Gold Price: হু হু করে কমছে দাম, এখন সোনা কেনা কি লাভজনক? জেনে নিন বিশেষজ্ঞদের মত

জুলাই মাসে সামগ্রিকভাবে সোনার দাম কমল ৪ শতাংশ। ২৯ জুলাই সোমবার এমসিএক্সে হলুদ ধাতুর লেনদেন ছিল সর্বোচ্চ পর্যায়ে। কেন্দ্রীয় বাজেটে সোনার উপর আমদানি শুল্ক কমানোর ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তারপরই দাম কমতে শুরু করে। বাড়তে থাকে লেনদেন।
জুলাই মাসে সামগ্রিকভাবে সোনার দাম কমল ৪ শতাংশ। ২৯ জুলাই সোমবার এমসিএক্সে হলুদ ধাতুর লেনদেন ছিল সর্বোচ্চ পর্যায়ে। কেন্দ্রীয় বাজেটে সোনার উপর আমদানি শুল্ক কমানোর ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তারপরই দাম কমতে শুরু করে। বাড়তে থাকে লেনদেন।
এমসিএক্সে-এ সোনার দাম ০.৩৫ শতাংশ বা ২৪২ টাকা বেড়েছে। ১০ গ্রাম সোনার লেনদেন হচ্ছে ৬৮,৪২৮ টাকায়। রুপোর দাম বেড়েছে আরও বেশি। ০.৬৬ শতাংশ বা ৫৩৮ টাকা বেড়ে কেজি প্রতি লেনদেন চলছে ৮১,৯০৯ টাকায়। ব্লুমবার্গের একটি রিপোর্ট অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ছিল ২,৩৯২.৩২ ডলার। অর্থাৎ ০.২১ শতাংশ বা ৫.১৩ ডলার বেশি।
এমসিএক্সে-এ সোনার দাম ০.৩৫ শতাংশ বা ২৪২ টাকা বেড়েছে। ১০ গ্রাম সোনার লেনদেন হচ্ছে ৬৮,৪২৮ টাকায়। রুপোর দাম বেড়েছে আরও বেশি। ০.৬৬ শতাংশ বা ৫৩৮ টাকা বেড়ে কেজি প্রতি লেনদেন চলছে ৮১,৯০৯ টাকায়। ব্লুমবার্গের একটি রিপোর্ট অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ছিল ২,৩৯২.৩২ ডলার। অর্থাৎ ০.২১ শতাংশ বা ৫.১৩ ডলার বেশি।
জুলাইয়ের শুরুতে এমসিএক্সে ১০ গ্রাম সোনার দাম ছিল ৭১,৬০০ টাকা। মাসের মাঝামাধি দাম উঠে যায় ৭৪,৭৩০ টাকায়। বাজেটের পর দাম কমতে শুরু করে। গত সপ্তাহে ৬৭,৪০০ টাকার সর্বনিম্ন স্তরে পৌছে গিয়েছিল সোনার দাম।
জুলাইয়ের শুরুতে এমসিএক্সে ১০ গ্রাম সোনার দাম ছিল ৭১,৬০০ টাকা। মাসের মাঝামাধি দাম উঠে যায় ৭৪,৭৩০ টাকায়। বাজেটের পর দাম কমতে শুরু করে। গত সপ্তাহে ৬৭,৪০০ টাকার সর্বনিম্ন স্তরে পৌছে গিয়েছিল সোনার দাম।
জুলাইয়ের শুরুতে এমসিএক্সে ১০ গ্রাম সোনার দাম ছিল ৭১,৬০০ টাকা। মাসের মাঝামাধি দাম উঠে যায় ৭৪,৭৩০ টাকায়। বাজেটের পর দাম কমতে শুরু করে। গত সপ্তাহে ৬৭,৪০০ টাকার সর্বনিম্ন স্তরে পৌছে গিয়েছিল সোনার দাম।
জুলাইয়ের শুরুতে এমসিএক্সে ১০ গ্রাম সোনার দাম ছিল ৭১,৬০০ টাকা। মাসের মাঝামাধি দাম উঠে যায় ৭৪,৭৩০ টাকায়। বাজেটের পর দাম কমতে শুরু করে। গত সপ্তাহে ৬৭,৪০০ টাকার সর্বনিম্ন স্তরে পৌছে গিয়েছিল সোনার দাম।
