বাঁকুড়ার ক্ষুদে

Bankura News: বয়স মাত্র ২ বছর, বাঁকুড়ার এই খুদের কাণ্ড দেখে তাজ্জব সকলে, শুনলে অবাক হবেন আপনিও

বাঁকুড়া: মাত্র দুই বছর বয়স কিন্তু গড় গড় করে আধো আধো গলায় গাইছে জাতীয় সঙ্গীত। আবার “কুমোর পাড়ার গরুর গাড়ি” আবৃত্তি করছে নির্দ্বিধায়। একেবারে প্রান্তিক বাঁকুড়ার গ্রামের এই খুদে সকলকে অবাক করেছে এক পলকে। বাঁকুড়ার মাকুরগ্রামের বাসিন্দা বিদ্যুৎ মাকুর এবং মল্লিকা মাকুরের দুই বছর তিন মাসের সন্তান রিওনা মাকুর এক প্রকার প্রত্যন্ত বাঁকুড়ার “ওয়ান্ডার কিড”।

যে বয়সের বাচ্চাদের পক্ষে জটিল কাজ করা কঠিন, সেই বয়সে রিওনা গাইতে পারে জাতীয় সঙ্গীত। এছাড়াও ১৮ লাইনের কবিতা মুখস্ত গড়গড় করে বলতে পারে, মুখস্ত রয়েছে ৫০ থেকে ৬০টি কবিতা। বলতে পারে শরীরের অংশের নাম। রিওনার বাবা একজন ব্যবসায়ী, রয়েছে ইলেকট্রনিক্স এর দোকান। শহরাঞ্চলের বাইরে থেকে নিজের স্মৃতিশক্তি এবং বুদ্ধিমত্তার যা পরিচয় দেখিয়েছে বাঁকুড়ার এই ক্ষুদে তাতে অবাক সকলেই।

আরও পড়ুন-  ভয়ঙ্কর তোলপাড় পরিবর্তন! সূর্য-মঙ্গল-বুধ-শুক্রের বিরাট চালে ভাগ্যের খেলা শুরু…! কারা ভাগ্যবান, কাদের লোকসান? আপনার কপালে কী?

বিদ্যুৎ মাকুর বলেন, রিওনা তার মায়ের কাছেই সবটাই শিখেছে। ২ বছরের এই বিস্ময় কন্যার মা মল্লিকা মাকুর বলেন, খুব সহজেই সবকিছু মনে রাখতে পারে রিওনা। এবং একটি একটি করে শিখেছে জাতীয় সঙ্গীত এবং হাট কবিতা। যদিও স্মৃতিশক্তির চরম নিদর্শন দেখেও রিওনাকে বাড়তি চাপ দিতে চাননা মাকুর দম্পতি। “মেয়ে যা চাইবে সেটাই করবে” এমন একটি চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে যেতে চায় তারা।

আরও পড়ুন-   মাত্র ৭ দিনেই জব্দ! ধমনী থেকে নিংড়ে বার করবে কোলেস্টেরল, শিরায় জমে থাকা ময়লা হবে সাফ, রোজ পাতে রাখুন এই খাবার

শহরাঞ্চলে রয়েছে হাজার সুবিধা। বাচ্চাদের স্মৃতি শক্তি তুখোড় করার জন্য রয়েছে বহু পন্থা। তবে বাঁকুড়ার একটি গ্রাম্য এলাকা থেকে কোনওকিছু বিশেষ প্রস্তুতি ছাড়াই রিওনার ৫০-৬০ টি কবিতা মুখস্থ করে আবৃত্তি করা থেকে শুরু করে জাতীয় সঙ্গীত গাওয়া সব কিছুই বলে দিচ্ছে, মেধাকে আটকানো সম্ভব নয়। প্রকৃত মেধা সময়, স্থান এবং প্রযুক্তির কিংবা বয়সের অপেক্ষা করে না।

নীলাঞ্জন ব্যানার্জী