Tag Archives: Alcohol Price

Liquor price: দোকানে মদের দাম বেশি নিচ্ছে? হতে পারে ১ লক্ষ টাকা জরিমানা, বাতিল হতে পারে লাইসেন্স

অনেক সময়ই খুচরোর সমস্যা বা নানা কারণে মদের দাম বেশি নেন দোকানদার। কিনতে গিয়ে ফিরে আসতে হবে তাই ভেবে অনেক ক্রেতাই বাধ্য হন বেশি দাম দিতে।
অনেক সময়ই খুচরোর সমস্যা বা নানা কারণে মদের দাম বেশি নেন দোকানদার। কিনতে গিয়ে ফিরে আসতে হবে তাই ভেবে অনেক ক্রেতাই বাধ্য হন বেশি দাম দিতে।
এবার সমস্যা সমাধানে কড়া নিয়ম আনল হিমাচল প্রদেশ সরকার। রাজ্যের অনেকেই বিভিন্ন ঘুরতে যান হিমাচলে, তখন এই সমস্যার মুখে পড়তে হয়।
এবার সমস্যা সমাধানে কড়া নিয়ম আনল হিমাচল প্রদেশ সরকার। রাজ্যের অনেকেই বিভিন্ন ঘুরতে যান হিমাচলে, তখন এই সমস্যার মুখে পড়তে হয়।
সম্প্রতি হিমাচল প্রদেশের মন্ত্রিসভা এই নিয়ে বৈঠকে বসেছিল, সেই বৈঠকেই মদের দাম বেশি নেওয়া নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গিয়েছে এবার থেকে মদের দাম বেশি নিলে দোকানদারের ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। শুধু তাই নয়, লাইসেন্সও বাতিল হয়ে যেতে পারে সেই দোকানের।
সম্প্রতি হিমাচল প্রদেশের মন্ত্রিসভা এই নিয়ে বৈঠকে বসেছিল, সেই বৈঠকেই মদের দাম বেশি নেওয়া নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গিয়েছে এবার থেকে মদের দাম বেশি নিলে দোকানদারের ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। শুধু তাই নয়, লাইসেন্সও বাতিল হয়ে যেতে পারে সেই দোকানের।
জানা গিয়েছে, প্রথম বার কোনও দোকানের বিরুদ্ধে অভিযোগ এলে ১৫ হাজার টাকা জরিমানা করা হবে। দ্বিতীয় বার একই অভিযোগ এলে এই জরিমানা বেড়ে হবে ২৫ হাজার।
জানা গিয়েছে, প্রথম বার কোনও দোকানের বিরুদ্ধে অভিযোগ এলে ১৫ হাজার টাকা জরিমানা করা হবে। দ্বিতীয় বার একই অভিযোগ এলে এই জরিমানা বেড়ে হবে ২৫ হাজার।
একই ঘটনা তৃতীয় বারও ঘটলে এই জরিমানা বেড়ে হবে ৫০ হাজার, চতুর্থ বারের ক্ষেত্রে আর্থিক জরিমানার পরিমাণ হবে ১ লক্ষ টাকা। পঞ্চম বারও যদি কোনও দোকানদার একই কাজ করেন তা হলে তাঁর লাইসেন্সই বাতিল হয়ে যাবে।
একই ঘটনা তৃতীয় বারও ঘটলে এই জরিমানা বেড়ে হবে ৫০ হাজার, চতুর্থ বারের ক্ষেত্রে আর্থিক জরিমানার পরিমাণ হবে ১ লক্ষ টাকা। পঞ্চম বারও যদি কোনও দোকানদার একই কাজ করেন তা হলে তাঁর লাইসেন্সই বাতিল হয়ে যাবে।
কী ভাবে জানানো যাবে অভিযোগ?হিমাচলের ১২টি জেলাকে তিনটি অঞ্চলে ভাগ করা হয়েছে। কাংরা জোনের জন্য অভিযোগ জানানো যাবে 0180-4230186 নম্বর ডায়েল করে। মাণ্ডি এবং শিমলা জোনের জন্য 01905223499 এবং 01772-620775 নম্বর ডায়াল করতে হবে।
কী ভাবে জানানো যাবে অভিযোগ?
হিমাচলের ১২টি জেলাকে তিনটি অঞ্চলে ভাগ করা হয়েছে। কাংরা জোনের জন্য অভিযোগ জানানো যাবে 0180-4230186 নম্বর ডায়েল করে। মাণ্ডি এবং শিমলা জোনের জন্য 01905223499 এবং 01772-620775 নম্বর ডায়াল করতে হবে।

