Tag Archives: birbhum

Lok Sabha Election 2024: : বিজেপি প্রার্থীর হয়ে ভোট প্রচারে বীরভূমে অভিনেতা রুদ্রনীল ঘোষ

বীরভূম: অপেক্ষার আর মাত্র হাতে চারটি দিন। তারপরেই চতুর্থ দফায় বীরভূমের লোকসভা নির্বাচন। মঙ্গলবার তৃতীয় দফায় লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। আর এই লোকসভা নির্বাচনের আগে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দল। এক কথায় সমস্ত রাজনৈতিক দল কেও কারোকে এক বিন্দু জায়গা ছাড়তে নারাজ। সূর্যের আলো ফোটা থেকে শুরু করে সূর্য ডোবা পর্যন্ত সমস্ত রাজনৈতিক দল বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে তাদের প্রচার কর্ম চালাচ্ছেন। রাজনৈতিক ময়দানে কেউ কারোকে এক বিন্দু জায়গা ছাড়তে নারাজ।

আর এই লোকসভা নির্বাচনের আগে বীরভূম লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী দেবতনু ভট্টাচার্য এর সমর্থনে বীরভূমের নলহাটি বিধানসভার অন্তর্ভুক্ত কুরুমগ্রাম হসপিটাল ময়দানে জনসভায় যোগদান করতে আসেনবাংলা চলচ্চিত্র জগতের অভিনেতা এবং রাজনীতিবিদ রুদ্রনীল ঘোষ। বাংলা চলচ্চিত্র জগতের সেই অভিনেতাকে একবার দেখার জন্য সাধারণ মানুষের সমাগম ঘটে।গ্রামের প্রায় কয়েক হাজার মানুষ ভিড় জমান। ৮ থেকে ৮০, মহিলা থেকে শুরু করে পুরুষ সকলেই উপস্থিত হন অভিনেতাকে দেখার জন্য।

আরও পড়ুন : ভোটের পর জমিদারদের তৈরি এই প্রাচীন মন্দিরের সংস্কার চায় গোটা গ্রাম

আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা বিভিন্ন ভাবে নিজেদের প্রচার চালাচ্ছেন।কোথাও দেখা যাচ্ছে নতুনত্ব দেওয়াল লিখন আবার কেউনিজেই গান লিখে সেই গানের শুটিং করে প্রচার চালাচ্ছেন নিজের দলকে চাঙ্গা করতে।কেও ঘুরছেন হুডখোলা গাড়িতে, আবার কেউপায়ে হেঁটে বাড়ি বাড়ি গিয়ে নিজেদের প্রচার চালাচ্ছেন।কেউনিয়ে আসছেন হেবিওয়েটনেতা নেত্রীদের। সেই মতই বীরভূমে লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর সমর্থনে এবার প্রচারে এলেন অভিনেতা এবং রাজনীতিবিদ রুদ্রনীল ঘোষ।

আরও পড়ুন : চোখে না দেখেও মাধ্যমিকে ৯০ শতাংশের বেশি নম্বর

দীর্ঘ পাঁচ বছর পর হয়ে লোকসভা নির্বাচন, সাধারণ মানুষ ভোট দেননেতা নেত্রীদের। রুদ্রনীল ঘোষ স্টেজে বক্তব্য রাখতে শুরু করতেই সাধারণ মানুষের উচ্ছাস বাঁধ ভাঙাছিল।রুদ্রনীল তার সিনেমার ডায়লগ শোনানোর পাশাপাশি বিভিন্ন কবিতা শুনিয়ে দর্শকদের মনকাড়েন।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

এক কথায় ভোটের ময়দানে যুদ্ধ জারি রয়েছে। এখন দেখার বিষয় সাধারণ মানুষ কাকে সমর্থন করে।

সৌভিক রায়

Madhyamik Examination: চোখের জ্যোতি নেই, কিন্তু স্বপ্ন অনেক, হাত না থেকেও মাধ্যমিকে সফল জগন্নাথ পড়তে চান বাংলা নিয়ে

বীরভূম: ইচ্ছাশক্তি থাকলেই সব অসম্ভবকে সম্ভব করা যায়। তার জলজ্যান্ত প্রমাণ বীরভূমের এই ছেলেটি। প্রতিবন্ধকতা একটি শব্দ মাত্র।জন্ম থেকেই নেই দুটি হাত।তাই তার মা বাবা ভালোবেসে নাম রেখেছিল জগন্নাথ। ‘মড়ার ওপর খাড়ার ঘা’ কথাটাকে সত্যি করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার দৃষ্টি শক্তিও ক্ষীণ হতে থাকে। স্বাভাবিকভাবেই সকালের খাবার খাওয়া থেকে শুরু করে নৈশ আহার পর্যন্ত সবকিছুতে নির্ভরশীল থাকতে হয় তার মায়ের ওপর। সে এবছর সব প্রতিকূলতাকে না দেখার ভান করে দিয়েছিল মাধ্যমিক পরীক্ষা।

