Tag Archives: Risabh Pant

Rishabh Pant: পন্থকে ছেড়ে দিতে পারে দিল্লি! নতুন ঠিকানা কোথায়, দৌড়ে কি আছে কলকাতা?

নয়াদিল্লি: ২০২৫-এর আইপিএল-এর আগে দিল্লি ক্যাপিটালস ছাড়তে পারেন ঋষভ পন্থ৷ ভারতীয় দলের তারকা উইকেটকিপার ব্যাটসম্যানকে নিয়ে নাকি খুশি নয় দিল্লি ক্যাপিটালস ম্যানেজমেন্ট৷ দৈনিক জাগরনে প্রকাশিত রিপোর্টে এমনই দাবি করা হয়েছে৷

আগামী বছর আইপিএল-এর আগে মেগা নিলাম হওয়ার কথা৷ তার আগে ঋষভ পন্থকে বিক্রি করে দিতে পারে দিল্লি৷ সেক্ষেত্রে পন্থের চেন্নাই সুপার কিংগস দলে যোগ দিতে পারেন বাঁ হাতি উইকেটকিপার ব্যাটসম্যান৷

আরও পড়ুন: ফের বিয়ে করছেন ৫৯ -র স্নেহাশিস, পাত্রী ৪৭, দীর্ঘদিনের প্রেম এবার পরিণতি পাবে দাম্পত্যে

তবে পন্থকে ছেড়ে দেওয়ার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি দিল্লি ম্যানেজমেন্ট৷ কারণ দিল্লি ক্যাপিটালস-এর ডিরেক্টর অফ ক্রিকেট পদে থাকা সৌরভ গঙ্গোপাধ্যায় পন্থেরই পক্ষে৷ তিনি চান, এ বছরের মতো আগামী বছরও পন্থই দিল্লিকে নেতৃত্ব দিন৷ ইতিমধ্যেই দিল্লির কোচের পদ থেকে রিকি পন্টিংকে সরিয়ে দেওয়া হয়েছে৷ তাঁর বদলে সৌরভই দলের কোচ হতে পারেন, এমন জল্পনাও রয়েছে৷

অন্যদিকে মহেন্দ্র সিং ধোনির বিকল্প হিসেবে পন্থকে দলে নিতে আগ্রহী পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংগস৷ চেন্নাইয়ের এক কর্তা ইতিমধ্যেই জানিয়েছেন, ধোনির বদলে একজন তারকা ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যানকে দলে নিতে আগ্রহী তাঁরা৷ সেক্ষেত্রে পন্থই হতে পারেন সেরা পছন্দ৷

৪৩ বছর বয়সি ধোনি ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন৷ তবে এ বছরও চেন্নাইয়ের হয়ে আইপিএল খেলেছেন তিনি৷ আগামী বছর ধোনি হলুদ জার্সি পরে আদৌ মাঠে নামবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে৷ সেই কারণেই সুযোগ পেলে পন্থকে দলে নিতে ঝাঁপাবে চেন্নাই৷

সচিন থেকে ভিভিএস, ঋষভের আগ্রাসী ব্যাটিংয়ে মুগ্ধ সবাই

#সিডনি: উইকেট রক্ষক হিসেবে কম সমালোচনা সহ্য করতে হয় না তাঁকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিশ্চিত কয়েকটি ক্যাচ মিস করেছিলেন ঋষভ পন্থ। প্রথম ইনিংসে ব্যাট করার সময় বাঁহাতের কনুইয়ে চোট পান। কিন্তু চিড় না ধরায় দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে আসেন তিনি। পঞ্চম দিন সকালে অধিনায়ক রাহানে ফিরে গেলে ব্যাটিং অর্ডারে তুলে আনা হয় তাঁকে। ঋষভ দেখিয়ে দিলেন অস্ট্রেলিয়ানদের পাল্টা মার কী ভাবে দিতে হয়। প্রথমদিকে একটু ধরে খেললেন। কিন্তু তারপর থেকে নিজের স্বাভাবিক শট খেলা থেকে পিছিয়ে গেলেন না। দুরন্ত কাউন্টার অ্যাটাক করলেন কামিন্স,
লিওন দের।

মারলেন বারোটি বাউন্ডারি এবং তিনটি ওভার বাউন্ডারি। অস্ট্রেলিয়ান অধিনায়ক পেইন থেকে স্টিভ স্মিথ তখন রীতিমত টেনশনে ভুগছেন। যেভাবে খেলছিলেন ঋষভ তাতে মনে হচ্ছিল একাই হিসেব পাল্টে দেবেন। অবশেষে সাতা নব্বই রানে আউট হয়ে ফিরলেন। নিশ্চিত শতরান হারালেন। কিন্তু অস্ট্রেলিয়ার মাঠে চতুর্থ ইনিংসে এরকম ব্যাটিং দীর্ঘদিন দেখা যায়নি কোনও ভারতীয় র ব্যাট থেকে। তাঁর এই আক্রমনাত্মক মানসিকতার প্রশংসায় প্রাক্তন ক্রিকেটার রা। ম্যাচ জিততে না পারলেও ঋষভ পন্থের এই ইনিংস অনেকদিন মনে থাকবে ক্রিকেটপ্রেমীদের।

সচিন তেন্ডুলকর

হাতের পাঁচটা আঙুল যেমন একে অপরের থেকে আলাদা, ঠিক ততটাই আলাদা ছিল ঋষভ এবং পূজারার ইনিংস। ওয়েল প্লেড।

ভি ভি এস লক্ষণ

হয়তো শতরান পায়নি। কিন্তু যেভাবে খেলেছে তাতে গর্বিত বোধ করতে পারে। ভারতকে ম্যাচে ফিরিয়ে এনেছিল ওই আক্রমনাত্মক ইনিংস। ওয়েল প্লেড ইয়ং ম্যান।

আকাশ চোপড়া

শতরান হাতছাড়া নিয়ে ভাবেনি। চাপের মুহূর্তে দলকে জেতানোর চেষ্টা করেছে। চোট নিয়ে এই লড়াই মনে রাখার মত।

সুরেশ রায়না

দুর্দান্ত ইনিংস খেলেছ ভাই।

ইরফান পাঠান  

সাহসী লড়াই’ দেখে মুগ্ধ। অনেক প্রশ্ন এখন থেকে আর উঠবে না।

টম মুডি

সবচেয়ে যে ব্যাপারটা ভাল লাগল, তা হল চাপের মুখেও নিজের স্বাভাবিক খেলাকে তুলে ধরার চেষ্টা। লিভ বাই দা সোর্ড, ডাই বাই দা সোর্ড।