Tag Archives: Arrest

West Bengal news: চুরি হয়েছিল টাকা-সহ ব্যাগ, হালিসহর থেকে মূল পাণ্ডাকে গ্রেফতার করল পুলিশ 

হালিসহর: ব্যাঙ্ক থেকে বাড়ি ফেরার সময় টাকার ব্যাগ হাতিয়ে নিয়েছিল দুষ্কৃতীরা। দেড় মাস পর দুষ্কৃতী দলের পাণ্ডাকে উত্তর চব্বিশ পরগনার হালিশহর থেকে গ্রেফতার করল পূর্ব বর্ধমানের গলসি থানার পুলিশ। দলের বাকিদের হদিস পেতে এবং চুরি করা টাকা উদ্ধার করতে ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করচ্ছে পুলিশ।

ব্যাঙ্ক থেকে টাকা তুলে সাইকেল নিয়ে বাড়ি ফেরার সময় মুহূর্তের অসতর্কতায় বাড়ির সামনে থেকেই উধাও হয়ে গিয়েছিল ৫ লক্ষ ৭৭ হাজার টাকা সমেত ব্যাগ। মাথার ওপর আকাশ ভেঙে পড়েছিল পূর্ব বর্ধমানের গলসি বাজারের বাসিন্দা শিব নারায়ণ কেসের। ছুটে গিয়েছিলেন থানায়। সমস্ত ঘটনা জানিয়ে গত ৩ এপ্রিল পুলিশের কাছে লিখিত অভিযোগ জমা করেছিলেন শিবনারায়ণ। এরপরই দ্রুততার সঙ্গে গোটা ঘটনার তদন্তে নামে গলসি পুলিশ। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা থেকে ঘটনার সময় উপস্থিত স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এছাড়াও অন্যান্য সূত্র কাজে লাগিয়ে চুরির ঘটনায় যুক্ত কুখ্যাত খঞ্জ গ্যাংয়ের  সন্ধান পান তদন্তকারীরা।

ঘটনার প্রায় ১ মাস ১৮ দিনের মাথায় উত্তর ২৪ পরগনার হালিসহরের কবিরাজ পাড়া, বটতলা এলাকা থেকে গলসি থানার পুলিশ সোমবার গ্রেফতার করে দলের পাণ্ডাকে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম রঘু প্রসাদ। মঙ্গলবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। চুরি যাওয়া টাকা উদ্ধারের জন্য এবং তদন্তের স্বার্থে দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়। বিচারক ধৃতের ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন: আসছে ঘূর্ণিঝড় রিমল! ভোট নিয়ে বাড়তি সতর্ক নির্বাচন কমিশন, সতর্কতা নবান্নেরও

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতকে হেফাজতে নিয়ে চুরি করা টাকা উদ্ধারের পাশাপাশি রাজ্যের অন্যান্য থানা এলাকায় এর আগে সংগঠিত করা অপরাধেরও তদন্ত শুরু করা হবে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, এই রঘু প্রসাদের নামে রাজ্যের বহু থানায় ২০১২ সাল থেকে বেশ কয়েকটি চুরি, ছিনতাই, মাদক, আগ্নেয়াস্ত্র-সহ নানা অপরাধমূলক কাজে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। এর আগে ২০২৩ সালের মে মাসের ১০ তারিখে গলসি থানাতেই একটি চুরির ঘটনায় এই রঘু প্রসাদের নামে অভিযোগ হয়েছিল।

এছাড়াও বাঁকুড়ার কোতুলপুর, উত্তর ২৪ পরগনার বীজপুর, হাওড়ার সাঁকরাইল, কলকাতার বড়বাজার, বাগুইআটি, পোস্তা থানা, টালা থানা, ময়দান থানায় ২০১২ সাল থেকে বিভিন্ন সময়ে এই রঘু প্রসাদের নামে চুরি, ছিনতাই, অস্ত্র আইন ও মাদক মামলায় একাধিক অভিযোগ রয়েছে।

Snatching: সমশেরগঞ্জে ছিনতাই হল ব্যাগ, পালানোর সময় নদীতে পড়ল দুস্কৃতীরা, জুটল গণধোলাই

সমশেরগঞ্জ: ব্যাঙ্ক থেকে টাকা তুলে বাড়ি যাওয়ার পথে এক যুবকের হাত থেকে টাকার ব্যাগ ছিনতাই করে চম্পট দিল দুই দুষ্কৃতী। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সুতির অরঙ্গবাদা এলাকায়। জানা যায় শুক্রবার ব্যাঙ্ক থেকে টাকা তুলে বাড়ি যাচ্ছিলেন এক যুবক। রাস্তায় একটি দোকানে দাঁড়ালে হঠাৎই বাইকে করে দুই যুবক এসে ওনার হাত থেকে টাকার ব্যাগ ছিনতাই করে চম্পট দেয়।

আগামী ২৪ ঘণ্টায় ঝড়বৃষ্টির সম্ভাবনা কলকাতায়, ম্যাচ ভেস্তে গেলে কোথায় থাকবে কেকেআর?

