মঙ্গলবার সংসদে বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ টানা সপ্তমবার দেশের অর্থমন্ত্রী বাজেট পেশ করলেন।

New Income tax slab: বাজেটে করদাতাদের জন্য বড় ঘোষণা, বদলে গেল ট্যাক্স স্ল্যাব, বাড়ল স্ট্যান্ডার্ড ডিডাকশন

কলকাতা: করদাতাদের জন্য সুখবর। বাজেটে স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়ালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এতদিন স্ট্যান্ডার্ড ডিডাকশন ছিল বার্ষিক ৫০ হাজার টাকা। এখন সেটা বেড়ে ৭৫ হাজার টাকা হল। নতুন কর ব্যবস্থায় এই সুবিধা পাবেন করদাতারা।

ট্যাক্স স্ল্যাবে বদল: স্ট্যান্ডার্ড ডিডাকশনের পাশাপাশি ট্যাক্স স্ল্যাবেও পরিবর্তন করা হয়েছে। নতুন ট্যাক্স স্ল্যাবের আওতায় এখন থেকে আয় ১৫ লাখ টাকার বেশি হলে ৩০ শতাংশ কর প্রযোজ্য হবে। মঙ্গলবার বাজেটে এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

নয়া কর ব্যবস্থার আওতায় নতুন ট্যাক্স স্ল্যাব অনুযায়ী, ৩ লাখ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের উপর কোনও কর দিতে হবে না। পাশাপাশি ৩ থেকে ৭ লাখ টাকার বার্ষিক আয়ে ৫ শতাংশ, ৭ লাখ টাকার বেশি এবং ১০ লাখ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে ১০ শতাংশ, ১০ লাখ টাকার বেশি এবং ১২ লাখ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে ১৫ শতাংশ, ১২ লাখ টাকার বেশি বার্ষিক আয়ে ১৫ শতাংশ, ১২ লাখ টাকার উপর এবং ১৫ লাখ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে ২০ শতাংশ এবং ১৫ লাখ টাকার বেশি বার্ষিক আয়ে ৩০ শতাংশ হারে কর দিতে হবে।

নতুন কর ব্যবস্থার আওতায় সংশোধিত ট্যাক্স স্ল্যাব: ০-৩ লক্ষ টাকার বার্ষিক আয়ে কোনও কর দিতে হবে না।

৩ লক্ষ থেকে ৭ লক্ষ টাকার উপরে আয়ের ৫ শতাংশ হারে কর।

৭ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা বার্ষিক আয়ে ১০ শতাংশ হারে কর।

১০ লক্ষ থেকে ১২ লক্ষ টাকা বার্ষিক আয়ে ১৫ শতাংশ হারে কর।

১২ লক্ষ টাকা থেকে ১৫ লক্ষ টাকা আয়ে ২০ শতাংশ হারে কর।

১৫ লক্ষ টাকার বেশি বার্ষিক আয়ে ৩০ শতাংশ হারে কর।

এতে স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা করা হয়েছে। অর্থাৎ কারও আয় যদি ৭.৭৫ লাখ টাকা হয় তাহলে নতুন কর ব্যবস্থার অধীনে তাঁকে কোনও কর দিতে হবে না।

আরও পড়ুন: বাংলাকে বঞ্চনা, ভোটের ময়দানে জবাব! কেন্দ্রীয় বাজেটের তীব্র সমালোচনা মমতার

নতুন কর ব্যবস্থার অধীনে আগের ট্যাক্স স্ল্যাব কী ছিল: ০ থেকে ৩ লক্ষ টাকায় কোনও কর প্রযোজ্য হত না।

৩ থেকে ৬ লক্ষ টাকায় ৫ শতাংশ।

৬ থেকে ৯ লাখ টাকায় ১০ শতাংশ।

৯ থেকে ১২ লাখের উপর ১৫ শতাংশ।

১২ থেকে ১৫ লাখে ২০ শতাংশ।

১৫ লক্ষ টাকার বেশি হলে ৩০ শতাংশ।

প্রসঙ্গত, ২০১৮ সালের বাজেটে স্ট্যান্ডার্ড ডিডাকশন ৪০ হাজার টাকা করা হয়েছিল। এরপর ২০১৯ সালের অন্তর্বর্তী বাজেটে তা বাড়িয়ে ৫০ হাজার টাকা করেছিল কেন্দ্রীয় সরকার। তারপর থেকে স্ট্যান্ডার্ড ডিডাকশনে কোনও পরিবর্তন হয়নি। এবার তা বাড়িয়ে ৭৫ হাজার করা হল।