লেভেল ক্রসিং পেরোতে গিয়ে তড়িদাহত হন সৌরভ মালিক৷

Howrah: ওভারহেড তার ছিঁড়ে লেভেল ক্রসিংয়ে মৃত্যুফাঁদ! হাওড়ায় যুবকের বুদ্ধিতে রক্ষা পেলেন অনেকে

আমতা: ওভারহেড তার ছিঁড়ে রেল লাইনের উপরে পড়ে রয়েছে৷ যার জেরে গোটা লেভেল ক্রসিংই হয়ে উঠেছিল মৃত্যুফাঁদ৷ রেল লাইন পেরিয়ে যেতে গেলেই তড়িদাহত হওয়ার ঝুঁকি ছিল৷ শেষ পর্যন্ত এক মোটরসাইকেল চালকের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ৷ রক্ষা পেল বেশ কয়েকজন স্কুল পড়ুয়া থেকে শুরু করে বহু সাধারণ মানুষ৷

এ দিন সকালে এই ঘটনা ঘটেছে দক্ষিণ পূর্ব রেলের হাওড়া-আমতা শাখার ডাশী এবং কোনা স্টেশনের মধ্যে৷ যার জেরে দীর্ঘক্ষণ বন্ধ ছিল ট্রেন চলাচল৷ রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা৷

আরও পড়ুন:

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এ দিন সকালে বৃষ্টির মধ্যেই ওই ওভারহেড তার ছিঁড়ে পড়ে৷ সেই সময় ওই মোটরসাইকেল নিয়ে ওই লেভেল ক্রসিং পেরিয়ে যাচ্ছিলেন সৌরভ মালিক নামে স্থানীয় বাসিন্দা এক যুবক৷ লেভেল ক্রসিং পেরনোর সময়ই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি৷ যদিও বরাতজোরে মোটরসাইকেল নিয়ে লেভেল ক্রসিং পেরিয়ে যান সৌরভ৷

ওই যুবকের কথায়, ‘লেভেল ক্রসিং পেরনোর সময়ই বোমা ফাটার মতো শব্দ কানে এল৷ তাকিয়ে দেখলাম বৃষ্টির মধ্যেই রেল লাইনের উপরে ওভারহেড তার ছিঁড়ে পড়ে রয়েছে৷ গোটা শরীরে তখন বিদ্যুতের ঝটকা লেগে যেন ঝনঝন করে উঠল৷ কোনওমতে লেভেল ক্রসিং পেরিয়ে যাই আমি৷’

সৌরভের কথায়, ‘লেভেল ক্রসিং পেরিয়ে দেখি প্ল্যাটফর্ম থেকে কয়েকজন ছাত্রছাত্রী লেভেল ক্রসিংয়ের দিকে আসছে৷ সঙ্গে সঙ্গে ওদের চিৎকার করে আটকাই৷ এর পর আরও কয়েকজন স্থানীয় বাসিন্দা চলে আসেন৷ গেটম্যান গেট ফেলে দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর দেন৷ লেভেল ক্রসিংয়ের দু দিক থেকেই সাধারণ মানুষের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়৷ ওই যুবকের কথায়, যে ভাবে রেল লাইনও বিদ্যুৎবাহী হয়েছিল, তাতে প্রাণহানিরও আশঙ্কা ছিল৷’

অভিযোগ, এই ঘটনা নজরে আসার পরও দীর্ঘক্ষণ ওভাবেই পড়েছিল ওভারহেড তার৷ প্রায় ঘণ্টা দেড়েক পর ঘটনাস্থলে আসেন রেলের আধিকারিকরা৷ দীর্ঘক্ষণ রেলগেট বন্ধ থাকায় সমস্যায় পড়েন এলাকার বাসিন্দারা৷ হাওড়া-আমতায় শাখায় বন্ধ থাকে ট্রেন চলাচল৷ যদিও এই ঘটনায় রেলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