Liquor Price Hike:মদ বিক্রিতে রেকর্ড আয় বঙ্গের, আয় বাড়িয়েছে বিদেশি মদ

সদ্য নতুন বাজেট পেশ হয়েছে কেন্দ্রে। তার পরই রাজ্যে বাড়ছে মদের। সূত্রের খবর, বিয়ার ও বিদেশে তৈরি মদের দাম বাড়ছে রাজ্যে। অগাস্টের মাঝামাঝি থেকেই দাম বাড়াতে চলেছে আবগারি দফতর। আবগারি শুল্ক বাড়ানোর জন্যই মূলত দাম বাড়বে মদের।

আবগারি শুল্ক বাড়ানো হবে ন্যূনতম ২০ টাকা। ইতিমধ্যেই আবগারি দফতরকে মদের উপর শুল্ক বাড়ানোর অনুমোদন দিয়েছে রাজ্যের অর্থ দফতর। আবগারি শুল্ক বাড়ার পাশাপাশি মদ প্রস্তুতকারক সংস্থাগুলিও দাম বাড়াতে চায়। এই কারণে আগামী দিনে অনেকটাই দাম বাড়তে চলেছে মদের।

Excise duty rises on alcohol: মদের দাম বাড়ছে রাজ্যে! কোন কোন সুরার উপর কী হারে, জেনে নিন

কলকাতা: সদ্য নতুন বাজেট পেশ হয়েছে কেন্দ্রে। তার পরই রাজ্যে বাড়ছে মদের। সূত্রের খবর, বিয়ার ও বিদেশে তৈরি মদের দাম বাড়ছে রাজ্যে। অগাস্টের মাঝামাঝি থেকেই দাম বাড়াতে চলেছে আবগারি দফতর। আবগারি শুল্ক বাড়ানোর জন্যই মূলত দাম বাড়বে মদের।

আবগারি শুল্ক বাড়ানো হবে ন্যূনতম ২০ টাকা। ইতিমধ্যেই আবগারি দফতরকে মদের উপর শুল্ক বাড়ানোর অনুমোদন দিয়েছে রাজ্যের অর্থ দফতর। আবগারি শুল্ক বাড়ার পাশাপাশি মদ প্রস্তুতকারক সংস্থাগুলিও দাম বাড়াতে চায়। এই কারণে আগামী দিনে অনেকটাই দাম বাড়তে চলেছে মদের।

আরও পড়ুন- সপ্তাহান্তে দিঘা, মন্দারমণির প্ল্যান? সাবধান! জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস

২০২৩-২৪ অর্থবর্ষে মদ বিক্রি করে রেকর্ড আয় করেছে রাজ্য। ১৮ হাজার কোটি টাকা এসেছে মদ থেকেই। সব থেকে বেশি আয় হয় বিদেশে প্রস্তুত মদ থেকে। সেই আয় ও বাড়াতে চায় রাজ্য। আবগারি শুল্ক বৃদ্ধির ফলে আয় আরও বাড়বে বলে মনে করছে আবগারি দফতর। শুধুমাত্র বিয়ার ও বিদেশে প্রস্তুতকারক মদের ওপরই আবগারি শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত।