Tag Archives: South 24 Parganas

পোলেরহাট এলাকায় প্লাস্টিক কারখানায় আগুন! পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের

ভাঙড়ের পোলেরহাটে বিধ্বংসী আগুন। প্লাস্টিকের কারখানায় আগুন লাগে। পুলিশ গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ এলাকাবাসীর। দমকলের একটি এঞ্জিন এসে পৌঁছছে।

প্রখর গরমে নাজেহাল! ভোররাত থেকেই চলছে ধান কাটা

বৈশাখের দাবদহে ধান কাটতে পারছে না কৃষকরা।। এই গরমের ফলে বিপাকে পড়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা কৃষকরা। প্রচন্ড গরম থাকায় হিট স্ট্রোকের সম্ভাবনা সেই ভয়ে ধান কাটার সময় কাটতে পারছেন না কৃষকরা।

দীর্ঘদিন ধরে অচল জাহাজ-ট্রলার সারাইয়ের ড্রাই ডক! সমস্যায় মৎসজীবীরা

জাহাজ-ট্রলার সারাতে ড্রাই ডক। কাকদ্বীপের দুটি ড্রাই ডকই দীর্ঘদিন ধরে অচল। এতেই সমস্যায় কাকদ্বীপ ও ফ্রেজারগঞ্জের মৎস্যজীবী ও ট্রলার মালিকরা।

South 24 Parganas: বাঘের হাত থেকে বেঁচে ফেরা! ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শুনলে শিউরে উঠবেন

বাঘের আক্রমনের মুখ থেকে জীবিত অবস্থায় ফিরে এলো সুন্দরবনের এক ব্যক্তি। তবে ভর্তি করা হল কলকাতার হাসপাতালে,সরকারি সাহায্যের আবেদন পরিবারের। নতুন বছরের শুরুতেই মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলেন সুন্দরবনের এক ব্যক্তি।

Plywood Door Making: জলের দরে সস্তা, হচ্ছে বিরাট লাভ! কয়েক ঘণ্টার মধ্যে তৈরি হয়ে যাচ্ছে আধুনিক ডিজাইনের দরজা

দক্ষিণ ২৪ পরগনা: কাঠের দরজা বাড়ির সৌন্দর্যের জন্য অনেকেই লাগায়। তবে কাঠের দাম যেভাবে হু হু করে বাড়ছে তাতে মধ্যবিত্ত পরিবারে মাথায় হাত পড়ে যাচ্ছে কাঠের দরজা বানাতে। আর এখন কাঠের দরজা থেকে আরও ভাল এবং আরও মজবুত এবং বাণিজ্যিক ভাবে লাভবান হচ্ছে এই প্লাই-এর দরজা।

আর এখন দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকাতে তৈরি হচ্ছে একের পর এক প্লাইয়ের দরজা। যা মধ্যবিত্তদের হাতের নাগালের মধ্যে এবং বাণিজ্যিক ভাবে লাভবান হচ্ছে এই ধরনের ছোট ছোট ব্যবসায়ীরা। কম দামে সুন্দর ডিজাইনের নকশা হাতে পেয়ে যাচ্ছে সাধারণ মানুষ।

আরও পড়ুন-    শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

যেখানে একটি কাঠের দরজা বানাতে ১৪০০০ থেকে ১৫০০০ টাকা দাম পড়ে যায়। বিশেষ করে শাল সেগুনের ধারে গাছে এখন মানুষ ঘেষতে পারবে না। তবে শাল সেগুন নয় প্লাইয়ের দরজাতে ডিজাইনে মিলে যাচ্ছে শাল সেগুনের নকশা। আর সেখানে একটি প্লাইয়ের দরজা কাঠের থেকেআরও বেশি সৌন্দর্য এবং দাম অর্ধেকেরও কম। যেখানে একটা দরজা তৈরি হতে ১০ থেকে ১৫ দিন সময় লেগে যায়। আর এখানে একটি প্লাইয়ের দরজা কয়েক ঘণ্টার মধ্যে তৈরি হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের নকশায়।

শুধুমাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা আর তার মধ্যে আপনার চোখের সামনে যে কোনও ডিজাইনের দরজা তৈরি হয়ে যাচ্ছে সে আপনার নিজের ছবি ও হতে পারে তাছাড়াও আপনার পছন্দসই যে কোনও ডিজাইন কয়েক ঘণ্টার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন। আর চাহিদা বেশি থাকায় জোর কদমে কাজ চালিয়ে যাচ্ছে এই কারিগরেরা।