সোনার দাম বাড়তে পারে বলে অনুমান করছেন কেডিয়া অ্যাডভাইজারির ডিরেক্টর অজয় কেডিয়া। মিন্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, “ইউএস ফেডের সুদের হার কমানোর আশা করা হচ্ছে। এর উপর মার্কিন ডলার সূচক নিম্নমুখী। আন্তর্জাতিক রাজনীতিতে উত্তেজনা বজায় রয়েছে। আমদানি শুল্ক কমানো পর ঘরোয়া বাজারে ফিজিক্যাল সোনার চাহিদা বেড়েছে। এই সবগুলো বিষয়কে এক সুতোয় গাঁথলে মনে হচ্ছে, আগামী দিনে সোনার দাম বৃদ্ধির সম্ভাবনাই বেশি।’’ পাশপাশি রুপোর দামও আগামী দিনে বাড়তে পারে বলে মনে করেন তিনি।
সোনার দাম বাড়তে পারে বলে অনুমান করছেন কেডিয়া অ্যাডভাইজারির ডিরেক্টর অজয় কেডিয়া। মিন্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, “ইউএস ফেডের সুদের হার কমানোর আশা করা হচ্ছে। এর উপর মার্কিন ডলার সূচক নিম্নমুখী। আন্তর্জাতিক রাজনীতিতে উত্তেজনা বজায় রয়েছে। আমদানি শুল্ক কমানো পর ঘরোয়া বাজারে ফিজিক্যাল সোনার চাহিদা বেড়েছে। এই সবগুলো বিষয়কে এক সুতোয় গাঁথলে মনে হচ্ছে, আগামী দিনে সোনার দাম বৃদ্ধির সম্ভাবনাই বেশি।’’ পাশপাশি রুপোর দামও আগামী দিনে বাড়তে পারে বলে মনে করেন তিনি।
প্রতিবেদনে রিলায়েন্স সিকিউরিটিজের কারেন্সি অ্যান্ড কমোডিটির সিনিয়র রিসার্চ অ্যানালিস্ট জিগর ত্রিবেদীকে উদ্ধৃত করে লেখা হয়েছে, “সেপ্টেম্বরে ইউএস ফেড সুদের হার কমাতে পারে বলে অনুমান করা হচ্ছে। বিওজে হার বৃদ্ধির পূর্বাভাসও রয়েছে। নতুন সরকারের অধীনে ব্যাঙ্ক অফ ইংল্যান্ডও সুদের হার কমাতে পারে। ডলার সূচক ১০৪.৩০ মার্কের কাছাকাছি রয়েছে। তাছাড়া ইউএস জুলাইয়ে নন ফার্ম পে রোল নম্বর নিয়ে আসবে। তাই অর্থনৈতিক তথ্যের দৃষ্টিকোণ থেকে এই সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।’’
প্রতিবেদনে রিলায়েন্স সিকিউরিটিজের কারেন্সি অ্যান্ড কমোডিটির সিনিয়র রিসার্চ অ্যানালিস্ট জিগর ত্রিবেদীকে উদ্ধৃত করে লেখা হয়েছে, “সেপ্টেম্বরে ইউএস ফেড সুদের হার কমাতে পারে বলে অনুমান করা হচ্ছে। বিওজে হার বৃদ্ধির পূর্বাভাসও রয়েছে। নতুন সরকারের অধীনে ব্যাঙ্ক অফ ইংল্যান্ডও সুদের হার কমাতে পারে। ডলার সূচক ১০৪.৩০ মার্কের কাছাকাছি রয়েছে। তাছাড়া ইউএস জুলাইয়ে নন ফার্ম পে রোল নম্বর নিয়ে আসবে। তাই অর্থনৈতিক তথ্যের দৃষ্টিকোণ থেকে এই সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।’’
সব মিলিয়ে আগামী দিনে সোনার দাম বাড়তে পারে বলেই অনুমান করছেন বিশেষজ্ঞরা।
সব মিলিয়ে আগামী দিনে সোনার দাম বাড়তে পারে বলেই অনুমান করছেন বিশেষজ্ঞরা।