ব্যাপক ভূমিধ্বসে বিধ্বস্ত ওয়ানাড। গ্রামের পর গ্রাম চলে গিয়েছে মাটির তলায়। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করেছে ভারতীয় সেনা এবং এনডিআরএফ। ঘটনার দু’দিন পর ক্ষয়ক্ষতির স্যাটেলাইট ছবি প্রকাশ করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।

Kerala Landslides : কেরলের ভূমিধসে মৃত বেড়ে ৪৫, আহতের সংখ্যা ৭০ এরও বেশি, উদ্ধার কার্যে ড্রোনের ব্যবহার

কেরল: সাম্প্রতিক পাওয়া খবর অনুযায়ী, কেরলের ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৫ জন৷ জানা গিয়েছে আহতের সংখ্যা ৭০ এরও বেশি৷ সরকারি সূত্র মারফত খবর, পাহাড়ি এলাকা থেকে এখনও পর্যন্ত ২৫০ জনকে উদ্ধার করা হয়৷

অত্যাধিক বৃষ্টিপাতের কারণে রাত ২টো থেকে ৪টে অবধি এই ধস নামে৷ প্রাথমিকভাবে মু্ন্ডকাই ও চুরালমালা অঞ্চল ধসের কারণে ব্যপক ক্ষতিগ্রস্ত হয়েছে৷

আরও পড়ুন: কেরলের ধ্বসে নিহতদের পরিবারপিছু ২ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা, উদ্ধারকার্যে ভারতীয় সেনা৷

ফায়ার অ্যন্ড রেসকিউ, সিভিল ডিভেন্স, এনডি আর এফ এবং স্থানীয় স্বেচ্ছাসেবী দল মিলিয়ে প্রায় ২৫০ জন কর্মী ক্ষতিগ্রস্ত অঞ্চলে কাজ করছেন৷ উদ্ধারকার্যে ড্রোনের ব্যবহার করা হচ্ছে৷

আরও পড়ুন: কেরলের ওয়ানাড়ে ব্যাপক ধ্বস, মৃত কমপক্ষে ১৯, আটকে শতাধিক

উদ্ধারকার্যের জন্য ভারতীয় বিমান বাহিনীর সাহায্য নেওয়া হবে৷ শীঘ্রই সুলুর থেকে বিমান বাহিনীর হেলিকপ্টার ওয়ানাড়ের উদ্দেশ্যে রওনা হবে৷

কেরলের স্বাস্থ্য বিভাগ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে৷ জরুরি সহায়তার জন্য দুটো ফোন নম্বর জারি করা হয়েছে- ৯৬৫৬৯৩৮৬৮৯, ৮০৮৬০১০৮৩৩