হৈচৈ পড়তেই স্থানীয়রা পিছু ধাওয়া করে। খবর পেয়ে সুতি থানার পুলিশও ওই দুই দুষ্কৃতীর মোটরবাইকের পিছু নেই। সুতি পেরিয়ে সমশেরগঞ্জের ধানঘড়া এলাকায় প্রবেশ করে তারা। কিন্তু সামনেই নদী পড়ে যাওয়ায় আটকে যায় ওই দুই দুষ্কৃতী। আর তখনই স্থানীয়বাসিন্দারা তাদের হাতেনাতে ধরে ফেলে ও বেধরক গণধোলাই দেয়।

আরও খবর:  দু’ঘণ্টার মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, ঝড়বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ তিন জেলায়

ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এর পরেই ওই দুই দৃষ্কৃতীকে গ্রেফতার করে সুতি থানার পুলিশ। ধৃতেরা বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দা, বিকাশ দাস বলেন, “ওই যুবকেরা টাকার ব্যাগ ছিনতাই করে পালাতেই আমরা দুই দুষ্কৃতীর মোটরবাইকের পিছু ধাওয়া করি। খুব দ্রুত গতিতে ওরা বাইক চালাচ্ছিল। সমশেরগঞ্জের ধানঘড়া এলাকায় এসে আর রাস্তা না পাওয়ায় আমরা ওদের হাতেনাতে ধরে ফেলি। পুলিশও আমাদের সঙ্গে ছিল। পুলিশ দু’জনকেই গ্রেফতার করে নিয়ে যায়।”

Bengali News: বাইক আরোহীরা সাবধান! এই ভুল করলেই পাকড়াও করবে পুলিস

দক্ষিণ ২৪ পরগনার: সেফ ড্রাইভ সেভ লাইফ অভিযানে আগেই জোর দিয়েছিল পুলিস। এবার হেলমেট বিহীন বাইক চালক, বাইকের জয় রাইড, কানে ফোন গুঁজে গাড়ি চালানোর বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ নিতে চলেছে বারুইপুর পুলিস জেলা।

আরও পড়ুন: বহু প্রতীক্ষা শেষে ঝালদায় চালু বিড়ি শ্রমিক হাসপাতাল

পুলিস জেলার ৪২টি পয়েন্টে নাকা তল্লাশি চালিয়ে এমন বেপরোয়াদের পাকড়াও করা হবে। এই প্রসঙ্গেই বারুইপুর পুলিস জেলার সুপার পলাশচন্দ্র ঢালি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যেই এই অভিযান শুরু হবে। মানুষকে সচেতনতার বার্তাও বারে বারে দেওয়া হচ্ছে। কিন্তু তারপরেও একইরকম অসচেতনতার ছবি দেখা যাচ্ছে। তাই এই কড়া পদক্ষেপ। পুলিস জেলা সূত্রে খবর, গত ডিসেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই অভিযানে জরিমানা বাবদ পুলিস জেলার আয় হয়েছে সাড়ে ১৮ লক্ষ টাকা। এই আয় যাতে আরও বৃদ্ধি পায় তার জন্যও আরও কড়া পদক্ষেপের চিন্তাভাবনা করেছেন পুলিস জেলার কর্তারা।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

পুলিস জেলার বারুইপুর, জয়নগর, সোনারপুর, নরেন্দ্রপুর, কুলতলি, বকুলতলা, ক্যানিং, বাসন্তী এলাকার গুরুত্বপূর্ণ মোড়গুলিতে এই নাকা চেকিং পয়েন্ট করা হবে। পাশাপাশি দুর্ঘটনাপ্রবণ এলাকায় ‘সাইনেজ’ লাগানো হবে। বসানো হবে গার্ড রেলও। বেপরোয়া ড্রাইভিংয়ের বিরুদ্ধে নজর দিতে বলা হয়েছে। ইতিমধ্যেই এই ব্যাপারে সমস্ত থানার আধিকারিক থেকে শুরু করে ট্রাফিক বিভাগকে নির্দেশ পাঠানো হয়েছে। পুলিস জেলার এক আধিকারিক বলেন, এই নাকা পয়েন্টে অনেক সময় সিভিল পোশাকেও পুলিস বিশেষ অভিযান চালাবে। বারুইপুরের বাইপাস এলাকা সহ ফাঁকা জায়গায় আরও নজরদারি বাড়ানো হবে।