সুমন সাহা

চৈত্র শেষে গাজন উৎসবে মেতেছে গোটা জেলা! রইল ভিডিও

চৈত্রের সংক্রান্তিতে গাজন উৎসবে মাতেন দক্ষিণ ২৪ পরগণার বিভিন্ন এলাকার মানুষ রা গ্রাম বাংলার আজও সংক্রান্তিতে গাজন ও চড়ক উৎসব এর সঙ্গে জড়িত বহু প্রাচীন ইতিহাস।

South 24 Parganas News: শুরু স্নানযোগ, কাশীনগরের পরশকুণ্ডে পুণ্য স‍ঞ্চয়ে ভিড় হাজার হাজার পুণ্যার্থীর

নবাব মল্লিক, রায়দিঘি: কাশীনগরের পরশকুণ্ডে স্নান উপলক্ষে ভিড় জমালেন হাজার হাজার পুণ্যার্থী। প্রতি বছরের মতো এ বছরও এই স্নানযোগ শুরু হয়েছে। সরকারি হিসাবে এখনও ৮০ হাজার পুণ্যার্থী স্নান করেছেন। স্থানীয়দের বিশ্বাস এই পুকুরে স্নান করলে পুণ্য অর্জন হয়। মূলত মনের একাধিক ইচ্ছা পূরণ করতে মনের আনন্দে ডুব দেন তাঁরা। এই পুকুরটিকে বলা হয় পরশকুণ্ড। সন্তানহীন অনেক দম্পতি আসেন এই পুকুরে স্নান করতে।

আরও পড়ুন : কখনও মন্দিরে পুজো, কখনও ময়দানে জমিয়ে ফুটবল! ভোটের প্রচারে রঙিন দিলীপ ঘোষ

স্থানীয়দের দাবি, কাশীনগর এলাকা খুবই পবিত্র। এখানে এই পুকুরে স্নান করতে প্রবল বিশ্বাসে দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ এখনও আসেন। স্থানীয়দের কাছে এই পুকুরের নাম পরশকুণ্ড। অত্যন্ত পবিত্র এই পুকুরের জল সংগ্রহ করে অনেকেই নিয়ে যান বাড়িতে। একসময় এই পুকুরের জলকে পানীয় জল হিসাবে ব্যবহার করতেন স্থানীয়রা। তবে বর্তমানে এলাকায় নলকূপ স্থাপিত হওয়ায় এই জলকে আর পানীয় জল হিসাবে ব্যবহার করা হয়না। কিন্তু পবিত্র জল হিসাবে এই পুকুরের জল সংগ্রহ করে বাড়িতে রাখেন অনেকেই। বিপদের হাত থেকে মুক্তি পাওয়া যাবে এই বিশ্বাসে অনেকেই সংগ্রহ করেন এই জল।

South 24 Parganas News: বাঘের ডেরায় মধু সংগ্রহ, একই পোশাক ও টুপি কেন দেওয়া হয় মৌলেদের! জানলে চমকে যাবেন

দক্ষিণ ২৪ পরগনা: বাঘের ডেরাই মধু সংগ্রহ করবে মৌলেরা। জলদস্যু থেকে রক্ষা করার জন্য বিশেষ ব্যবস্থা করছে বনদফতর। আর এবার সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের সজনেখালি ও বসিরহাট রেঞ্জ থেকে মধু সংগ্রহের অনুমতি পত্র দেওয়া শুরু হয়েছে। অনুমতি পত্রের পাশাপাশি মধু সংগ্রহের সরঞ্জাম হিসেবে মুখোশ, গামছা, মধু সংগ্রহের বিশেষ টুপি, জার্সি, গ্লাভস-সহ নানা সরঞ্জাম দেওয়া হয়েছে বন দফতরের পক্ষ থেকে।

সূত্রের খবর, মুখোশ এবং এই বিশেষ টুপি যা মৌলেদের জীবন বাঁচাতে অনেকটাই কাজে লাগবে। কারণ এই মৌলেরা মধু সংগ্রহ করতে করতে যখনই গভীর জঙ্গলের মধ্যে ঢুকে যাবে তখন যদি এই পিছনে মুখোশ থাকে তাহলে হয়তো বাঘ ভাববে তার দিকেই তাকিয়ে আছে এবং বাঘের হানার আশঙ্কা অনেকটাই কম থাকে। তার পাশাপাশি এই বিশেষ টুপি এবং জার্সি যা মৌলেদের জঙ্গলের মধ্যে তাদেরকে যদি কোনওরকম সমস্যার সম্মুখীন হতে হয়। তাহলে এই জার্সি দেখে এক নিমেষেই চিনে যেতে পারবে, অন্যান্য মৌলেরা।

