ধেয়ে আসছে স্বস্তির বৃষ্টি!

High tide: গঙ্গা উপচে বানভাসি হতে পারে কলকাতা! রাত থেকে কোথায় কত বৃষ্টি হল জেনে নিন

শুক্রবারের টানা বৃষ্টিতে জলমগ্ন শহর। রাতভর বৃষ্টির পর সকালেও বিরাম নেই। এই পরিস্থিতিতে ভেসে গিয়েছে শহরের একাধিক এলাকা। বাইপাস থেকে শুরু করে সেক্টর ৫ জলের তলায়। শনিবার কাজে বেরোতে গিয়ে চরম দুর্ভোগে মানুষ। দেখা গেল জলযন্ত্রণার ছবি।
শুক্রবারের টানা বৃষ্টিতে জলমগ্ন শহর। রাতভর বৃষ্টির পর সকালেও বিরাম নেই। এই পরিস্থিতিতে ভেসে গিয়েছে শহরের একাধিক এলাকা। বাইপাস থেকে শুরু করে সেক্টর ৫ জলের তলায়। শনিবার কাজে বেরোতে গিয়ে চরম দুর্ভোগে মানুষ। দেখা গেল জলযন্ত্রণার ছবি।

 

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ এখন গভীর নিম্নচাপে পরিণত। ঝাড়খণ্ডের উপর দিয়ে ক্রমশ বিহার এবং উত্তর প্রদেশের দিকে এগোচ্ছে। সক্রিয় মৌসুমী অক্ষরেখা বাঁকুড়া এবং ক্যানিং-এর উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। পূর্ব-পশ্চিম অক্ষরেখা রাজস্থান থেকে অসম পর্যন্ত যা বাংলার উপর দিয়ে রয়েছে। এই ত্রিফলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বাংলায়। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ এখন গভীর নিম্নচাপে পরিণত। ঝাড়খণ্ডের উপর দিয়ে ক্রমশ বিহার এবং উত্তর প্রদেশের দিকে এগোচ্ছে। সক্রিয় মৌসুমী অক্ষরেখা বাঁকুড়া এবং ক্যানিং-এর উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। পূর্ব-পশ্চিম অক্ষরেখা রাজস্থান থেকে অসম পর্যন্ত যা বাংলার উপর দিয়ে রয়েছে। এই ত্রিফলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বাংলায়। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
বৃষ্টির সতর্কতা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সাত জেলায়। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়া জেলায় বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ -সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সতর্কতা রয়েছে বজ্রপাতেরও।
বৃষ্টির সতর্কতা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সাত জেলায়। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়া জেলায় বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ -সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সতর্কতা রয়েছে বজ্রপাতেরও।
এর মধ্যেই গঙ্গায় জল বাড়ছে। সকাল ৭:৪৫ মিনিটে জোয়ার শুরু হয়েছে। বেলা ১২:৪০ মিনিটে নদীর জল স্তর প্রায় ১৭.৫৮ ফুট উঠতে পারে।
এর মধ্যেই গঙ্গায় জল বাড়ছে। সকাল ৭:৪৫ মিনিটে জোয়ার শুরু হয়েছে। বেলা ১২:৪০ মিনিটে নদীর জল স্তর প্রায় ১৭.৫৮ ফুট উঠতে পারে।
গঙ্গার ধারের লকগেটগুলি এই মুহূর্তে খোলা রয়েছে। খোলা থাকবে ১০টা ৪০ পর্যন্ত। গেট বন্ধ থাকবে ১০টা ৪০ থেকে ২টো ৪০ পর্যন্ত। এই সময় ভারী বৃষ্টি হলে শহরে জল জমার আশঙ্কা থাকবে।
গঙ্গার ধারের লকগেটগুলি এই মুহূর্তে খোলা রয়েছে। খোলা থাকবে ১০টা ৪০ পর্যন্ত। গেট বন্ধ থাকবে ১০টা ৪০ থেকে ২টো ৪০ পর্যন্ত। এই সময় ভারী বৃষ্টি হলে শহরে জল জমার আশঙ্কা থাকবে।
শনিবার ভোরে ৪টে থেকে ৬টা কোথায় কত বৃষ্টি হয়েছে শহরে, তার পরিসংখ্যান দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পরমবাজার এলাকায় বৃষ্টি পড়েছে ৪১.৬ মিমি। ঠনঠনিয়া ২৪ মিমি। কুলিয়াট্যাংরা ৩২ মিমি। পাগলা ডাঙা ২১.৪ মিমি। চিংড়িহাটা ৩৯ মিমি। মানিকতলা ৩৩ মিমি। দত্তবাগান ৩২ মিমি। বীরপাড়া ২৭ মিমি। ধাপা ২৪ মিমি। তোপসিয়া ৩৫ মিমি। পাটুলি ১১ মিমি। বালিগঞ্জ ২৩ মিমি। চেতলা ৬ মিমি। যোধপুর পার্ক ২২মিমি, কালীঘাট ১৫ মিমি। বেহালা ১১ মিমি, জোকা ১৯ মিমি এবং গার্ডেন রিচ ৯ মিমি।
শনিবার ভোরে ৪টে থেকে ৬টা কোথায় কত বৃষ্টি হয়েছে শহরে, তার পরিসংখ্যান দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পরমবাজার এলাকায় বৃষ্টি পড়েছে ৪১.৬ মিমি। ঠনঠনিয়া ২৪ মিমি। কুলিয়াট্যাংরা ৩২ মিমি। পাগলা ডাঙা ২১.৪ মিমি। চিংড়িহাটা ৩৯ মিমি। মানিকতলা ৩৩ মিমি। দত্তবাগান ৩২ মিমি। বীরপাড়া ২৭ মিমি। ধাপা ২৪ মিমি। তোপসিয়া ৩৫ মিমি। পাটুলি ১১ মিমি। বালিগঞ্জ ২৩ মিমি। চেতলা ৬ মিমি। যোধপুর পার্ক ২২মিমি, কালীঘাট ১৫ মিমি। বেহালা ১১ মিমি, জোকা ১৯ মিমি এবং গার্ডেন রিচ ৯ মিমি।
উত্তরবঙ্গে ফের দুর্যোগের সপ্তাহ। উপরের দিকের পাঁচ জেলাতে আজ, শনিবারও ভারী বৃষ্টি চলবে। সোমবার থেকে বৃষ্টি ফের বাড়বে। দার্জিলিং-সহ উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলাতেই অতি ভারী বৃষ্টির সতর্কতা সোম ও মঙ্গলবার। বৃষ্টি আরও বাড়তে পারে সপ্তাহের মাঝে।
উত্তরবঙ্গে ফের দুর্যোগের সপ্তাহ। উপরের দিকের পাঁচ জেলাতে আজ, শনিবারও ভারী বৃষ্টি চলবে। সোমবার থেকে বৃষ্টি ফের বাড়বে। দার্জিলিং-সহ উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলাতেই অতি ভারী বৃষ্টির সতর্কতা সোম ও মঙ্গলবার। বৃষ্টি আরও বাড়তে পারে সপ্তাহের মাঝে।