে সরিষার তেল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করা শুভ। সরিষার তেল নিবেদনের সময় ‘ওম নমঃ শিবায়’ জপ করতে হবে। সরিষার তেল নিবেদন করলে মানুষ সর্বক্ষেত্রে সাফল্য লাভ করে।
*কালো তিল দিয়ে ভগবান শিবকে অভিষেক করাও শুভ বলে মনে করা হয়। এটা বিশ্বাস করা হয় যে ভগবান শিবকে এক মুঠো তিল নিবেদন করলে সমস্ত ইচ্ছাপূরণ হয় এবং অশান্তি দূর হয়।
*কালো তিল দিয়ে ভগবান শিবকে অভিষেক করাও শুভ বলে মনে করা হয়। এটা বিশ্বাস করা হয় যে ভগবান শিবকে এক মুঠো তিল নিবেদন করলে সমস্ত ইচ্ছাপূরণ হয় এবং অশান্তি দূর হয়।
*গঙ্গার জলে সামান্য মধু মিশিয়ে ভগবান শিবকে অভিষেক করলে তাঁর জীবনে পজিটিভ এনার্জি আসে। সন্তান সুখ পাওয়া যেতে পারে। পারিবারিক সুখ শান্তি বজায় থাকে।
*গঙ্গার জলে সামান্য মধু মিশিয়ে ভগবান শিবকে অভিষেক করলে তাঁর জীবনে পজিটিভ এনার্জি আসে। সন্তান সুখ পাওয়া যেতে পারে। পারিবারিক সুখ শান্তি বজায় থাকে।
*ভগবান শিবের পুজোয় ছোলার ডাল অর্পণ করা যেতে পারে। এক্ষেত্রে এইভাবে অভিষেক করলে সকল প্রকার ঋণ থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়।
*ভগবান শিবের পুজোয় ছোলার ডাল অর্পণ করা যেতে পারে। এক্ষেত্রে এইভাবে অভিষেক করলে সকল প্রকার ঋণ থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়।