Tag Archives: Kerala Floods

Kerala Landslides : ‘‘জলপ্রপাতের কাছে ধস নামবে৷ সব ধ্বংস হয়ে যাবে৷’’ ম্যাগাজিনের গল্পই বাস্তব হয়ে ফিরল বিপর্যস্ত কেরলে

কেরল: ‘‘কেরলে যদি বৃষ্টি হয়, তাহলে জলপ্রপাতের কাছে ধস নামবে৷ সব ধ্বংস হয়ে যাবে৷ মানুষের জীবনও শেষ হয়ে যাবে৷’’ না এটা কোনও ভবিষ্যত নয়৷ ক্লাস ফোরের একরত্তি লেখা এক বছরের এক গল্পের বয়ান৷

চূড়ামালার চতুর্থ শ্রেণির ছাত্রী তার স্কুল ম্যগাজিন ‘ভেল্লারাম কাল্লুকাল’এ ‘অগ্রহথিন্তে দুরানুভম’ নামে এক গল্প লেখে৷ সেখানে সে কেরলে ঘটে যাওয়া এক কাল্পনিক ঘটনার কথা গল্পে লেখেন৷ কিন্তু এই কাল্পনিক গল্পের বয়ানই অদ্ভুতভাবে মিলে গেল এক বছরের মধ্যে৷

আরও পড়ুন: কেরলে ভাঙা সেতু নির্মাণ দু’দিনে, বিপর্যস্ত কেরলে আশা দেখাচ্ছেন ভারতীয় সেনা বাহিনীর নারী শক্তি

গল্পে বাচ্চা মেয়েটি লেখে, মেয়েটি গল্পে জলপ্রপাতে ডুবে মারা যায়৷ গল্পটিতে মূখ্য চরিত্রের মেয়েটি জলপ্রপাতে ডুবে মারা যায়৷ কিন্তু আসন্ন বিপদ সম্পর্কে দুই বন্ধুকে সতর্ক করতে পাখি হয়ে ফিরে আসে৷

আরও পড়ুন: ওয়ানাড বিপর্যয় থেকে শিক্ষা, পশ্চিমঘাটের ৫৭ হাজার বর্গকিমি এলাকাকে ‘পরিবেশগত সংবেদনশীল’ হিসাবে ঘোষণার প্রস্তাব কেন্দ্রের

গল্পে উল্লিখিত দু’ই বন্ধু তাদের মা-বাবাকে না বলে জলপ্রপাত দেখতে যায়৷ কিন্তু ডুবে যাওয়া মেয়েটি তাদের সতর্ক করে বলতে থাকে, ‘‘বিপদ আসছে, এখান থেকে চলে যাও৷’’

এক বছরের মধ্যেই গল্পে লেখা বিপর্যয় বাস্তবে ফিরে এল৷ কিন্তু দুর্ভাগ্যের বিষয়, কোনও পাখি বা কেউ সেখানকার বাসিন্দাদের সাবধান করেননি৷ ভূমিধসে মারা গিয়েছে সেই একরত্তির বাবাও৷

ধসে চাপা পড়ে গিয়েছে বাচ্চাটির স্কুলও৷ গল্পের কালো কালি দিয়ে লেখাগুলো এমন ভয়ঙ্কর বাস্তব হয়ে ফিরবে, তা বোধহয় দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেনি চতুর্থ শ্রেণির বাচ্চাটি৷

Kerala Landslides : কেরলে ভাঙা সেতু নির্মাণ দু’দিনে, বিপর্যস্ত কেরলে আশা দেখাচ্ছেন ভারতীয় সেনা বাহিনীর নারী শক্তি

কেরল: ভূমিধসের কারণে কেরলে মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে৷ উদ্ধার কার্য যত এগোচ্ছে ততই বিপর্যয়ের মাত্রা দেখে শিউরে উঠছে সমগ্র দেশ৷ তারই মধ্যে অবিরাম বৃষ্টির ফলে উদ্ধারকার্যতেও সমস্যা হচ্ছিল৷

প্রাকৃতিক বিপর্যয়ের ফলে ওয়ানাড় জেলায় মুন্ডক্কাই এবং চুরামালার সংযোগস্থল বেইলি ব্রিজ ভেঙে পড়েছিল৷ যার ফলে উদ্ধারকার্যতে আরও বেশি সময় লাগছিল৷ সেখানেই বিপর্যস্ত ভূমিতে আশার রুপোলি রেখা হয়ে দেখা দিল মেজর সীতা অশোক শেলক৷

