এই পায়ের ছাপ ঘিরেই আতঙ্ক৷

Birbhum: বীরভূমেও বাঘ? অজানা জন্তুর পায়ের ছাপ ঘিরে আতঙ্ক সিউড়িতে

সিউড়ি: অজানা জন্তুর রহস্যজনক পায়ের ছাপ ঘিরে বাঘের আতঙ্ক বীরভূমে৷ এই ঘটনাকে কেন্দ্র করে এ দিন চাঞ্চল্য ছড়ায় বীরভূমের সিউড়িতে৷ স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই ছাপটি বাঘের পায়ের৷

শনিবার সকালে সিউড়ির সুভাষপল্লি এলাকার বাসিন্দাদের চোখে পড়ে ওই পায়ের ছাপ৷ কাদার উপরে ওই ছাপ দেখা যায়৷ এলাকার বাসিন্দাদের দাবি, ওই পায়ের ছাপ আসলে বাঘের৷ দ্রুত এই খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়ায়৷

আরও পড়ুন: একদিকে মাঝরাতে আলোচনা, অন্যদিকে আটক ছাত্রনেতা! জট কাটাতে কোন পথ বাছবেন হাসিনা?

খবর পেয়ে ঘটনাস্থলে যায় সিউড়ি থানার পুলিশ৷ পাশাপাশি, ঘটনাস্থলে যান সিউড়ির রেঞ্জার প্রদীপ মিশ্র৷ ওই পায়ের ছাপ দেখে অবশ্য প্রদীপবাবু বলেন, ওই ছাপ বাঘের পায়ের হওয়ার সম্ভাবনা কম। এটি বড় আকারের বন বিড়াল মেছো বিড়ালের পায়ের ছাপ হতে পারে৷ তবে ছাপের ছবি তাঁরা নির্দিষ্ট জায়গায় পাঠিয়ে নিশ্চিত করে নেবেন। প্রাণীটির সন্ধানে অভিযানও চালানো হবে৷ এর পাশাপাশি যাতে স্থানীয়রা আতঙ্কিত না হয়ে পড়েন, তার জন্যও প্রচার করা হবে৷

প্রসঙ্গত. বেশ কয়েক বছর আগে অবশ্য পশ্চিম মেদিনীপুরের লালগড়ের জঙ্গলে বাঘের খোঁজ মিলেছিল৷

বাঘের আতঙ্ক বীরভূমের সিউড়ীতে পশুর পায়ের ছাপ ঘিরে আতঙ্ক বীরভূমের সিউড়িতে। স্থানীয় বাসিন্দাদের দাবি ছাপটি বাঘের পায়ের। আজ সকালে সিউড়ির সুভাষপল্লি এলাকায় কাঁদরের ধারে কাদার উপর কয়েকটি বড় থাবার ছাপ দেখে আতঙ্ক ছড়ায় এলাকাবাসীর মধ্যে। দ্রুত স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে ওই ছাপ বাঘ কিম্বা অন্যকোন হিংস্র প্রানীর পায়ের ছাপ। এরপরই সিউড়ি থানার পুলিশ , সিউড়ির রেঞ্জার সুদীপ মিশ্র আসেন ঘটনাস্থলে। তারা খুঁটিয়ে দেখেন পায়ের ছাপ। সিউড়ির রেঞ্জার প্রদীপ মিশ্র জানান, ওই ছাপ বাঘের পায়ের হওয়ার সম্ভাবনা কম। এটি বড় আকারের বন বিড়াল ফিসিং ক্যাটের পায়ের ছাপ হতে পারে৷ তবে ছাপের ছবি তাঁরা নির্দিষ্ট জায়গায় পাঠিয়ে নিশ্চিত করে নেবেন। প্রাণীটির সন্ধানে অভিযানও চালানো হবে৷ পাশাপাশি স্থানীয়রা যাতে আতঙ্কিত না হন, তার জন্যও প্রচার করা হবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, ২০১৮ সালে পশ্চিম মেদিনীপুরের লালগড়ের জঙ্গলে বাঘের খোঁজ মিলেছিল৷ পরে অবশ্য সেই বাঘকে পিটিয়ে হত্যা করেন গ্রামবাসীরা৷ সিউড়িতে অজানা জন্তু নিয়ে রহস্যের সমাধান হয় কি না, সেটাই দেখার৷