সৌরভ সেদিন বলেছিলেন, খুবই দুর্ভাগ্যজনক ঘটনা, ন্যক্কারজনকও বটে। এমন অপরাধের কোনও ক্ষমা নেই। এই ঘটনায় প্রশাসনের অবিলম্বে পদক্ষেপ উচিত। আসলে এই ধরণের ঘটনা যে কোনও জায়গায় হতে পারে। দুর্ভাগ্যক্রমে ঘটনাটা ঘটল হাসপাতালে। সিসিটিভির ব্যবস্থা থাকা উচিৎ, একইসঙ্গে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার থাকা উচিত।

Sourav Ganguly: বিরাট প্রাপ্তি সৌরভ গঙ্গোপাধ্যায়ের, ‘দাদা’ এখন ‘রত্ন’! মোহনবাগান দিবসে আরও নানা চমক

কলকাতা: সোমবার, ২৯ জুলাই মোহনবাগান দিবস। ১৯১১ সালের এই দিনেই ইস্ট ইয়র্কশায়ারকে হারিয়ে প্রথমবার আইএফএ শিল্ড জিতেছিল মোহনবাগান। ধুলোয় মিশেছিল ব্রিটিশ ঔদ্ধত্য। সকাল থেকেই নানান অনুষ্ঠান ছিল এ উপলক্ষ্যে। কিন্তু সোমবার সন্ধ্যায় মোহনবাগান দিবসের মূল অনুষ্ঠান। এবারের মোহনবাগান দিবস প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্য বিশেষ একটি দিন। কারণ এদিন মোহনবাগান রত্নে ভূষিত হচ্ছেন সৌরভ।

প্রতি বছরই ‘মোহনবাগান রত্ন’ পুরস্কার দেওয়া হয়। ২৯ জুলাই ক্লাবের প্রতিষ্ঠা দিবসে সেই পুরস্কার তুলে দেওয়া হয় সংশ্লিষ্ট ক্রীড়াবিদের হাতে। এবার এই সম্মান পেয়ে গর্বিত সৌরভ গঙ্গোপাধ্যায়। নিজের ক্লাব ক্রিকেট কেরিয়ারে ৯ বছর মোহনবাগানের হয়ে খেলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মোহনবাগান তাঁবুতে অমর একাদশের মূর্তি উন্মোচনের দিনও উপস্থিত ছিলেন সৌরভ। দেওয়া হয়েছিল সদস্য কার্ড। এদিনের অনুষ্ঠানেও মূল আকর্ষণ সেই সৌরভই।

আরও পড়ুন: পৃথিবীর একমাত্র প্রাণী, শুধু অতিরিক্ত যৌনতার কারণে যারা লুপ্ত হওয়ার পথে! এত চেনা প্রাণী! কোন প্রাণী জানেন? শুনলে আঁতকে উঠবেন

এক নজরে দেখে নিন, কে কী পুরস্কার পাচ্ছেন —

⚫ এবার ‘মোহনবাগান রত্ন’ সম্মান পাচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।
⚫ জীবনকৃতি সম্মান পেলেন সবুজ-মেরুনের প্রাক্তন ফুটবলার বিমল মুখোপাধ্যায়।
⚫ বছরের সেরা ফুটবলার দিমিত্রি পেত্রাতোসকে দেওয়া হল ‘শিবাদাস ভাদুড়ি’ পুরস্কার।
⚫ সেরা ক্রিকেটার হিসেবে ‘অরুণ লাল’ নামাঙ্কিত পুরস্কার পেলেন অভিলিন ঘোষ।
⚫ বর্ষসেরা অ‍্যাথলিটের পুরস্কার পেলেন করুণাময় মাহাতো।
⚫ বছরের সেরা কর্তা হিসেবে সৌরভ পালকে ‘অঞ্জন মিত্র’ পুরস্কারে সম্মানিত করা হল।
⚫ সেরা ক্রীড়া সাংবাদিক হিসেবে দেবাশীষ দত্তকে ‘মতি নন্দী পুরস্কার’ দেওয়া হল।
⚫ প্রয়াত সুভাষ ভৌমিকের নামে সেরা ফরোয়ার্ডের পুরস্কার পেলেন মনবীর সিং।
⚫ সেরা প্রতিভাবান ফুটবলার হিসেবে পুরস্কার পেলেন সুহেল ভাট।
⚫ বর্ষসেরা হকি প্লেয়ার সৌরভ পাশিনের হাতে তুলে দেওয়া হল কেশব দত্ত নামাঙ্কিত পুরস্কার।
⚫ বর্ষসেরা সবুজ মেরুন সমর্থক হিসেবে বাপি মাঝি ও অজয় পাসওয়ানকে উমাকান্ত পালোধি পুরস্কার তুলে দেওয়া হল।
⚫ সেরা রেফারির পুরস্কার পেলেন দিলীপ সেন।