তার ফল প্রকাশ হতেই খুশির হাওয়া তার পরিবার ও প্রতিবেশীদের মধ্যে।পরীক্ষায় এত প্রতিকূলতাকে জয় করে ৩৪৩ পেয়েছে বিশেষ ভাবে সক্ষম জগন্নাথ। শুধু তাই নয় সুরেন ব্যানার্জি স্মৃতি উচ্চ বিদ্যালয় এর এই ছাত্র সর্বোচ্চ নম্বর পেয়ে ছিনিয়ে নিয়েছে স্কুলের মধ্যে প্রথম স্থান অধিকারীর তকমা।তাতে স্বভাবতই খুশি স্কুল কর্তৃপক্ষ। সারাদিনই জগন্নাথ নিজের পড়াশোনা নিয়েই থাকত বলে জানান স্কুলের শিক্ষকেরা।

আরও পড়ুন – Bollywood Gossip: তাঁর ছেলের নামে সিঁথিতে সিঁদুর পরতেন নায়িকা, ‘ ও সকলকে বোঝায় ওকে যে কেউ পেতে পারে! ও একটা ডাইনি’-মারাত্মক অভিনয় নার্গিসের

জগন্নাথের মা ঝর্ণা দলুই বলেন ” স্কুলের পরিবেশ কেমন হয় তা জানেন না তিনি বা তার স্বামী। কারণ কোনও দিন স্কুলমুখো হননি তারা।তাই সহ্য করেছেন অনেক লাঞ্ছনা।ইচ্ছা ছিল সন্তানদের শিক্ষিত করে তোলার।এর আগে পরিবার থেকে মাধ্যমিক উত্তীর্ণ হয়েছিল মেয়েও।কিন্তু অভাব অনটনের জেরে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও তাদের মেয়েকে তারা উচ্চশিক্ষায় শিক্ষিত করতে পারেননি।ছেলে জগন্নাথই এখন শেষ সম্বল।তাকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে চাইলেও শারীরিক প্রতিবন্ধকতার কারণে আদৌ তাকে পড়ানো যাবে কী না তা নিয়ে চিন্তিত ছিলাম আমরা।তবে তাঁর বিদ্যালয়ের শিক্ষকদের উৎসাহে ভর করেই ছেলের পড়াশোনা চালিয়েছি । এতদিনে তার ফলও মিলল ।”

শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে জগন্নাথ বলে, “আমি কোনও দিনও ভাবিনি যে আমি মাধ্যমিক পাস করব।কিন্তু আমার স্যার ম্যাডামরা না থাকলে আমার পক্ষে পরীক্ষায় পাস করা সম্ভব ছিল না।বই থেকে পড়া শোনানো থেকে শুরু করে আমার পরীক্ষার জন্য অনুলেখক জোগাড় করে দেওয়া পর্যন্ত সব কিছু তারাই আমার জন্য করেছেন।অন্যদিকে আমার বাড়িতে আমাকে সবরকম সাহায্য করেছে আমার মা।এরা না থাকলে আমার স্বপ্ন পূরণ হত না।”

জগন্নাথের বাবা পেশায় রাজমিস্ত্রী। মা পরিচারিকার কাজ করেন৷ তাই আগামী দিনে যদি সরকারি বা বেসরকারি কোনও সহযোগিতা মেলে তবে বাংলা বিষয় নিয়ে পড়াশোনা করার ইচ্ছা রয়েছে জগন্নাথের। তার এই অদম্য ইচ্ছা শক্তিকে কুর্নিশ জানাচ্ছে এলাকার বাসিন্দারা।

Souvik Roy

Lok Sabha Election 2024: বীরভূম লোকসভায় বিজেপি প্রার্থী কে হবেন? অবশেষে জল্পনার অবসান!

বীরভূম: বীরভূম লোকসভায় বিজেপির আর প্রার্থী বদল হচ্ছে না! এ কথা কার্যত জানিয়ে দিলেন বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য। এই নিয়ে তৃণমূল চক্রান্ত করছেন বলে তাঁর অভিযোগ। একই সঙ্গে দলের কেউ কেউ বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও দাবি করেন দেবতনুবাবু। প্রসঙ্গত, বীরভূম লোকসভায় বিজেপি প্রার্থী হিসাবে প্রথমে মনোনয়ন জমা দেন প্রাক্তন আই পি এস অফিসার দেবাশীষ ধর। কিন্তু মনোনয়ন বাছাই পর্বে দেবাশীষ বাবুর মনোনয়ন বাতিল হয়ে যায়। জেলা নির্বাচনী আধিকারিক জানিয়ে দেন, বিজেপি প্রার্থীর মনোনয়নে রাজ্য সরকারের ‘নো ডিউস’ জমা দেননি। তাই তাঁর মনোনয়ন বাতিল করা হল।

