Insect Remedy In Monsoon: হাতের মুঠোয়ে চট জলদি ম্যাজিক, মশা-মাছি-আরশোলা দূর হবে বাপ বাপ বলে! ছোট্ট টিপসে হবে বিরাট কাজ

বর্ষার সময়ে একদিকে যেমন বাড়ে মশার উপদ্রব তেমনি বাড়ে সাপ-বিছের উপদ্রবও। কিন্তু এমনকিছু গাছ আছে যেগুলো বাড়ির আশপাশে লাগালে সহজে ঘরে ঢুকবে না একটা মশা পোকামাকড়।
বর্ষার সময়ে একদিকে যেমন বাড়ে মশার উপদ্রব তেমনি বাড়ে সাপ-বিছের উপদ্রবও। কিন্তু এমনকিছু গাছ আছে যেগুলো বাড়ির আশপাশে লাগালে সহজে ঘরে ঢুকবে না একটা মশা পোকামাকড়।
এমন কিছু গাছ আছে যা একদিকে আপনার বাড়িতে ভেষজ উদ্ভিদ হিসাবে ব্যবহার করতে পারবেন অপরদিকে বাড়িতে মশা ও পোকামাকড়ের উপদ্রব কমবে।
এমন কিছু গাছ আছে যা একদিকে আপনার বাড়িতে ভেষজ উদ্ভিদ হিসাবে ব্যবহার করতে পারবেন অপরদিকে বাড়িতে মশা ও পোকামাকড়ের উপদ্রব কমবে।
নিম গাছের আয়ুর্বেদিক গুরুত্ব আছে। এর তিক্ত গন্ধ পোকামাকড়, মশাকে ঘরে আসতে দেয় না। এটি পোকামাকড়, সাপ এবং বিছে জাতীয় বিষাক্ত প্রাণীকে দূরে রাখতে অনেক বেশি কার্যকর।
নিম গাছের আয়ুর্বেদিক গুরুত্ব আছে। এর তিক্ত গন্ধ পোকামাকড়, মশাকে ঘরে আসতে দেয় না। এটি পোকামাকড়, সাপ এবং বিছে জাতীয় বিষাক্ত প্রাণীকে দূরে রাখতে অনেক বেশি কার্যকর।
তুলসীও বর্ষাকালে পোকামাকড় দূরে রাখতে বেশ কার্যকরী। এর তীক্ষ্ণ গন্ধ সরীসৃপ জাতীয় প্রাণীদের পছন্দ নয়। তাই এগুলো তুলসী থেকে দূরে থাকে।
তুলসীও বর্ষাকালে পোকামাকড় দূরে রাখতে বেশ কার্যকরী। এর তীক্ষ্ণ গন্ধ সরীসৃপ জাতীয় প্রাণীদের পছন্দ নয়। তাই এগুলো তুলসী থেকে দূরে থাকে।
পুদিনা গাছ কেবল তার সুগন্ধ এবং স্বাদের জন্যই পরিচিত নয়, এই উদ্ভিদ পোকামাকড় দূরে রাখতেও আশ্চর্যজনকভাবে কার্যকর।
পুদিনা গাছ কেবল তার সুগন্ধ এবং স্বাদের জন্যই পরিচিত নয়, এই উদ্ভিদ পোকামাকড় দূরে রাখতেও আশ্চর্যজনকভাবে কার্যকর।
বাড়ির চারপাশে লেমনগ্রাস লাগানো যেতে পারে। অনেকেই এ গাছের চা ও রস পান করেন। যদিও এই উদ্ভিদের গন্ধ খুবই সুন্দর তবে মশা এটি মোটেই পছন্দ করে না।
বাড়ির চারপাশে লেমনগ্রাস লাগানো যেতে পারে। অনেকেই এ গাছের চা ও রস পান করেন। যদিও এই উদ্ভিদের গন্ধ খুবই সুন্দর তবে মশা এটি মোটেই পছন্দ করে না।