সুমন সাহা

বিরাট ভক্তের হাতে খুন রোহিত অনুরাগী, নেট দুনিয়ায় কোহলিকে গ্রেফতারের দাবি

বিরাট কোহলি ও রোহিত শর্মার মধ্য়ে সম্পর্কের ফাটল নিয়ে নানা সময়ে নানা জল্পনা তৈরি হয়েছে। ভারতীয় দলের অধিনায়কত্বের হাতবদলের সময়ও বিরাট-রোহিত দ্বন্দ্ব নিয়ে কম জলঘোলা হয়নি। দুজনের মধ্য়ে কে ভাল ক্রিকেটার তা নিয়েও দুই তারকার ভক্তদের মধ্য়ে তর্ক-বিতর্কের অন্ত নেই। তবে সেই লড়াই যে প্রাণহানি ঘটাতে পারে তা ভাবতেও পারেননি কেউ।

কিন্তু সেই অপ্রত্য়াশিত ঘটনার সাক্ষী থাকল ভারতীয় ক্রিকেট। বিরাট কোহলির ভক্তের বিরুদ্ধে রোহিত শর্মার ভক্তকে খুনের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর মাল্লুর এলাকায়। মৃত রোহিত শর্মার ভক্তের নাম পি ভিগনেশ। আর খুনে অভিযুক্ত কোহলি ভক্ত হলেন ধর্মরাজ। কে ভালো ক্রিকেটার, বিশ্বকাপে কে বেশি ভালো খেলবেন এই নিয়েই তর্ক-বচসা থেকে খুন। ধর্মরাজকে গ্রেফতার করে তদন্তে শুরু করেছে পুলিস। ঘটনায় নেট দুনিয়ায় উঠেছে কোহলিকে গ্রেফতারের দাবি।

পুলিসের তরফে জানা গিয়েছে, গত মঙ্গলবার রাতে মাল্লুরে সিডকো ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের একটি নির্জন জায়গায় মদ্য়পানের আসরে ক্রিকেট নিয়ে আলোচনা করছিলেন ভিগনেশ ও ধর্মরাজ। সেই সময় কোহলি ও রোহিত নিয়ে আলোচনা শুরু হয় দুজনের মধ্য়ে। আইপিএলে রোহিতের সাফল্য় থেকো কোহিলর ব্য়র্থতা, টি-২০ বিশ্বকাপে দুই ক্রিকেটারের মধ্য়ে কে ভালো খেলবেন তা নিয়ে আলোচনা চলতে থাকে।

নেশাগ্রস্ত হওয়ায় সেই আলোচনা মুহূর্চে বদলে যায় তর্কা-তর্কি থেকে বচসায়। এছাড়া ধর্মরাজের কথা বলায় একটু সমস্য়া রয়েছে। তা নিয়ে মজা ওড়ান ভিগনেশ। সেই সময়ই রাগ না সামলাতে পেরে বোতল ও ক্রিকেট ব্যাট নিয়ে ধর্মরাজ ভিগনেশের উপর চড়াও হয়। একের পর এখ প্রহারেই মৃত্য়ু হয় রোহিত ভক্ত ভিগনেশের। এরপর চম্পট দেয় ধর্মরাজ। সকালে কারখানার কর্মীরা দেহ দেখতে পায়। পরে পুলিসি তদন্তে গ্রেফতার হয় অভিযুক্ত।

ঘটনায় সোশ্য়াল মিডিয়ায় বেশ চটে গিয়েছেন রোহিত শর্মার ভক্তরা। ঘটনায় বিরাট কোহলিকেও গ্রোফতাররের দাবি উঠেছে। টুইটারে ট্রেন্ডিং হয়ে গিয়েছে হ্যাশট্যাগ অ্যারেস্ট কোহলি। যদিও বিরাট কোহলির ভক্তরা কেন কোহলিকে গ্রেফতারে দাবি উঠছে তা নিয়ে বিষ্ময় প্রকাশ করেছে।

তবে এমন ঘটনা ক্রিকেট ফ্য়ানদের মধ্য়ে খুব একটা দেখা যায়না। ঘটনায় ভিগনেশের পরিবারের পক্ষ থেকে দোষীদর কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। দুই তারকা ক্রিকেটারকে নিয়ে আলোচনা থেকে এমন নৃশংস খুনের ঘটনায় অবাক ক্রীড়া মহল।