বিজেপির পক্ষ থেকে বিষয়টি নিয়ে আগেই আভাস পেয়েছিলেন। জানতে পেরে আগেই দেবতনু ভট্টাচার্য নামে অন্য এক দলীয় কার্যকর্তাকে দিয়ে মনোনয়ন জমা করান। দেবতনুবাবু কট্টর হিন্দুসংগঠন হিন্দু সংহতির সভাপতি ছিলেন। দেবাশীষ ধরের মনোনয়ন বাতিল হয়ে যাওয়ার পর দেবতনু ভট্টাচার্য বিজেপি প্রার্থী হিসাবে সরকারিভাবে স্বীকৃতি পেয়ে যান।সেই মত তিনি প্রচার শুরু করেন।

আরও পড়ুন: ২০২৪-এ হুবহু মিলে গেছে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী! তাঁর বলে দেওয়া পৃথিবী ধ্বংসের দিনও কি মিলে যাবে? শেষ হচ্ছে সময়

অন্যদিকে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন দেবাশীষ ধর। আদালত তাঁকে জাতীয় নির্বাচন কমিশনের দফতরে যাওয়ার নির্দেশ দেন। সেই মত তাঁর আইনজীবী জাতীয় নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেন। এর পর শুক্রবার কমিশন জানিয়ে দেয়, নো ডিউস না থাকলে কারও মনোনয়ন বাতিল করা যাবে না।

এনিয়ে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ফের জল্পনা শুরু হয়, দেবাশীষ ধর ফের প্রার্থী হচ্ছেন। তবে শুক্রবার আমোদপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়ে দেন দেবতনু ভট্টাচার্য বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী। তাই আর জল্পনার কোনও জায়গা থাকল না।এইদিন রামপুরহাটের সুঁদিপুর মোড়ে চায়ে পে চর্চা অনুষ্ঠানে দেবতনুবাবু পরিস্কার জানিয়ে দেন, তিনিই বিজেপি প্রার্থী। সে কথা প্রধানমন্ত্রী ঘোষণা করে গিয়েছেন।

সৌভিক রায়

Tarapith: গরমের দাবদাহে ভাটা ভক্তদের ভিড়ে, কার্যত ফাঁকা থাকছে তারাপীঠ মন্দির

বীরভূম: বীরভূম লালমাটির জেলা।আর এই লালমাটির জেলার এক প্রসিদ্ধ সিদ্ধপিঠ তারাপীঠ। তারাপীঠ এক কথায় তন্ত্রপীঠ নামে পরিচিত। মূলত এক সময় বহু সাধু সন্ন্যাসীরা এই তারাপীঠ এসে তন্ত্র সাধনা করতেন।আর এই তারাপীঠের প্রতিষ্ঠিত দেবী মা তারা। মা তারাকে লক্ষী থেকে শুরু করে সরস্বতী,দুর্গা,কালী সমস্ত রূপে পুজোকরা হয়। বীরভূমের রামপুরহাট শহর থেকে মাত্র ৮ কিলোমিটার দূরত্বে অবস্থিত তারাপীঠ মন্দির।

প্রত্যেকদিন এই তারাপীঠ মন্দিরের মা তারার দর্শনের জন্য হাজার হাজার ভক্তের সমাগম ঘটে কখনওকখনওসেই ভক্তের সংখ্যা পেরিয়ে যায় কয়েক লক্ষ। তবে এক কথায় এখন অঘোষিত লকডাউন শুরু হয়েছে তারাপীঠে! কিন্তু কেন?কী রয়েছে পেছনে কারণ? মূলত বৈশাখ মাসের প্রথম দিন থেকেই একলাফে চার থেকে পাঁচ ডিগ্রি বেড়েছে তাপমাত্রা। সকাল আটটার পর থেকে তীব্র রোদের দাপটে নাজেহাল জনজীবন। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৬.৩ ডিগ্রি সেলসিয়াস। আর এদিনের তাপমাত্রা প্রায় ৪৭ ডিগ্রী সেলসিয়াস এর কাছাকাছি।

আরও পড়ুন : গরমে তারাপীঠ যেতে ভয় পাচ্ছেন! এসি রুমে বিরাট ছাড় চলছে সব হোটেলে! ভাড়া কত জেনে নিন

মূলত তীব্র গরমে জনশূন্য তারাপীঠ। সকাল ১০ টা পর্যন্ত দু একজন পর্যটকের দেখা মিললেও রোদের দাপটে দশটার পর থেকে শুনসানরাস্তাঘাট থেকে সবকিছু। অতিরিক্ত গরমের কথা মাথায় রেখে এবং পর্যটকের সুবিধার্থে তারাপীঠ হোটেলের এসি রুমের উপর প্রায় ৩০% ছাড় দেওয়া হয়েছে। তবুও দেখা মিলছে না পর্যটকদের। এলাকাবাসী থেকে মন্দিরের সেবায়েতদের দাবি ‘এ যেন এক অঘোষিত লকডাউন শুরু হয়েছে তারাপীঠে ‘।

