দুই সাপের শঙ্খ লাগা-র অর্থ কী জানেন?

Snake Viral Video: দুই সাপের শঙ্খ লাগা-র অর্থ কী জানেন? বিরল মিলন দৃশ্য দেখতে উপচে পড়ল মানুষের ভিড়! জানালেন বিশেষজ্ঞ

বর্ধমান: আগে গ্রাম বাংলায় প্রায়ই দেখা যেত সাপের শঙ্খ লাগা। এখন নগরায়নের যুগে তা হারিয়ে যাওয়ার পথে। তারই মধ্যে দুটি সাপের ‘ শঙ্খ লাগা’ বা লড়াইয়ের দৃশ্য দেখা গেল বর্ধমানে। আচমকাই এই দৃশ্য দেখতে পেয়ে খুশি সকলে। অনেকেই একে সাপের মিলন দৃশ্য বলেন। সাপ বিশারদ ধীমান ভট্টাচার্য যদিও জানিয়েছেন, এটা এলাকা দখলের লড়াই। প্রধানত দাঁড়াশ সাপের মধ্যেই এই লড়াই হয়। এই প্রায় বিরল দৃশ্য দেখা গেল বর্ধমান শহর লাগোয়া হ্যাচারিমাঠ এলাকায়।

বৈকুন্ঠপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের অধীনে  হ্যাচারিমাঠ এলাকা। বছর দশ-পনেরো আগে এই এলাকাগুলি ছিল চাষযুক্ত জমিতে ভরা। ছিল জলা,  বন জঙ্গল, গাছ গাছালিতে ভরা। এখানে একসময় বিভিন্নধরনের পশুপাখি, সাপ, ব্যাঙ, প্রজাপতি, কীটপতঙ্গ দেখা মিলত। আধুনিকতার স্পর্শে সেই জায়গা এখন ইট পাথরের বাড়িঘরে ভর্তি। মানুষ তার বসবাসের জায়গা গড়ে তুলে সেইসব প্রাণীদের বাস্তুছাড়া করেছে।

আরও পড়ুন-  ভয়ঙ্কর তোলপাড় পরিবর্তন! সূর্য-মঙ্গল-বুধ-শুক্রের বিরাট চালে ভাগ্যের খেলা শুরু…! কারা ভাগ্যবান, কাদের লোকসান? আপনার কপালে কী?

তবুও এই এলাকায় এখনও অনেক জমি জায়গা খালি পড়ে আছে। সেখানে মাঝেমধ্যে কিছু কিছু প্রাণীর দেখা মেলে।বর্ষাকালে রাতে ঝিঁঝিঁ পোকা, ব্যাঙের ডাক এখনও শোনা যায়। শেয়ালের ডাকও মাঝেমধ্যে কানে ভেসে আসে। এখানে রাতের দিকে বিভিন্ন প্রজাতির সাপের দেখাও মেলে।

আরও পড়ুন-   মাত্র ৭ দিনেই জব্দ! ধমনী থেকে নিংড়ে বার করবে কোলেস্টেরল, শিরায় জমে থাকা ময়লা হবে সাফ, রোজ পাতে রাখুন এই খাবার

সোমবার এই এলাকাতেই দেখা মিলল সেই  বিরল দৃশ্য। দুপুরের দিকে এক পশলা বৃষ্টি হওয়ার পর হাল্কা একটু রোদ উঠতেই একটি ফাঁকা জমিতে পাড়ার লোকজন দেখতে পান দুটি সাপ নিজের মধ্যে জড়িয়ে জড়িয়ে উপরের দিকে উঠছে। প্রাচীণ ধারনা থেকে সকলেই মনে করেন সাপের শঙ্খ  লেগেছে। এটি বিরল দৃশ্য হলেও এই পাড়াতে এই সময় এই দৃশ্য মাঝেমাঝে দেখা মেলে।

স্থানীয় বাসিন্দা শুভেন্দু সাঁই জানান,  আজ এলাকায় এই দৃশ্য দেখা যায়। অনেকেই এই  অন্যরকমের দৃশ্যটি মোবাইলে ক্যামেরায় তুলে রাখেন। সর্প বিশেষজ্ঞ ধীমান ভট্টাচার্য জানান, এক্ষেত্রে দুটোই দাঁড়াশ সাপ। এটা তাদের মিলন নয়, এটা হয় এলাকা দখলের লড়াই কিংবা তাদের সঙ্গিনী দখলের লড়াই। দুটি পুরুষ দাঁড়াশ সাপের মধ্যে সাধারণত এই লড়াই হয়ে থাকে, যেটাকে আমাদের ভাষায় বলা হয় মেল কমবাট। বিষধর সাপের মধ্যেও এই লড়াই হয়। তবে বেশি চোখে পড়ে দাঁড়াশই।