অধীররঞ্জন চৌধুরী৷

Adhir Chowdhury: প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন অধীর? জল্পনা তুঙ্গে

কলকাতা: প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন অধীর? জল্পনা তুঙ্গে! সূত্রের খবর, সোমবার কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক কে সি বেণুগোপালের সঙ্গে বৈঠকের পর-ই নাকি ইস্তফা দেন অধীর।

চব্বিশের লোকসভা নির্বাচনে বাংলা থেকে মাত্র একটি আসন জিতেছে কংগ্রেস। লোকসভা নির্বাচনে বাংলায় খারাপ ফলের কারণ ও রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি সোমবার অধীর চৌধুরীদের সঙ্গে বৈঠক করেন কে সি বেণুগোপাল। জানা গিয়েছে, রাজ্যে কংগ্রেসের সংগঠন মজবুত করা, নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে আলোচনা হয়। প্রত্যেক প্রদেশ নেতার সঙ্গে আলাদা করে কথা বলেন বেণুগোপাল। সেই বৈঠকের পর-ই নাকি ইস্তফা দেন অধীর রঞ্জন চৌধুরী।

এদিনের বৈঠকে হাজির ছিলেন কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল এবং পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত নেতা গুলাম আহমেদ মীর।
লোকসভা ফলের পর থেকেই প্রদেশ কংগ্রেসে রদবদলে একটা গুঞ্জন চলছিল। সেই গুঞ্জনে এদিন শিলমোহর বসল। যদিও দিল্লিতে বৈঠক শেষে কোনও মন্তব্য করেননি প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর চৌধুরী। স্রেফ জানিয়েছেন, কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব পরবর্তী নাম ঘোষণা করবে।