দিঘার পর এবার নামখানা৷ ইলিশপ্রেমীদের জন্য দারুণ সুখবর নিয়ে গভীর সমুদ্র থেকে ফিরলেন মৎস্যজীবীরা৷ বুধবার নামখানা মৎস্য বন্দরে ঢুকল প্রায় ১০ টন ইলিশ৷

Hilsa price drop: শুধু ইলিশ আর ইলিশ! নামখানায় মৎস্যজীবীদের মুখে হাসি, দাম কি কমবে?শুধু ইলিশ আর ইলিশ! নামখানায় মৎস্যজীবীদের মুখে হাসি, দাম কি কমবে?

দিঘার পর এবার নামখানা৷ ইলিশপ্রেমীদের জন্য দারুণ সুখবর নিয়ে গভীর সমুদ্র থেকে ফিরলেন মৎস্যজীবীরা৷ বুধবার নামখানা মৎস্য বন্দরে ঢুকল প্রায় ১০ টন ইলিশ৷
দিঘার পর এবার নামখানা৷ ইলিশপ্রেমীদের জন্য দারুণ সুখবর নিয়ে গভীর সমুদ্র থেকে ফিরলেন মৎস্যজীবীরা৷ বুধবার নামখানা মৎস্য বন্দরে ঢুকল প্রায় ১০ টন ইলিশ৷
একদিনেই এই বিপুল পরিমাণ মাছ নিয়ে সমুদ্র থেকে নামখানায় ফিরল বেশ কয়েকটি ট্রলার৷ ফলে মৎস্যজীবীদের মধ্যেও খুশির হাওয়া৷
একদিনেই এই বিপুল পরিমাণ মাছ নিয়ে সমুদ্র থেকে নামখানায় ফিরল বেশ কয়েকটি ট্রলার৷ ফলে মৎস্যজীবীদের মধ্যেও খুশির হাওয়া৷
এ বছর বর্ষার শুরু থেকে সেভাবে ইলিশ ধরা পড়ছিল না মৎস্যজীবীদের জালে৷ ফলে সমুদ্রে ট্রলার নিয়ে গিয়ে আর্থিক ভাবে ক্ষতির মুখে পড়তে হচ্ছিল মৎস্যজীবীদের৷
এ বছর বর্ষার শুরু থেকে সেভাবে ইলিশ ধরা পড়ছিল না মৎস্যজীবীদের জালে৷ ফলে সমুদ্রে ট্রলার নিয়ে গিয়ে আর্থিক ভাবে ক্ষতির মুখে পড়তে হচ্ছিল মৎস্যজীবীদের৷
তবে এবার ইলিশ ধরা পড়তে শুরু করায় আশার আলো দেখছেন মৎস্যজীবীরা৷ এই মুহূর্তে ইলিশ মাছ জালে ওঠার মতো  অনুকূল আবহাওয়াও রয়েছে৷
তবে এবার ইলিশ ধরা পড়তে শুরু করায় আশার আলো দেখছেন মৎস্যজীবীরা৷ এই মুহূর্তে ইলিশ মাছ জালে ওঠার মতো অনুকূল আবহাওয়াও রয়েছে৷
মৎস্যজীবীদের আশা, আগামী কয়েকদিন আরও বিপুল পরিমাণ ইলিশ জালে উঠবে৷ ফলে জোগান বাড়লে বাজারে ইলিশ মাছের দামও অনেকটা সস্তা হবে বলেই দাবি মৎস্যজীবীদের৷
মৎস্যজীবীদের আশা, আগামী কয়েকদিন আরও বিপুল পরিমাণ ইলিশ জালে উঠবে৷ ফলে জোগান বাড়লে বাজারে ইলিশ মাছের দামও অনেকটা সস্তা হবে বলেই দাবি মৎস্যজীবীদের৷
গতকালই দিঘার পাইকারি মাছ বাজারেও প্রচুর পরিমাণে ইলিশ মাছ ঢুকেছিল৷ যদিও সেই মাছের দাম ছিল বেশ চড়া৷ তবে নামখানায় আগামী দু তিন দিনের মধ্যে আরও অনেক ট্রলারের ইলিশ নিয়ে ফেরার কথা৷
গতকালই দিঘার পাইকারি মাছ বাজারেও প্রচুর পরিমাণে ইলিশ মাছ ঢুকেছিল৷ যদিও সেই মাছের দাম ছিল বেশ চড়া৷ তবে নামখানায় আগামী দু তিন দিনের মধ্যে আরও অনেক ট্রলারের ইলিশ নিয়ে ফেরার কথা৷