Kolkata High Court: মুখের কথাতেই OMR শিট নষ্ট! কোন হেভিওয়েটের কথায় এত বড় সিদ্ধান্ত…মেনে নিল প্রাথমিক বোর্ড

কলকাতা: ২০১৭ সালের প্রাথমিক টেট-এর ওএমআর শিট নিয়ে এবার আরও চাঞ্চল্যকর তথ্য এল সামনে৷ প্রাথমিক বোর্ডের নতুন অ্যাড-হক কমিটির রেজোল্যুশন থেকে জানা গেল এই তথ্য৷

প্রাথমিক বোর্ডের নতুন অ্যাড-হক কমিটির রেজোল্যুশন জানাচ্ছে, ‘মানিক ভট্টাচার্যের মুখের কথাতেই নষ্ট করা হয়েছে ২০১৭ সালের প্রাথমিক টেট-এর ওএমআর। বোর্ডের সিদ্ধান্ত (resolution) ছাড়াই OMR নষ্ট করা হয়েছে। যা অস্বাভাবিক এবং আইন মেনে হয়নি’।

নতুন অ্যাড-হক কমিটির রেজোল্যুশন পেশ করে OMR শিট নষ্ট করার পদ্ধতি যে বেআইনি, তা মেনে নিল প্রাথমিক বোর্ড। প্রসঙ্গত, প্রাক্তন তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য বর্তমানে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিচারাধীন৷

আরও পড়ুন: একুশে জুলাইয়ের দিনই ট্রেন বাতিল? কুণাল ঘোষের জোরাল পোস্ট…অবশেষে কী সিদ্ধান্ত নিল রেল?

ওএমআর শিট নষ্ট করা সংক্রান্ত তথ্য জানার পরেই বিচারপতি অমৃতা সিনহা এদিন প্রশ্ন করেন, ‘‘চাকরির পরীক্ষার নথি এভাবে মুখের কথায় (ভার্বাল অর্ডার) নষ্ট করা যায়? কনফিডেনসিয়াল সেকশনে পাঠানো তথ্য এভাবে মুখের কথায় (কীভাবে নষ্ট হয়)… তার কোনও আইনি ভিত্তি নেই?’’

জানা গিয়েছে, প্রাথমিক টেট ২০১৭ প্রায় ২.৫ লাখ ওএমআর শিট নষ্ট করা হয়। মানিকের মুখের কথায় তা নষ্ট করে কনফিডেনসিয়াল সেকশন। ওএমআর  হার্ডকপি নষ্ট করে, তা রাখা হয় ডিজিটাইজ ফরম্যাটে।

আরও পড়ুন: শনি ও রবিবার কি বাতিল একাধিক ট্রেন? শেষমেশ কী জানানো হল রেলের তরফে?

এই তথ্য জানার পরেই ডিজিটাইজ ওএমআর তলব করলেন বিচারপতি অমৃতা সিনহা। মামলাকারী টিনা মুখোপাধ্যায়ের ডিজিটাইজ ওআমআর তলব করা হল আগামী ১৪ অগাস্টের মধ্যে।