পুরুলিয়ায় এয়ারপোর্ট! স্বপ্নপূরণ হতে চলেছে পুরুলিয়াবাসীর

Purulia: পুরুলিয়ায় এয়ারপোর্ট! স্বপ্নপূরণ হতে চলেছে পুরুলিয়াবাসীর

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। স্বপ্নপূরণ হতে চলেছে পুরুলিয়ার মানুষের। প্লেনে চড়তে আর দূরে কোথাও যেতে হবে না। নিজের জেলা থেকেই পুরুলিয়ার মানুষ এবার চড়তে পারবেন বিমানে। ‌ পুরুলিয়া শহর থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে ছড়রাতে তৈরি হতে চলেছে অত্যাধুনিক বিমানবন্দর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জরুরী পরিস্থিতিতে বিমান ওঠানামার জন্য পুরুলিয়া মফস্সল থানার ছড়রাতে এয়ারস্ট্রিপ তৈরি করেছিল ব্রিটিশরা। বর্তমানে সেটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। ব্রিটিশদের ফেলে যাওয়া সেই রানওয়ে অর্থাৎ এয়ারস্ট্রিপকে অত্যাধুনিক বিমান বন্দরে রূপান্তরিত করতে চলেছে রাজ্য সরকার।