আরও পড়ুন : একটি গাছের মৃত্যু! রবীন্দ্রনাথের বকুল ‘হত্যায়’ তদন্তের দাবি

তারাপীঠ মন্দিরের এক পুরোহিত এবং হোটেলের মালিক পুলক চট্টোপাধ্যায় জানান সংবাদমাধ্যমের পাওয়া খবর অনুযায়ী দীর্ঘ ৭০ বছরের রেকর্ড ভেঙ্গে এবছরের তাপমাত্রা রয়েছে। আর মূলত সেই কারণেই তারাপীঠ জনশূন্য। হোটেল থেকে সমস্ত রুমে ছাড় দেওয়া সত্ত্বেও এই গরমে তারাপীঠ মুখী হচ্ছেন না পর্যটকেরা।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

তার ফলেই কপালে চিন্তার ভাঁজ হোটেল ব্যবসায়ী থেকে শুরু করে মন্দির কর্তৃপক্ষ এবং ছোট বড় দোকানদারদের।

সৌভিক রায়

Birbhum in Summer: তীব্র গরমে দগ্ধ বীরভূম, ভরদুপুরে জনশূন্য জেলাসদরে বৃষ্টির জন্য চাতক-অপেক্ষা

গরমে নাজেহাল বীরভূমের মানুষ।প্রায় প্রতি দিনই বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রার পারদ। সেই সঙ্গে বইছে লু।রাতের বেলাও কোনোভাবেই মিলছে না স্বস্তি।এমন পরিস্থিতিতে রাজ্যবাসীর প্রার্থনা একটাই, ‘বৃষ্টি’। কিন্তু আবহাওয়া অফিস সূত্রে খবর, আগামী শনিবার পর্যন্ত পরিস্থিতি পরিবর্তনের তেমন কোনো সম্ভাবনা নেই। তবে রবিবার ছিটেফোঁটা বৃষ্টিতে ভিজতে পারে বঙ্গবাসী।
গরমে নাজেহাল বীরভূমের মানুষ।প্রায় প্রতি দিনই বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রার পারদ। সেই সঙ্গে বইছে লু।রাতের বেলাও কোনোভাবেই মিলছে না স্বস্তি।এমন পরিস্থিতিতে রাজ্যবাসীর প্রার্থনা একটাই, ‘বৃষ্টি’। কিন্তু আবহাওয়া অফিস সূত্রে খবর, আগামী শনিবার পর্যন্ত পরিস্থিতি পরিবর্তনের তেমন কোনো সম্ভাবনা নেই। তবে রবিবার ছিটেফোঁটা বৃষ্টিতে ভিজতে পারে বঙ্গবাসী।
বৈশাখ মাসে প্রথম দিন থেকেই এক ধাক্কায় ৪ থেকে ৫ ডিগ্রি বেড়েছে তাপমাত্রা। যা অন্যান্য বছরে তুলনায় অনেকটাই বেশি। আজকে সকাল থেকে কাঠফাটা রোদ্দুরে নাজেহাল বঙ্গবাসী। অনেকে আবার ব্যঙ্গর সুরে বলছে 'সূর্য উঠলেই আর সকাল থাকছে না হয়ে যাচ্ছে দুপুর'।
বৈশাখ মাসে প্রথম দিন থেকেই এক ধাক্কায় ৪ থেকে ৫ ডিগ্রি বেড়েছে তাপমাত্রা। যা অন্যান্য বছরে তুলনায় অনেকটাই বেশি। আজকে সকাল থেকে কাঠফাটা রোদ্দুরে নাজেহাল বঙ্গবাসী। অনেকে আবার ব্যঙ্গর সুরে বলছে ‘সূর্য উঠলেই আর সকাল থাকছে না হয়ে যাচ্ছে দুপুর’।
আজ সকাল থেকে তীব্র দাবদহ রয়েছে বীরভূমে।আজকে বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ৪৪ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি।বেলা বাড়লে সেই তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি বাড়ার সম্ভাবনা জানাচ্ছেন আবহাওয়া দফতর। এই তীব্র গরমে কার্যত জনশূন্য বীরভূমের সদর শহর সিউড়ি।
আজ সকাল থেকে তীব্র দাবদহ রয়েছে বীরভূমে।আজকে বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ৪৪ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি।বেলা বাড়লে সেই তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি বাড়ার সম্ভাবনা জানাচ্ছেন আবহাওয়া দফতর। এই তীব্র গরমে কার্যত জনশূন্য বীরভূমের সদর শহর সিউড়ি।
তীব্র গরমের মধ্যে সকাল দশটার মধ্যেই কাজ সেরে বাড়ি ফিরছেন মানুষজন।দুপুর থেকে তেমন কেউ বাড়ির বাইরে বের হচ্ছে না।আবার বিকেল চারটা থেকে পাঁচটার পর বাড়ির বাইরে বের হচ্ছেন। যদিও বিকেলের পর তীব্র রোদ না থাকলেও অস্বস্তিকর এবং ভ্যাপসা আবহাওয়া থাকছে। চলতি সপ্তাহে রবিবার কিছুটা হলেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বীরভূমে তবে এই বৃষ্টিপাত কতটা স্বস্তি দেবে, সেটা জানা নেই আবহাওয়া দফতরের।
তীব্র গরমের মধ্যে সকাল দশটার মধ্যেই কাজ সেরে বাড়ি ফিরছেন মানুষজন।দুপুর থেকে তেমন কেউ বাড়ির বাইরে বের হচ্ছে না।আবার বিকেল চারটা থেকে পাঁচটার পর বাড়ির বাইরে বের হচ্ছেন। যদিও বিকেলের পর তীব্র রোদ না থাকলেও অস্বস্তিকর এবং ভ্যাপসা আবহাওয়া থাকছে। চলতি সপ্তাহে রবিবার কিছুটা হলেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বীরভূমে তবে এই বৃষ্টিপাত কতটা স্বস্তি দেবে, সেটা জানা নেই আবহাওয়া দফতরের।
এই গরমে ডাক্তার আশীষ রায় পরামর্শ দিচ্ছেন পাতলা কাপড় পরিধান করার। এবং সারাদিনে অন্তত ৫ থেকে ৬ লিটার জল পান করার প্রয়োজন। এর পাশাপাশি বেশি মসলাযুক্ত খাবার না খেয়ে যতটা সম্ভব পাতলা খাবার খাওয়া প্রয়োজন। হুটহাট করে রোদের মধ্যে ঠান্ডা জল পান করে রোদ থেকে এসে কিছুটা সময় বসে তারপর ঠান্ডা জল পান করা প্রয়োজন।
এই গরমে ডাক্তার আশীষ রায় পরামর্শ দিচ্ছেন পাতলা কাপড় পরিধান করার। এবং সারাদিনে অন্তত ৫ থেকে ৬ লিটার জল পান করার প্রয়োজন। এর পাশাপাশি বেশি মসলাযুক্ত খাবার না খেয়ে যতটা সম্ভব পাতলা খাবার খাওয়া প্রয়োজন। হুটহাট করে রোদের মধ্যে ঠান্ডা জল পান করে রোদ থেকে এসে কিছুটা সময় বসে তারপর ঠান্ডা জল পান করা প্রয়োজন।

