আজ পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সতর্কবার্তা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, পূর্ব বর্ধমান, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, দুই বর্ধমান, পুরুলিয়া জেলাতে।

Rain Alert in Kolkata: সোম থেকে কাঁপিয়ে বৃষ্টি কলকাতা-সহ ১৩ জেলায়, আবহাওয়ার বড় খবর দেখুন

আবহাওয়ার লেটেস্ট আপডেট। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, রবিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবহঙ্গের ১৩ জেলায়। আগামী এক ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এই জেলাগুলিতে। সতর্কতা বজ্রপাতেরও। সর্তকতা জারি আলিপুর আবহাওয়া দফতরের।