আরও পড়ুন: বিপর্যয়ের মধ্যেই কেরলে আগামী দু’দিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, বৃষ্টির আশঙ্কা রয়েছে দেশের অন্যান্য প্রান্তেও

মেজর সীতা অশোক শেলকের নেতৃত্বে মাদ্রাজ স্যাপারস এই বেইলি সেতু নির্মাণে হাত লাগায়৷ বেঙ্গালুরুতে ভারতীয় সেনাবাহিনীর মাদ্রাজ ইঞ্জিনিয়ার গ্রুপ মাদ্রাজ স্যাপারস নামে পরিচিত৷

আরও পড়ুন: যুদ্ধবিমান মোতায়েন আমেরিকার, ইজরায়েলে হামলা চালাবে ইরান? ভারতীয়দের জন্য জারি সতর্কবার্তা

সীতার নেতৃত্বে বুধবার, রাত সাড়ে নটা নাগাদ সেতুর নির্মাণকাজ শুরু হয়৷ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার মধ্যেই এই সেতু নির্মাণ সম্পন্ন হয়৷


দ্রুততার সঙ্গে এই কাজ করার ফলে উদ্ধারকার্য বেশ কিছুটা সহজ হয়েছে৷ এই প্রসঙ্গে প্রতিরক্ষা দফতরের টুইটার হ্যান্ডেল থেকে এই দ্রুত কাজের প্রশংসা করে লেখা হয়েছে, ‘‘ ল্যান্ডস্লাইড থেকে লাইফলাইন৷ যখন প্রকৃতি সেতুকে ভেঙে দেয়, তখন ভারতীয় সেনারা আরও দ্রুততার সঙ্গে মজবুত সেতু নির্মাণ করে দেয়৷’’

Kerala Landslides : কেরলের ভূমিধসে মৃত বেড়ে ৪৫, আহতের সংখ্যা ৭০ এরও বেশি, উদ্ধার কার্যে ড্রোনের ব্যবহার

কেরল: সাম্প্রতিক পাওয়া খবর অনুযায়ী, কেরলের ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৫ জন৷ জানা গিয়েছে আহতের সংখ্যা ৭০ এরও বেশি৷ সরকারি সূত্র মারফত খবর, পাহাড়ি এলাকা থেকে এখনও পর্যন্ত ২৫০ জনকে উদ্ধার করা হয়৷

অত্যাধিক বৃষ্টিপাতের কারণে রাত ২টো থেকে ৪টে অবধি এই ধস নামে৷ প্রাথমিকভাবে মু্ন্ডকাই ও চুরালমালা অঞ্চল ধসের কারণে ব্যপক ক্ষতিগ্রস্ত হয়েছে৷

আরও পড়ুন: কেরলের ধ্বসে নিহতদের পরিবারপিছু ২ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা, উদ্ধারকার্যে ভারতীয় সেনা৷

ফায়ার অ্যন্ড রেসকিউ, সিভিল ডিভেন্স, এনডি আর এফ এবং স্থানীয় স্বেচ্ছাসেবী দল মিলিয়ে প্রায় ২৫০ জন কর্মী ক্ষতিগ্রস্ত অঞ্চলে কাজ করছেন৷ উদ্ধারকার্যে ড্রোনের ব্যবহার করা হচ্ছে৷

আরও পড়ুন: কেরলের ওয়ানাড়ে ব্যাপক ধ্বস, মৃত কমপক্ষে ১৯, আটকে শতাধিক

উদ্ধারকার্যের জন্য ভারতীয় বিমান বাহিনীর সাহায্য নেওয়া হবে৷ শীঘ্রই সুলুর থেকে বিমান বাহিনীর হেলিকপ্টার ওয়ানাড়ের উদ্দেশ্যে রওনা হবে৷

কেরলের স্বাস্থ্য বিভাগ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে৷ জরুরি সহায়তার জন্য দুটো ফোন নম্বর জারি করা হয়েছে- ৯৬৫৬৯৩৮৬৮৯, ৮০৮৬০১০৮৩৩