Birbhum News: মনোনয়নপত্র বাতিলের পর কী বললেন প্রাক্তন আইপিএস অফিসার!

বীরভূম: সামনেই লোকসভা নির্বাচন। দ্বিতীয় দফায় লোকসভা নির্বাচন শেষ হয়েছে।সামনের মাসের ১৩ তারিখ চতুর্থ দফায় বীরভূমে লোকসভা নির্বাচন।আর তার আগে বড়সড় ধাক্কা বিজেপিতে। বীরভূম লোকসভার বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিষ ধরের মনোনয়নপত্র গ্রহণ করল না নির্বাচন কমিশন৷ আয় বহির্ভূত সম্পত্তির একটি মামলায় রাজ্য সরকারের কাছ থেকে ক্লিয়ারেন্স না পাওয়ার কারণে মনোনয়ন পত্র গ্রহণ করল না কমিশন৷যদিও, আগেই এই আশঙ্কা থেকে বৃহস্পতিবার দেবতনু ভট্টাচার্যকে প্রার্থী করেছে বিজেপি।এই মুহূর্তে দেবতনু ভট্টাচার্য এর নামে মনোনয়ন পত্র জমা দেন ভারতীয় জনতা পার্টি।

বীরভূম লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের বিরুদ্ধে বিজেপি প্রাক্তন পুলিশ কর্তা আইপিএস দেবাশিষ ধরকে প্রার্থী করেছিল। ২০২১ সালে বিধানসভা নির্বাচন চলাকালীন দেবাশিষ ধর কোচবিহার জেলার পুলিশ সুপার ছিলেন৷ নির্বাচনের দিন শীতলকুচিতে বুথে ঝামেলার সময় গুলি চালায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ৪ জনের৷ এই ঘটনায় তৎকালীন পুলিশ সুপার দেবাশিষ ধর নির্বাচন কমিশনকে যে রিপোর্ট দেন, তাতেই অসন্তোষ ছিল রাজ্য সরকার৷ অভিযোগ, এরপরেই দেবাশিষবাবুকে সাসপেণ্ড করা হয়৷

আরও পড়ুন – Shani Vakri 2024: ২৯ জুন থেকে আগামী ৬ মাস চরম দুঃসময়, ৫ রাশিতে ভেঙে পড়বে দুঃখের পাহাড়, কী করবেন

