শিবের মাথায় জল ঢালা হচ্ছে

Sawan Somvar: আজ শ্রাবণের প্রথম সোমবার, মহিলারা মেনে চলুন এই ক’টি নিয়ম, সংসার ভরবে সুখ-অর্থে

*আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার। শ্রাবণ মাসে বিবাহিতা মহিলাদের সবুজ রঙের চুড়ি হাতে পরা উচিত। যে সব মহিলারা শ্রাবণ মাসে হাতে সবুজ রঙের চুড়ি পরেন, ভোলেনাথ তাঁদের প্রতি প্রীত হন বলে প্রচলিত বিশ্বাস। এছাড়া শ্রাবণ মাসে বিবাহিতা মহিলাদের অতি অবশ্যই মঙ্গলসূত্র পড়ে থাকা দরকার।
*আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার। শ্রাবণ মাসে বিবাহিতা মহিলাদের সবুজ রঙের চুড়ি হাতে পরা উচিত। যে সব মহিলারা শ্রাবণ মাসে হাতে সবুজ রঙের চুড়ি পরেন, ভোলেনাথ তাঁদের প্রতি প্রীত হন বলে প্রচলিত বিশ্বাস। এছাড়া শ্রাবণ মাসে বিবাহিতা মহিলাদের অতি অবশ্যই মঙ্গলসূত্র পড়ে থাকা দরকার।
*অন্য সময় সিঁদুর না পরলেও শ্রাবণ মাসে সিঁদুর পড়তে ভুলবেন না বিবাহিত মহিলারা। এই সময় সব সময় সিঁথিতে যেন সিঁদুর অবশ্যই থাকে।
*অন্য সময় সিঁদুর না পরলেও শ্রাবণ মাসে সিঁদুর পড়তে ভুলবেন না বিবাহিত মহিলারা। এই সময় সব সময় সিঁথিতে যেন সিঁদুর অবশ্যই থাকে।
*জ্যোতিষবীদ কৌশিক শাস্ত্রী জানাচ্ছেন, শ্রাবণ মাসে বিবাহিত মহিলাদের ভুলেও কালো রঙের পোশাক পরা উচিত নয়। বিবাহিত মহিলাদের পক্ষে কালো রঙের পোশাক অশুভ বলে মনে করা হয়। শ্রাবণ মাসে বিবাহিত মহিলাদের লাল, হলুদ ও সবুজ রঙের পোশাক পরা উচিত।
*জ্যোতিষবীদ কৌশিক শাস্ত্রী জানাচ্ছেন, শ্রাবণ মাসে বিবাহিত মহিলাদের ভুলেও কালো রঙের পোশাক পরা উচিত নয়। বিবাহিত মহিলাদের পক্ষে কালো রঙের পোশাক অশুভ বলে মনে করা হয়। শ্রাবণ মাসে বিবাহিত মহিলাদের লাল, হলুদ ও সবুজ রঙের পোশাক পরা উচিত।
*শ্রাবণ মাসে বিবাহিত মহিলাদের পায়ে নুপূর পড়ে থাকা উচিত। এঁদের প্রতি ভোলানাথ বিশেষ প্রীত হন বলে প্রচলিত বিশ্বাস। দেবী লক্ষ্মীও এঁদের প্রতি সন্তুষ্ট হন এবং এঁদের ঘরে কখনও অর্থ সংকট হয় না।
*শ্রাবণ মাসে বিবাহিত মহিলাদের পায়ে নুপূর পড়ে থাকা উচিত। এঁদের প্রতি ভোলানাথ বিশেষ প্রীত হন বলে প্রচলিত বিশ্বাস। দেবী লক্ষ্মীও এঁদের প্রতি সন্তুষ্ট হন এবং এঁদের ঘরে কখনও অর্থ সংকট হয় না।
*বিবাহিত মহিলাদের সাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ষোলো শৃঙ্গার। এই সময় তাদের ষোলো শৃঙ্গার করা শুভ। এছাড়া সাজের উপকরণ দেবী পার্বতীর উদ্দেশ্যেও নিবেদন করুন।
*বিবাহিত মহিলাদের সাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ষোলো শৃঙ্গার। এই সময় তাদের ষোলো শৃঙ্গার করা শুভ। এছাড়া সাজের উপকরণ দেবী পার্বতীর উদ্দেশ্যেও নিবেদন করুন।
*শ্রাবণ মাসে বিবাহিত মহিলারা হাতে মেহেন্দি পরেন। এটা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শ্রাবণ মাসে বিবাহিত মহিলারা অন্য বিবাহিত মহিলাদের সাজের উপকরণ উপহার হিসেবে দিলে ভাল ফল পাবেন।
*শ্রাবণ মাসে বিবাহিত মহিলারা হাতে মেহেন্দি পরেন। এটা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শ্রাবণ মাসে বিবাহিত মহিলারা অন্য বিবাহিত মহিলাদের সাজের উপকরণ উপহার হিসেবে দিলে ভাল ফল পাবেন।