বিনা টিকিটে ভ্রমণকারী যাত্রীর বিরুদ্ধে রেলের ব্যবস্থা গ্রহণ

বিনা টিকিটে ট্রেনে যাত্রা করছিলেন ব্যক্তি, টিটি ধরতেই কী বললেন ? জানলে চমকে উঠবেন!

আগ্রা: টিকিট ছাড়া যাঁরা রেলে ভ্রমণ করলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে৷ সেইমতো মথুরা স্টেশনে টিটি যাত্রীদের টিকিট পরীক্ষা করছিল। সেখানেই এক ব্যক্তি টিকিট না কাটলে তাঁর কাছ থেকে জরিমানা চাওয়া হয়। প্রথমে ব্যক্তিটি নানাভাবে টিটিকে প্রভাবিত করার চেষ্টা করলেও টিটি প্রভাবিত হয়নি৷ শেষ পর্যন্ত তিনি এমন এক মানুষের নাম নেয় যা শুনে হতবাক হয়ে যায় টিটি সহ স্টেশনে তাকা সমস্ত মানুষেরা৷

ঘটনাটি ঘটেছিল উত্তর প্রদেশের আগ্রা স্টেশন চত্বরে৷ সেখানে টিকিটবিহীন যাত্রীদের ঠেকানোর জন্য তল্লাশি চলছিল। এই সময়তেই ধলপুর থেকে এক যাত্রী ট্রেন থেকে নামেন। টিটি তাঁর কাছে টিকিট চাইলে জানা যায়, তিনি বিনা টিকিটে ভ্রমণ করেছেন৷ কথোপকথনে আরও জানা যায় তিনি মথুরা মন্দির দর্শনের জন্য এসেছেন। টিকিট চাইলে তিনি প্রথম থেকেই টিকিট পরীক্ষককে নানাভাবে, ভয় দেখাতে শুরু করে দেন৷ বলেন ‘‘আপনি আমাকে চেনেন না, আমি কে? আমার কাছ থেকে টিকিট চাওয়ার পরিণাম স্বরূপ আপনার চাকরিও যেতে পারে’’ টিকিট তাঁর কথায় প্রভাবিত না হয়ে গিয়ে বলতে তাঁকে জরিমানা দিতে বলে৷

ওই সময় এসেই যাত্রী একজন মন্ত্রীর নাম নেন এবং বলেন যে তিনি সেই মন্ত্রীকে খুব ভাল করেই চেনেন। একথা শুনে উপস্থিক সকলেই হতবাক হয়ে গিয়েছিল। কিন্তু টিটি ভয় না পেয়ে সেই মন্ত্রীকে তাঁর সঙ্গে কথা বলাতে বলেন। এর পরই যাত্রীটি বলেন, ‘‘আমি তাঁদের চিনি, কিন্তু তাঁরা আমাকে চেনেন না।’’ এই কথা শুনে স্টেশনে থাকা সকলেই হাঁসতে থাকে। তবে টিটি তাঁকে জরিমানা করে ছেড়ে দেয়।

মথুরা জংশন স্টেশনে টিকিটবিহীন ভ্রমণ, নোংরা ছড়ানোর অভিযোগে একটি বিশেষ তদন্ত অভিযান চালানো হয়েছিল। সেইসময় টিকিটবিহীন ৮৯ জন যাত্রীর কাছ থেকে প্রায় ২৭১৫৫ টাকা এবং ৮ জন ময়লা ফেলার যাত্রীর কাছ থেকে ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়েছিল।