এমনকি, ২০২২ সালে দেবাশিষ ধরের বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পত্তির অভিযোগ ওঠে৷ যার তদন্ত শুরু করে রাজ্য পুলিশের সিআইডি৷ দেবাশিষ ধরের বাড়ি সহ বিভিন্ন ডেরায় হানা দেয় তদন্তকারী অফিসারেরা। এখনও সেই মর্মে দুটি মামলা চলছে৷সেই মামলায় রাজ্য সরকারের কাছ থেকে ক্লিয়ারেন্স না পাওয়ার দেবাশিষ ধরের মনোনয়ন পত্র গ্রহণ করল না নির্বাচন কমিশন৷ আর এরপরেই প্রাক্তন আইপিএস অফিসার এবং ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী দেবাশীষ ধর সাংবাদিক সম্মেলন করেন।তিনি বলেন সবকিছু মেনে নেওয়ার নাম জীবন। তবে লোকসভা নির্বাচনে দল যে দায়িত্ব দেবে সেই দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি। যেহেতু তিনি প্রশাসনিক কর্মকর্তা থেকে রাজনীতিতে যোগদান করেছে তাই দল যদি তাকে পলিসি মেকিং এর জন্য রাখেন তাহলে অনেক উপকৃত হবেন। তবে তার পরিবর্তে দল প্রার্থী করেছে দেবতনু ভট্টাচার্যকে তিনি আশাবাদী তিনি প্রার্থী না থাকলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখ চেয়ে দেখতনু ভট্টাচার্যকে বিপুল ভোটে জয়ী করবেন সাধারণ জনগণ।

বিজেপির নতুন প্রার্থী দেবতনু ভট্টাচার্য নাম ঘোষণা হওয়ার পরেই তিনি তার ভোট প্রচারে নেমে পড়েছেন। এখন বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী দেবতনু ভট্টাচার্য এবং তৃণমূলের মনোনীত প্রার্থী তিন বারের সাংসদ অভিনেত্রী শতাব্দী রায়। দুই প্রার্থী একে অপরকে টক্কর দেওয়ার জন্য অভিনব উদ্যোগে ভোট প্রচারে ব্যস্ত বীরভূমের ময়দানে।

সৌভিক রায়

Bjp Candidate: বীরভূমের BJP প্রার্থীর মনোনয়ন বাতিল! অ্যাডভান্টেজ শতাব্দী, তবে লড়াই জিইয়ে রাখল পদ্ম শিবির

বীরভূম: সামনেই লোকসভা নির্বাচন। এদিন চলছেদ্বিতীয় দফায় লোকসভা নির্বাচন ।সামনের মাসের ১৩ তারিখ বীরভূমে লোকসভা নির্বাচন।আর তার আগে বড়সড় ধাক্কা বিজেপিতে। বীরভূম লোকসভার বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিষ ধরের মনোনয়নপত্র গ্রহণ করল না নির্বাচন কমিশন৷ আয়বহির্ভূত সম্পত্তির একটি মামলায় রাজ্য সরকারের কাছ থেকে ক্লিয়ারেন্স না পাওয়ার কারণেই মনোনয়ন পত্র গ্রহণ করল না কমিশন৷ এদিন মনোনয়ন স্ক্রুটিনির দিন ছিল৷ যদিও, আগেই এই আশঙ্কা থেকে বৃহস্পতিবার দেবতনু ভট্টাচার্যকে প্রার্থী করেছে বিজেপি।

এই মুহূর্তে দেবতনু ভট্টাচার্য এর নামে মনোনয়ন পত্র জমা দেন ভারতীয় জনতা পার্টি। তবে মনোনয়ন পত্র গ্রহণ না করায়, হাইকোর্টে যাচ্ছেন প্রাক্তন পুলিশ কর্তা দেবাশিষ ধর।বীরভূম লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের বিরুদ্ধে বিজেপি প্রাক্তন পুলিশ কর্তা আইপিএস দেবাশিষ ধরকে প্রার্থী করেছে। ২০২১ সালে বিধানসভা নির্বাচন চলাকালীন দেবাশিষ ধর কোচবিহার জেলার পুলিশ সুপার ছিলেন৷ নির্বাচনের দিন শীতলকুচিতে বুথে ঝামেলার সময় গুলি চালায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ৪ জনের৷ এই ঘটনায় তৎকালীন পুলিশ সুপার দেবাশিষ ধর নির্বাচন কমিশনকে যে রিপোর্ট দেন, তাতেই অসন্তোষ ছিল রাজ্য সরকার৷ অভিযোগ, এরপরেই দেবাশিষবাবুকে সাসপেণ্ড করা হয়৷

আরও পড়ুন: কলকাতা এয়ারপোর্টে মারাত্মক ঘটনা! এক ব্যক্তিকে ঘিরে তোলপাড়, যা করলেন, সকলে থ!

