কোন দলে যাবেন পন্থ?

Rishabh Pant: পন্থকে ছেড়ে দিতে পারে দিল্লি! নতুন ঠিকানা কোথায়, দৌড়ে কি আছে কলকাতা?

নয়াদিল্লি: ২০২৫-এর আইপিএল-এর আগে দিল্লি ক্যাপিটালস ছাড়তে পারেন ঋষভ পন্থ৷ ভারতীয় দলের তারকা উইকেটকিপার ব্যাটসম্যানকে নিয়ে নাকি খুশি নয় দিল্লি ক্যাপিটালস ম্যানেজমেন্ট৷ দৈনিক জাগরনে প্রকাশিত রিপোর্টে এমনই দাবি করা হয়েছে৷

আগামী বছর আইপিএল-এর আগে মেগা নিলাম হওয়ার কথা৷ তার আগে ঋষভ পন্থকে বিক্রি করে দিতে পারে দিল্লি৷ সেক্ষেত্রে পন্থের চেন্নাই সুপার কিংগস দলে যোগ দিতে পারেন বাঁ হাতি উইকেটকিপার ব্যাটসম্যান৷

আরও পড়ুন: ফের বিয়ে করছেন ৫৯ -র স্নেহাশিস, পাত্রী ৪৭, দীর্ঘদিনের প্রেম এবার পরিণতি পাবে দাম্পত্যে

তবে পন্থকে ছেড়ে দেওয়ার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি দিল্লি ম্যানেজমেন্ট৷ কারণ দিল্লি ক্যাপিটালস-এর ডিরেক্টর অফ ক্রিকেট পদে থাকা সৌরভ গঙ্গোপাধ্যায় পন্থেরই পক্ষে৷ তিনি চান, এ বছরের মতো আগামী বছরও পন্থই দিল্লিকে নেতৃত্ব দিন৷ ইতিমধ্যেই দিল্লির কোচের পদ থেকে রিকি পন্টিংকে সরিয়ে দেওয়া হয়েছে৷ তাঁর বদলে সৌরভই দলের কোচ হতে পারেন, এমন জল্পনাও রয়েছে৷

অন্যদিকে মহেন্দ্র সিং ধোনির বিকল্প হিসেবে পন্থকে দলে নিতে আগ্রহী পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংগস৷ চেন্নাইয়ের এক কর্তা ইতিমধ্যেই জানিয়েছেন, ধোনির বদলে একজন তারকা ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যানকে দলে নিতে আগ্রহী তাঁরা৷ সেক্ষেত্রে পন্থই হতে পারেন সেরা পছন্দ৷

৪৩ বছর বয়সি ধোনি ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন৷ তবে এ বছরও চেন্নাইয়ের হয়ে আইপিএল খেলেছেন তিনি৷ আগামী বছর ধোনি হলুদ জার্সি পরে আদৌ মাঠে নামবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে৷ সেই কারণেই সুযোগ পেলে পন্থকে দলে নিতে ঝাঁপাবে চেন্নাই৷