বীজতলা 

Paddy Cultivation: অল্প খরচে, কম পরিশ্রমে ধানের বীজতলা! সহজ উপায় জানালেন কৃষি বিশেষজ্ঞ

দক্ষিণ ২৪ পরগনা: বর্ষা আগমন শুরু হয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। আর তাই বর্ষাই চাষের জন্য উপযোগী। আর তাই তখনই চাষের জমিতে আমন ধান চাষ শুরু করেন চাষিরা। চাষের আগে ভাল ফসল পেতে গেলে প্রথম থেকেই যত্ন নিতে হবে বীজতলার উপরে‌ । আর যদি আগেভাগে চাষিরা বীজতলার উপর যত্ন নেন, তাহলে খরচ অনেকটাই কম হবে। এবং পরিশ্রমও কম হবে।

কৃষি বিজ্ঞানীদের মতে, জমির আশপাশে প্রয়োজনীয় জলের ব্যবস্থা আছে এই ধরনের জায়গা আপনাকে পছন্দ করতে হবে। না হলে জলের ব্যবস্থা করা যায় এরকম জায়গা দেখে ঠিক করতে হবে। এর পাশাপাশি। এঁটেল বা দোঁয়াশ মাটির উর্বর জমি হলে ভাল হয়। এছাড়া যেখানে বীজতলা তৈরি করবে আশেপাশে জমির থেকে একটু উঁচু হলে আমন ধানের জন্য আদর্শ।

সাধারণত যত বিঘা মূল জমি তার দশ ভাগের এক ভাগ হবে বীজতলা।অর্থাৎ এক বিঘা জমির জন্য ২ কাঠা। পাতলা করে বীজ ফেললে চারাগুলি সুস্থ, সবল এবং মোটা হবে। বীজ রোপনের কয়েক ঘণ্টা পর ওই জমিতে এক ইঞ্চি পরিমাণ জল রাখতে হবে। এরপর চারা বড় হওয়ার সঙ্গে সঙ্গে জলের পরিমাণও বাড়িয়ে দিতে হবে অর্থাৎ বোনার সময় যে পরিমাণ দেওয়া হয়েছিল তার থেকে দ্বিগুণ পরিমাণে জল দিতে হয়।

আরও পড়ুন: বাজারে কেমন আছে আলু-পটল-ঝিঙেরা? খোঁজ নিতে সাতসকালে হাজির বিডিও

আরও পড়ুন: লেভেল ক্রসিংয়ের অ্যালার্ম শুনেই গাড়ি নিয়ে ছুটছেন? রেল কী শাস্তি দিতে পারে জানেন?

সাধারণত বীজতলায় রোগ পোকা বাদামি দাগ, ঝলসা, মাজার পোকা ও পাতা মোড়া পোকার আক্রমণ দেখা যাবে। এটা থেকে প্রতিকার স্বরূপ প্রোপিকোনাজোল ১ মিলি অথবা ট্রাইসাইক্লোজল ০.৭৫ গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করুন। জমির ছায়াযুক্ত অংশে এর আক্রমণ বেশি হয়। ছায়া যাতে না পড়ে সেদিকে তাই খেয়াল রাখতে হবে।

সুমন সাহা