৪০ কোটি টাকা খরচ! পদক নেই একটাও! অলিম্পিক্সে ভারতের সব থেকে ব্যর্থ অ্যাথলিট ‘ইনি’!

কলকাতা: প্যারিস অলিম্পিকসে ভারতীয় তিরন্দাজদের পারফরম্যান্স দেখে অনেকেই হতাশ। পদক জয়ের আশা জাগিয়েও দেশবাসীর প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ মেয়েদের তিরন্দাজি দল।

মেয়েদের দলগত বিভাগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের কাছে হারেন দীপিকা কুমারীরা। শেষ আটের লড়াইয়ে ভারতীয় তিরন্দাজদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

ভারতীয় মহিলা তিরন্দাজ দল প্রথম সেট হারে ৫১-৫২ পয়েন্ট-এ। দীপিকা কুমারী স্কোর করেন ৭ ও ৯ পয়েন্ট। অঙ্কিতা স্কোর করেন ৭ ও ৯ পয়েন্ট। এর পর দ্বিতীয় সেটে ভারতীয় দল হারে ৪৯-৫৪ ব্যবধানে। তৃতীয় সেটে ভারত পরাজিত হয় ৪৮-৫৩ ব্যবধানে।

আরও পড়ুন- ফের ভারতীয় দলের ওপেনিংয়ে বড় বদল! জায়গা হারাবেন তারকা ব্যাটার? জানুন বিস্তারিত

সব থেকে বড় ব্যাপার,  কোয়ার্টার ফাইনালে ভারতের হয়ে সব থেকে ভাল পারফর্ম করেন ভজন কউর। তিনি ৩টি সেটের ৬টি তিরে সংগ্রহ করেন ৫৬ পয়েন্ট। দীপিকা কুমারী তিন সেটের ৬টি তিরে সংগ্রহ করেন ৪৮ পয়েন্ট। অথচ ভারতীয় তিরন্দাজদের মধ্যে তারকা হিসেবে ধরা হয় দীপিকাকেই।

১৯ মাসের মেয়েকে বাড়িতে রেখে অলিম্পিক্সে খেলতে নেমেছিলেন দীপিকা। এই নিয়ে চারটি গেমসে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করলেন দীপিকা। অথচ আজ পর্যন্ত তিনি অলিম্পিক্সে একটিও পদক জিততে পারেননি।

তিরন্দাজিতে কেন্দ্রীয় সরকারের ফোকাস ছিল। টোকিও অলিম্পিক্সের পর গত তিন বছরে ভারত সরকার তিরন্দাজদের প্রশিক্ষণ ও অন্য সুযোগ-সুবিধার জন্য খরচ করেছে প্রায় ৪০ কোটি টাকা। অথচ দিনের পর দিন এই খেলা থেকে ভারতের ঘরে শূন্য ছাড়া কিছু আসেনি।

আরও পড়ুন- ২ লাখ টাকা হাতে পেলেন সৌরভ, তার পর যা করলেন…শুনে বলবেন, ‘দাদা বাঙালির গর্ব’

তিরন্দাজদের বিদেশে ট্রেনিংয়ের জন্য পাঠানো, বিদেশি কোচ নিয়োগ সবই করেছে সরকার। তবুও তিরন্দাজদের সাফল্য নেই। আশঙ্কা করা হচ্ছে, এভাবে চলতে থাকলে এবার সরকারের অগ্রাধিকার দেওয়া খেলা থেকে তিরন্দাজ কিন্তু বাদ পড়তে পারে।