আরও পড়ুন-    শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত সজনেখালি ও বসিরহাট দুটি রেঞ্জেই আনুমানিক ছ’শো মৌলে মধু সংগ্রহ অভিযানে নামবেন। তবে মধু সংগ্রহের সময় এলে সুন্দরবনে বাংলাদেশী জলদস্যুদের উৎপাত বেড়ে যায় প্রতিবছরই। জঙ্গল থেকে মধু সংগ্রহ করে নিয়ে আসার সময় মৌলেদের নৌকায় হানা দেয় তারা। মধু-সহ যাবতীয় সামগ্রী লুটের ঘটনাও ঘটেছে ফি বছর। আর বাংলাদেশী জলদস্যুদের হাত থেকে মৌলেদের বাঁচাতে বিশেষ উদ্যোগ নিয়েছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প।

সুন্দরবনের নদী খাঁড়িতে বিশেষ নজরদারি চালাচ্ছেন বন দফতর। বাংলাদেশ থেকে ভারতীয় সুন্দরবনে ঢোকার সমস্ত পথেই নজরদারি চালানো হচ্ছে। বন দফতরের এই উদ্যোগে খুশি মৌলেরা। গত বছর থেকে নজরদারি বাড়িয়েছে বন দফতর। আর এবার আরও বেশি পাহারার ব্যবস্থা করা হয়েছে।

সুমন সাহা

লোকসভার ভোটের আগে ভাইরাল বাউলের কাণ্ড! দেখুন ভিডিও

নির্বাচন কমিশনার তরফ থেকে এ রাজ্যে ভোট ঘোষণা হয়ে গিয়েছে। দক্ষিণ ২৪ পরগনা জয়নগর লোকসভা কেন্দ্রে শেষ দফাতে হবে ভোট অর্থাৎ আগামী ১ জুন সপ্তম দফায় জয়নগর এসসি লোকসভা কেন্দ্রের নির্বাচন হবে। এবার ভোট যাতে শান্তিপূর্ণ হয় তার জন্য অবাক কাণ্ড বাউলের।

South 24 Parganas News : ‌যাত্রাশিল্পকে বাঁচিয়ে রাখতে মঞ্চে নামলেন পুরসভার ভাইস চেয়ারম্যান

জয়নগর: হারিয়ে ‌যাওয়া যাত্রাশিল্পকে বাঁচিয়ে রাখা চেষ্টা জয়নগরে।জয়নগর শিবনাথ শাস্ত্রী সদনে যাত্রা শিল্পী সমন্বয়ের পরিচালনায় হয়ে গেল নটী বিনোদিনী যাত্রা পালার মধ্য দিয়ে। এদিনের যাত্রাপালার শুভ সূচনা করেন জয়নগরের স্থানীয় বিধায়ক।

সারা রাজ্যেই লোক শিল্পীদের উৎসাহিত করার জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে নানা ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে৷ তারই রেশ ধরে রাখতে যাতে যাত্রাপালা হারিয়ে না যায় সেই কথা মাথায় রেখে জয়নগর যাত্রাশিল্পী সমন্বয় এবার মঞ্চস্থ করল নটী বিনোদিনী যাত্রা পালা। জয়নগর এলাকার শিল্পীদের নিয়ে এই নটী বিনোদিনী যাত্রা পালা মঞ্চস্থ হল জয়নগর শিবনাথ শাস্ত্রী সদনে।

আরও পড়ুন: দিল্লি হাইকোর্টে জোর ধাক্কা, জেলেই থাকছেন কেজরিওয়াল! রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগও খারিজ

বহুকাল পর এলাকার মানুষ ভাল একটি যাত্রাপালা উপভোগ করলেন। তার উপর এলাকার ভাইস চেয়ারম্যান অভিনয় দেখে সকলেই মুগ্ধ হয়ে যান। এই যাত্রাপালাটি পরিচালনা করেন বিপুল বরণ হালদার। নটী বিনোদিনী যাত্রা পালা ঠাকুর রামকৃষ্ণের ভূমিকায় অভিনয় করছেন শেখর চক্রবর্তী৷

এই যাত্রাপালায় কুমার বাহাদুরের চরিত্রে অভিনয় করছেন জয়নগর মজিলপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান রথিন মণ্ডল । জয়নগর যাত্রা শিল্পী সমন্বয়কে সাধুবাদ জানিয়ে জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস বলেন , যাত্রাশিল্প প্রায় অবলুপ্তির পথে৷ তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাত্রা শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য একাধিক উদ্যোগ নিয়েছে সেখানে। জয়নগর মজিলপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান ও চেয়ারম্যানের এই অভিনব উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।প্রতিবেশী শিল্পীদের অভিনয় দেখতে এদিন শিবনাথ শাস্ত্রী সদনে দর্শক আসন সংখ্যা ছিল পরিপূর্ণ।

সুমন সাহা