Paris Olympics Manu Bhaker: ইতিহাস গড়লেন মনু, প্যারিস অলিম্পিক্সে শুটিংয়ে পদক ভারতের মেয়ের! দেখুন

প্যারিস অলিম্পিক্সের দ্বিতীয় দিনেই খাতা খুলল ভারত। পদক জিতলেন ভারতীয় শুটার মনু ভাকের। প্রথম মহিলা ভারতীয় শুটার হিসাবে পদক জিতলেন মনু। শনিবার কোয়ালিফাইং রাউন্ডেই দেশকে পদক জেতানোর স্বপ্ন দেখিয়েছিলেন মনু ভাকের। কোয়ালিফাইং রাউন্ডে ৩ নম্বরে শেষ করেছিলেন মনু। ফাইনালেও ছন্দ অব্যাহত রাখলেন মনু ভাকের। ফাইনালে প্রথম এবং দ্বিতীয় স্থানে শেষ করলেন দক্ষিণ কোরিয়ার প্রতিযোগী। প্রথম স্থানে ও ইয়ে জিন পেলেন ২৪৩.২ পয়েন্ট, দ্বিতীয় স্থানে শেষ করা কিম ইয়ে জির সংগ্রহ ২৪১.৩ পয়েন্ট। তৃতীয় স্থানে মনু ভাকেরের সংগ্রহ ২২১.৭ পয়েন্ট।