একই ঘটনা তৃতীয় বারও ঘটলে এই জরিমানা বেড়ে হবে ৫০ হাজার, চতুর্থ বারের ক্ষেত্রে আর্থিক জরিমানার পরিমাণ হবে ১ লক্ষ টাকা। পঞ্চম বারও যদি কোনও দোকানদার একই কাজ করেন তা হলে তাঁর লাইসেন্সই বাতিল হয়ে যাবে।

Liquor price: দোকানে মদের দাম বেশি নিচ্ছে? হতে পারে ১ লক্ষ টাকা জরিমানা, বাতিল হতে পারে লাইসেন্স

অনেক সময়ই খুচরোর সমস্যা বা নানা কারণে মদের দাম বেশি নেন দোকানদার। কিনতে গিয়ে ফিরে আসতে হবে তাই ভেবে অনেক ক্রেতাই বাধ্য হন বেশি দাম দিতে।
অনেক সময়ই খুচরোর সমস্যা বা নানা কারণে মদের দাম বেশি নেন দোকানদার। কিনতে গিয়ে ফিরে আসতে হবে তাই ভেবে অনেক ক্রেতাই বাধ্য হন বেশি দাম দিতে।
এবার সমস্যা সমাধানে কড়া নিয়ম আনল হিমাচল প্রদেশ সরকার। রাজ্যের অনেকেই বিভিন্ন ঘুরতে যান হিমাচলে, তখন এই সমস্যার মুখে পড়তে হয়।
এবার সমস্যা সমাধানে কড়া নিয়ম আনল হিমাচল প্রদেশ সরকার। রাজ্যের অনেকেই বিভিন্ন ঘুরতে যান হিমাচলে, তখন এই সমস্যার মুখে পড়তে হয়।
সম্প্রতি হিমাচল প্রদেশের মন্ত্রিসভা এই নিয়ে বৈঠকে বসেছিল, সেই বৈঠকেই মদের দাম বেশি নেওয়া নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গিয়েছে এবার থেকে মদের দাম বেশি নিলে দোকানদারের ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। শুধু তাই নয়, লাইসেন্সও বাতিল হয়ে যেতে পারে সেই দোকানের।
সম্প্রতি হিমাচল প্রদেশের মন্ত্রিসভা এই নিয়ে বৈঠকে বসেছিল, সেই বৈঠকেই মদের দাম বেশি নেওয়া নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গিয়েছে এবার থেকে মদের দাম বেশি নিলে দোকানদারের ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। শুধু তাই নয়, লাইসেন্সও বাতিল হয়ে যেতে পারে সেই দোকানের।
জানা গিয়েছে, প্রথম বার কোনও দোকানের বিরুদ্ধে অভিযোগ এলে ১৫ হাজার টাকা জরিমানা করা হবে। দ্বিতীয় বার একই অভিযোগ এলে এই জরিমানা বেড়ে হবে ২৫ হাজার।
জানা গিয়েছে, প্রথম বার কোনও দোকানের বিরুদ্ধে অভিযোগ এলে ১৫ হাজার টাকা জরিমানা করা হবে। দ্বিতীয় বার একই অভিযোগ এলে এই জরিমানা বেড়ে হবে ২৫ হাজার।
একই ঘটনা তৃতীয় বারও ঘটলে এই জরিমানা বেড়ে হবে ৫০ হাজার, চতুর্থ বারের ক্ষেত্রে আর্থিক জরিমানার পরিমাণ হবে ১ লক্ষ টাকা। পঞ্চম বারও যদি কোনও দোকানদার একই কাজ করেন তা হলে তাঁর লাইসেন্সই বাতিল হয়ে যাবে।
একই ঘটনা তৃতীয় বারও ঘটলে এই জরিমানা বেড়ে হবে ৫০ হাজার, চতুর্থ বারের ক্ষেত্রে আর্থিক জরিমানার পরিমাণ হবে ১ লক্ষ টাকা। পঞ্চম বারও যদি কোনও দোকানদার একই কাজ করেন তা হলে তাঁর লাইসেন্সই বাতিল হয়ে যাবে।
কী ভাবে জানানো যাবে অভিযোগ?হিমাচলের ১২টি জেলাকে তিনটি অঞ্চলে ভাগ করা হয়েছে। কাংরা জোনের জন্য অভিযোগ জানানো যাবে 0180-4230186 নম্বর ডায়েল করে। মাণ্ডি এবং শিমলা জোনের জন্য 01905223499 এবং 01772-620775 নম্বর ডায়াল করতে হবে।
কী ভাবে জানানো যাবে অভিযোগ?
হিমাচলের ১২টি জেলাকে তিনটি অঞ্চলে ভাগ করা হয়েছে। কাংরা জোনের জন্য অভিযোগ জানানো যাবে 0180-4230186 নম্বর ডায়েল করে। মাণ্ডি এবং শিমলা জোনের জন্য 01905223499 এবং 01772-620775 নম্বর ডায়াল করতে হবে।