এমনকি, ২০২২ সালে দেবাশিষ ধরের বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পত্তির অভিযোগ ওঠে৷ যার তদন্ত শুরু করে রাজ্য পুলিশের সিআইডি৷ দেবাশিষ ধরের বাড়ি সহ বিভিন্ন ডেরায় হানা দেয় তদন্তকারী অফিসারেরা। এখনও সেই মর্মে দুটি মামলা চলছে৷সেই মামলায় রাজ্য সরকারের কাছ থেকে ক্লিয়ারেন্স না পাওয়ার দেবাশিষ ধরের মনোনয়ন পত্র গ্রহণ করল না নির্বাচন কমিশন৷

১৩ মে চতুর্থ দফায় বীরভূম লোকসভা কেন্দ্রে নির্বাচন। এদিন মনোনয়ন স্কুটনির দিন ছিল৷ তাতে দেবাশিষবাবুর মনোনয়ন গ্রহণ করল না কমিশন। তবে মনোনয়ন বাতিলের আভাস পেয়েই এই কেন্দ্র থেকে দেবতনু ভট্টাচার্যকে প্রার্থী করেছে বিজেপি। ২৫ মে সিউড়ি জেলা শাসকের দফতরেতিনি বিজেপির প্রতীকে মনোনয়ন পত্র দাখিল করেন৷ তবে, মনোনয়ন পত্র গ্রহণ না করায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন দেবাশিষ ধর, এমনটাই জানান তিনি।

— সৌভিক রায়

Birbhum News: ইষ্টি কুটুমের প্রভাব! বাংলা ধারাবাহিকের দেওয়া নামেই জনপ্রিয়তা এই গ্রামের, কোথায় জানেন

বীরভূম: টেলিভিশনের বিভিন্ন চরিত্র দর্শকের খুব কাছের হয়ে ওঠে।সেরকমই বলা যায় ড্রয়িং রুম থেকে ডাইনিং রুমের চর্চাতেও ঢুকতে পেরেছিল বাহামণি-অর্চি বাবুরা। ২০১১-এর অক্টোবর থেকে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত চলেছিল ‘ইষ্টি কুটুম’ ধারাবাহিক।একটি বেসরকারি চ্যানেলে এই মেগা জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিল।বাহা শাড়ি থেকে, পলাশবনির গ্রামের উপভাষা, সবটাই সে সময় ছিল ট্রেন্ড। পুজোর বাজার করতে গিয়ে মহিলারা দোকানে গিয়ে বাহা শাড়ি দেখতে চাইতেন।এমনকী প্রচুর মিম তৈরি হয়েছিল সেই সময় নেটমাধ্যমে। সব মিলিয়ে,এক নতুন মাইলফলক ছুঁয়েছিল ধারাবাহিকটি।

বীরভূমের বিভিন্ন জায়গায় এই সিরিয়ালের শ্যুটিং হয়েছিল। কবিগুরুর লাল মাটির জেলা বীরভূম আর এই লাল মাটি জেলার লাল মাটির শহর বোলপুর শান্তিনিকেতন। এই শান্তিনিকেতন থেকে কিছু দূরে অবস্থিত সোনাঝুরির হাট আর সোনাঝুরি থেকে মাত্র পায়ে হেঁটে দুই মিনিটে দূরত্বে অবস্থিত রয়েছে বনের পুকুরডাঙা গ্রাম। সেই গ্রামে বহুদিন ধরে এই ধারাবাহিকের বিভিন্ন শ্যুটিং হয়েছে। আর সেই সময় এই শুটিং দেখতে দূর দূরান্ত থেকে বহু পর্যটকরা ভিড় জমাতেন এই গ্রামে।

আরও পড়ুন: দিলীপ ঘোষকে ‘গো ব্যাক’ স্লোগান! প্রচার শুরু করতেই বড় গোলমাল.. নেতা বললেন, ‘যব হাতি চলে বাজার..’

আরও পড়ুন: শিক্ষক ভাই দাদার সঙ্গে এমন কাজ করলেন! লুকিয়ে পালাতে গিয়ে পড়ল ধরা

তবে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এই ধারাবাহিকটি বন্ধ হয়ে যায় আর তারপরে থেকেই বনের পুকুরডাঙা গ্রামটি পলাশবনি গ্রাম নামে পরিচিতি পায়। সেই গ্রামে এখন শ্যুটিং না হলেও বহু স্মৃতি থেকে গিয়েছে ।তবে নাম পরিবর্তন নিয়ে আক্ষেপ রয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। তারা জানাচ্ছেন ছোট থেকেই এই গ্রামটিকে বনের পুকুরডাঙা বলে জেনে আসছেন সবাই।ধারাবাহিকের পর এই গ্রামটি পলাশবনি নাম পেয়েছে। সকলেই চান, গ্রামটি সিরিয়ালের জন্য নাম অর্জন করলেও পুরনো নামেই থাক তার পরিচিতি ।

সৌভিক রায়

Offbeat News: নিজের মাকেই দেবী বাসন্তী রূপে পুজো যুবকের, দৃষ্টান্ত বোলপুরে

সৌভিক রায়, বীরভূম: যিনি পৃথিবীর আলো দেখান, স্নেহ ত্যাগ আর ভালবাসার বাঁধনে সন্তানদের আগলে রাখেন, বড় করে তোলেন, সেই মমতাময়ী মায়েদের প্রতি সন্তানের অগাধ ভালবাসা থাকবে-এটাই সবাই চায়।কারণ মায়েদের ভালবাসা অস্বীকার করার অর্থ সভ্যতা বা পরম্পরাকে অস্বীকার করা।তবুও নিষ্ঠুর সন্তানদের কেউ কেউ নিষ্পাপ মাতৃত্বকে অস্বীকার করে এখনওবৃদ্ধাশ্রমে পাঠায়।মাতৃত্বের প্রতি স্নেহ, ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাতে তাই প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার মাতৃ দিবস পালন করা হয় গোটা দেশজুড়ে।

