সরকারি কর্মীদের জন্য সুখবর

Government Employee: রাজ্যের সরকারি কর্মীদের জন্য সুখবর! জারি হয়ে গেল বিজ্ঞপ্তি, লাখো কর্মীর জন্য জরুরি

সরকারি কর্মীদের বড় খবর। রাজ্য সরকারি কর্মীদের জন্য চালু হওয়া স্বাস্থ্য স্কিম নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকারের অর্থ দফতরের মেডিক্যাল সেল। ওই বিজ্ঞপ্তি অনুসারে, পশ্চিমবঙ্গ হেলথ স্কিমে আরও কিছু হাসপাতালকে যুক্ত করা হল। এর ফলে উপকৃত হবেন রাজ্যের লাখো সরকারি কর্মীরা।
সরকারি কর্মীদের বড় খবর। রাজ্য সরকারি কর্মীদের জন্য চালু হওয়া স্বাস্থ্য স্কিম নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকারের অর্থ দফতরের মেডিক্যাল সেল। ওই বিজ্ঞপ্তি অনুসারে, পশ্চিমবঙ্গ হেলথ স্কিমে আরও কিছু হাসপাতালকে যুক্ত করা হল। এর ফলে উপকৃত হবেন রাজ্যের লাখো সরকারি কর্মীরা।
এই স্বাস্থ্য স্কিমের মাধ্যমে সরকারি কর্মী ও পেনশনভোগীরা ২ লক্ষ টাকা পর্যন্ত তাদের এবং তাদের পরিবার ২ লাখ টাকা পর্যন্ত ক্যাশলেস পরিষেবা পেতে পারেন। এই প্রকল্পের আওতায় কোনও সরকারি কর্মীর চিকিৎসার খরচ ২ লাখ টাকা পর্যন্ত হলে কর্মীকে হাসপাতালের কোনও বিল মেটাতে হয় না। তবে অবশ্যই সেই হাসপাতালকে এই প্রকল্পের আওতায় থাকা হাসপাতাল হতে হবে।
এই স্বাস্থ্য স্কিমের মাধ্যমে সরকারি কর্মী ও পেনশনভোগীরা ২ লক্ষ টাকা পর্যন্ত তাদের এবং তাদের পরিবার ২ লাখ টাকা পর্যন্ত ক্যাশলেস পরিষেবা পেতে পারেন। এই প্রকল্পের আওতায় কোনও সরকারি কর্মীর চিকিৎসার খরচ ২ লাখ টাকা পর্যন্ত হলে কর্মীকে হাসপাতালের কোনও বিল মেটাতে হয় না। তবে অবশ্যই সেই হাসপাতালকে এই প্রকল্পের আওতায় থাকা হাসপাতাল হতে হবে।
নতুন এই বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্য সরকারের স্বাস্থ্য স্কিমে যুক্ত হওয়া নতুন হাসপাতালগুলি হল কলকাতা কিডনি ইনস্টিটিউট (কালিকাপুর), তপোবন হাসপাতাল (দুর্গাপুর), টেকনো ইন্ডিয়া ডামা হেলথকেয়ার সেন্টার (ইএম বাইপাস), আরামবাগ ডায়াগ্নস্টিক (আরামবাগ), এএসজি হাসপাতাল (বিটি রোড)।
নতুন এই বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্য সরকারের স্বাস্থ্য স্কিমে যুক্ত হওয়া নতুন হাসপাতালগুলি হল কলকাতা কিডনি ইনস্টিটিউট (কালিকাপুর), তপোবন হাসপাতাল (দুর্গাপুর), টেকনো ইন্ডিয়া ডামা হেলথকেয়ার সেন্টার (ইএম বাইপাস), আরামবাগ ডায়াগ্নস্টিক (আরামবাগ), এএসজি হাসপাতাল (বিটি রোড)।
এছাড়াও এএসজি হাসপাতাল (দেশপ্রাণ শাসমল রোড), হিমালয়ান আই ইনস্টিটিউট (শিলিগুড়ি), জ্যোতির্ময় আরোগ্য ভবন (চণ্ডীতলা, শ্রীরামপুর), মেডিট্রাস্ট ডায়াগ্নস্টিক (কাশিপুর রোড, দমদম)-কেও স্বাস্থ্য প্রকল্পের সঙ্গে যুক্ত করা হয়েছে।
এছাড়াও এএসজি হাসপাতাল (দেশপ্রাণ শাসমল রোড), হিমালয়ান আই ইনস্টিটিউট (শিলিগুড়ি), জ্যোতির্ময় আরোগ্য ভবন (চণ্ডীতলা, শ্রীরামপুর), মেডিট্রাস্ট ডায়াগ্নস্টিক (কাশিপুর রোড, দমদম)-কেও স্বাস্থ্য প্রকল্পের সঙ্গে যুক্ত করা হয়েছে।
যদি কোনও সরকারি কর্মীর হাসপাতালের বিল ২ লক্ষ টাকার বেশি হয়, তাহলে সেই বিল সরকারের কাছে জমা করলে পরে রিইম্বার্সমেন্টের মাধ্যমে সেই টাকা ফেরত দেওয়া হয়।

যদি কোনও সরকারি কর্মীর হাসপাতালের বিল ২ লক্ষ টাকার বেশি হয়, তাহলে সেই বিল সরকারের কাছে জমা করলে পরে রিইম্বার্সমেন্টের মাধ্যমে সেই টাকা ফেরত দেওয়া হয়।
গত বছরই পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারিদের হেল্থ স্কিমে যুক্ত করা হয়েছিল আরও বেশ কয়েকটি রোগের নাম, যার চিকিৎসা ওই স্কিমের আওতায় পাবেন রাজ্য সরকারী কর্মীরা। মোট ১৭ টি নতুন রোগের নাম ওই স্কিমের আওতায় চিকিৎসার জন্য সংযুক্ত করা হয়েছিল। এর ফলেও রাজ্য সরকারী কর্মীরা এই স্কিম থেকে বিশেষভাবে সুবিধা ভোগ করতে পারেন।
গত বছরই পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারিদের হেল্থ স্কিমে যুক্ত করা হয়েছিল আরও বেশ কয়েকটি রোগের নাম, যার চিকিৎসা ওই স্কিমের আওতায় পাবেন রাজ্য সরকারী কর্মীরা। মোট ১৭ টি নতুন রোগের নাম ওই স্কিমের আওতায় চিকিৎসার জন্য সংযুক্ত করা হয়েছিল। এর ফলেও রাজ্য সরকারী কর্মীরা এই স্কিম থেকে বিশেষভাবে সুবিধা ভোগ করতে পারেন।
উল্লেখ্য, ওয়েস্ট বেঙ্গল হেল্থ স্কিমের আওতায় একাধিক সুবিধার তথ্য স্কিমের সরকারি ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। https://wbhealthscheme.gov.in/ এই লিঙ্কে গিয়ে ক্লিক করলেই এই বিষয়ে বিস্তারিত জানা যাবে।
উল্লেখ্য, ওয়েস্ট বেঙ্গল হেল্থ স্কিমের আওতায় একাধিক সুবিধার তথ্য স্কিমের সরকারি ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। https://wbhealthscheme.gov.in/ এই লিঙ্কে গিয়ে ক্লিক করলেই এই বিষয়ে বিস্তারিত জানা যাবে।