Gautam Gambhir- BCCI: অবশেষে মেনে নিতে চলেছে বোর্ড? ভারতের বোলিং কোচ হতে পারেন গম্ভীর-ঘনিষ্ঠ কেকেআরের প্রাক্তন

মুম্বই: অবশেষে গৌতম গম্ভীরের কথা মেনে নিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তাঁর পছন্দমতো দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার মর্নি মর্কেলকেই বোলিং কোচ করতে পারে বিসিআই।

ভারতের বোলিং কোচ হওয়ার দৌড়ে ছিলেন বিনয় কুমার, লক্ষ্মীপতি বালাজি এবং জাহির খানও। কিন্তু বরাবরই পছন্দের তালিকায় সবার উপরে ছিলেন মর্কেল। অবশেষে মর্কেলকেই কোচ করা হতে পারে বলে জানা গিয়েছে। শ্রীলঙ্কা সফরের পরেই ভারতের কোচ হিসাবে যোগ দিতে পারেন গম্ভীর।

আরও পড়ুন: আগামী আইপিএলে মুম্বই দলে বড় ভাঙনের সম্ভাবনা, দল ছাড়তে পারেন দুই বিশ্বকাপজয়ী তারকা

গৌতম গম্ভীরের সঙ্গে এর আগে লখনউতে বোলিং কোচ হিসাবে কাজ করেছিলেন মর্কেল। লখনউতে গম্ভীর মেন্টর ছিলেন। তখনই মর্কেলের সঙ্গে কাজ করে খুশি হন গম্ভীর। এছাড়াও গম্ভীরের সঙ্গে কেকেআরের হয়ে আইপিএলও খেলেছেন মর্কেল। সেই সঙ্গে পাকিস্তানের বোলিং কোচ হিসাবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে মর্কেলের। ক্রীড়াজীবনে দক্ষিণ আফ্রিকার হয়ে দীর্ঘ দিন বাইশ গজে আগুন ঝড়িয়েছেন মর্কেল। ভারতের বোলিং কোচ হিসাবেও তিনি সাফল্য আনবেন, আশাবাদী বোর্ড।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টের রায়েও শান্তি ফিরল না বাংলাদেশে, সংরক্ষণ সম্পূর্ণ তুলতে হবে, দাবি বিক্ষোভকারীদের

ভারতীয় দলের সাপোর্ট স্টাফ হিসাবে মর্নি মর্কেল ছাড়াও ফিল্ডিং কোচ হিসাবে থাকবেন টি দিলীপ। সহকারী কোচ হিসাবে থাকার সম্ভাবনা রয়েছে অভিষেক নায়ার এবং রায়ান টেন ডেস্কটের।