নিজের মাকে দশভুজা আর এক রূপ বাসন্তীদেবীরূপে পুজো করলেন তাঁর পুত্রসন্তান।সেই ভিডিও রীতিমতভাইরাল সোশ্যাল মিডিয়াতে। মাতৃভক্তি অনেক নজির ঘটনা কিন্তু দৃশ্যমান। বোলপুর শহরে বাঁধগোড়ার সবুজপল্লীর বাসিন্দা শুভদীপ ভট্টাচার্য তাঁর মাকে দেবী দুর্গার আর এক রূপ বাসন্তী মা চণ্ডী রূপে পূজিত করেন।একদিকে বাসন্তী দেবীর মূর্তি, অন্যদিকে চেয়ারে তাঁর মাকে লালপাড় শাড়ি পরিয়ে, গলায় মালা দিয়ে দেবী রূপে সাজিয়ে পুজো করেন।

আরও পড়ুন : এই ‘নেশা’য় মজে মন, সত্তরোর্দ্ধ বৃদ্ধের শখ শৌখিনতা জানলে অবাক হবেন

তিনি আমাদের জানান যে এই পুজো ৩-৪ঘন্টা ধরে চলে। তাঁর বাড়িতে বহুদিন ধরে বাসন্তী পুজো হয়ে আসছে। আর তাঁর ছোটবেলার ইচ্ছে ছিল তার মাকে দেবী রূপে পুজো করার। তিনি আরও জানান দশমীর পর সেই পুজোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।আরও অনেক মা  তাঁকে সাধুবাদ জানান।

Bjp Candidate: অসম্ভব! অবিশ্বাস্য! এই গরমে বীরভূমের BJP প্রার্থী যা করলেন, ভয় পেয়ে যাবেন জানলে

বীরভূম: সামনেই লোকসভা নির্বাচন। আর হাতেগোনা মাত্র কয়েক দিনের অপেক্ষা। লোকসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে প্রত্যেকটি রাজনৈতিক দল কোমর বেঁধে প্রচারে বেরিয়ে পড়েছেন। বীরভূমে মোট দুটি লোকসভা একটি বীরভূম লোকসভা একটি বোলপুর লোকসভা। বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিষ ধর। তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ। এবং বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রিয়া সাহা, তৃণমূল প্রার্থী অসিত কুমার মাল এবং ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) প্রার্থী শ্যামলী প্রধান।

আর লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে বৈশাখ মাসের প্রথম দিন থেকেই তীব্র তাপদাহ রয়েছে বীরভূমে। দুপুর ১২ টার পর ৪০-৪২ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি তাপ রয়েছে। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আর এই গরমেই নিজের প্রচার চালাচ্ছেন সমস্ত রাজনৈতিক দল গুলি। রাজনৈতিক যুদ্ধের ময়দানে কেউ কাউকে এক চুল জায়গা ছেড়ে দিতে নারাজ।আর বীরভূম লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী প্রাক্তন আইপিএস অফিসার দেবাশীষ ধর তীব্র গরমে সকাল থেকেই নিজের প্রচারকর্ম চালাচ্ছেন।

আরও পড়ুন: কলকাতায় ভয়ঙ্কর দৃশ্য! বহুতলের ১৪ তলা থেকে কী পড়ল ওটা! কাছে যেতেই দেখা গেল, রক্তে মাখা যুবতী!

সকালে বীরভূমের তারাপীঠের মা তারা মন্দিরে পূজা দেওয়ার পর তিনি তার প্রচারকর্ম শুরু করে। পুজো দেওয়ার পরে দলকে চাঙ্গা করতে কর্মী সমর্থক এবং নেতৃত্বদের নিয়ে চায়ের আড্ডায় মেতে ওঠেন।তারাপীঠ এলাকার বেসিক মোড়,বেজুরি,খামেড্ডা, গাগেড্ডা,সাহাপুর,কবিচন্দ্রপুর বিভিন্ন এলাকায়, কখনো পায়ে হেঁটে আবার কখনও হুডখোলা গাড়িতে প্রচার কর্ম সারেন।

এরপরই প্রচারকর্ম সারতে সারতে হাসন বিধানসভার বেলুন গ্রামে ব্যাট হাতে ক্রিকেট খেলায় মেতে উঠলেন প্রাক্তন আইপিএস অফিসার দেবাশীষ ধর।এলাকার ক্ষুদে খেলোয়াড় থেকে শুরু করে বড়রা সকলেই তালে তাল মিলিয়ে দীর্ঘক্ষণ ধরে বিজেপি প্রার্থীর সঙ্গে ক্রিকেট খেলায় মেতে উঠলেন।

— সৌভিক রায়