Tag Archives: high tide

Bay of Bengal: ফুঁসছে সাগর! মাছ ধরতে গেলেই ভয়ানক বিপদ…! ফিরে এলেন মৎস্যজীবীরা

বিশ্বজিৎ হালদার, কাকদ্বীপ: উত্তাল ঢেউ! সপ্তাহান্তে ফুঁসছে সমুদ্র। শনি আর রবি এই দুদিন সমুদ্রে যেতে নিষেধ করেছে মৎস্য দফতর। এই দুই দিন উপকূলে ৪০-৪৫ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। যার জেরে আজ ও আগামীকাল সমুদ্রে জলোচ্ছ্বাস বেশি থাকবে। আবহাওয়া খারাপ থাকার কারণে বার বার সমুদ্র থেকে ফিরে এসে বড় সড় ক্ষতি মুখে পড়তে হচ্ছে মৎস্যজীবীদের।

আরও পড়ুন- বিরাট আবিষ্কার! বোটও চলবে, দূষণও হবে না! জলপথে বিপ্লব আনল দুর্গাপুর

বেশি বৃষ্টি হলে এই সময় বেশি পরিমাণে মাছ হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু উপায় নেই! সমুদ্র যেভাবে উত্তাল হয়ে উঠেছে বাধ্য হয়ে ফিরে আসতে শুরু করেছে সুন্দরবনের সমস্ত মৎস্যজীবী ট্রলার।

এই মুহূর্তে কাকদ্বীপ, নামখানা,পাথর প্রতিমা ও ফ্রেজার গঞ্জের মৎস্যবন্দরগুলিতে ট্রলার ভিড় জমিয়েছে। সুন্দরবনে মাছ ধরতে যাওয়ার উপায় নেই।

গোটা সপ্তাহ জুড়ে বৃষ্টির দাপটে এমনিই অশান্ত হয়ে আছে উপকূল। তার উপর সদ্য পূর্ণিমা গিয়েছে। ভরা কোটালের জলোচ্ছ্বাস আছড়ে পড়ছে পাড়ে এসে। এরই উপর জোড়া ফলার মতো চড়াও হল নিম্নচাপ। তার জেরেই বঙ্গোপসাগর এখন ভয়াবহ চেহারা নিয়েছে। শুধু কাছ ধরা নিষেধ নয়, পর্যটকদেরও সমুদ্রের জলে নেমে স্নান না করার নির্দেশ আবহাওয়া দফতরের।

High tide: গঙ্গা উপচে বানভাসি হতে পারে কলকাতা! রাত থেকে কোথায় কত বৃষ্টি হল জেনে নিন

শুক্রবারের টানা বৃষ্টিতে জলমগ্ন শহর। রাতভর বৃষ্টির পর সকালেও বিরাম নেই। এই পরিস্থিতিতে ভেসে গিয়েছে শহরের একাধিক এলাকা। বাইপাস থেকে শুরু করে সেক্টর ৫ জলের তলায়। শনিবার কাজে বেরোতে গিয়ে চরম দুর্ভোগে মানুষ। দেখা গেল জলযন্ত্রণার ছবি।
শুক্রবারের টানা বৃষ্টিতে জলমগ্ন শহর। রাতভর বৃষ্টির পর সকালেও বিরাম নেই। এই পরিস্থিতিতে ভেসে গিয়েছে শহরের একাধিক এলাকা। বাইপাস থেকে শুরু করে সেক্টর ৫ জলের তলায়। শনিবার কাজে বেরোতে গিয়ে চরম দুর্ভোগে মানুষ। দেখা গেল জলযন্ত্রণার ছবি।

 

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ এখন গভীর নিম্নচাপে পরিণত। ঝাড়খণ্ডের উপর দিয়ে ক্রমশ বিহার এবং উত্তর প্রদেশের দিকে এগোচ্ছে। সক্রিয় মৌসুমী অক্ষরেখা বাঁকুড়া এবং ক্যানিং-এর উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। পূর্ব-পশ্চিম অক্ষরেখা রাজস্থান থেকে অসম পর্যন্ত যা বাংলার উপর দিয়ে রয়েছে। এই ত্রিফলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বাংলায়। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ এখন গভীর নিম্নচাপে পরিণত। ঝাড়খণ্ডের উপর দিয়ে ক্রমশ বিহার এবং উত্তর প্রদেশের দিকে এগোচ্ছে। সক্রিয় মৌসুমী অক্ষরেখা বাঁকুড়া এবং ক্যানিং-এর উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। পূর্ব-পশ্চিম অক্ষরেখা রাজস্থান থেকে অসম পর্যন্ত যা বাংলার উপর দিয়ে রয়েছে। এই ত্রিফলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বাংলায়। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
বৃষ্টির সতর্কতা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সাত জেলায়। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়া জেলায় বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ -সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সতর্কতা রয়েছে বজ্রপাতেরও।
বৃষ্টির সতর্কতা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সাত জেলায়। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়া জেলায় বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ -সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সতর্কতা রয়েছে বজ্রপাতেরও।
এর মধ্যেই গঙ্গায় জল বাড়ছে। সকাল ৭:৪৫ মিনিটে জোয়ার শুরু হয়েছে। বেলা ১২:৪০ মিনিটে নদীর জল স্তর প্রায় ১৭.৫৮ ফুট উঠতে পারে।
এর মধ্যেই গঙ্গায় জল বাড়ছে। সকাল ৭:৪৫ মিনিটে জোয়ার শুরু হয়েছে। বেলা ১২:৪০ মিনিটে নদীর জল স্তর প্রায় ১৭.৫৮ ফুট উঠতে পারে।
গঙ্গার ধারের লকগেটগুলি এই মুহূর্তে খোলা রয়েছে। খোলা থাকবে ১০টা ৪০ পর্যন্ত। গেট বন্ধ থাকবে ১০টা ৪০ থেকে ২টো ৪০ পর্যন্ত। এই সময় ভারী বৃষ্টি হলে শহরে জল জমার আশঙ্কা থাকবে।
গঙ্গার ধারের লকগেটগুলি এই মুহূর্তে খোলা রয়েছে। খোলা থাকবে ১০টা ৪০ পর্যন্ত। গেট বন্ধ থাকবে ১০টা ৪০ থেকে ২টো ৪০ পর্যন্ত। এই সময় ভারী বৃষ্টি হলে শহরে জল জমার আশঙ্কা থাকবে।
শনিবার ভোরে ৪টে থেকে ৬টা কোথায় কত বৃষ্টি হয়েছে শহরে, তার পরিসংখ্যান দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পরমবাজার এলাকায় বৃষ্টি পড়েছে ৪১.৬ মিমি। ঠনঠনিয়া ২৪ মিমি। কুলিয়াট্যাংরা ৩২ মিমি। পাগলা ডাঙা ২১.৪ মিমি। চিংড়িহাটা ৩৯ মিমি। মানিকতলা ৩৩ মিমি। দত্তবাগান ৩২ মিমি। বীরপাড়া ২৭ মিমি। ধাপা ২৪ মিমি। তোপসিয়া ৩৫ মিমি। পাটুলি ১১ মিমি। বালিগঞ্জ ২৩ মিমি। চেতলা ৬ মিমি। যোধপুর পার্ক ২২মিমি, কালীঘাট ১৫ মিমি। বেহালা ১১ মিমি, জোকা ১৯ মিমি এবং গার্ডেন রিচ ৯ মিমি।
শনিবার ভোরে ৪টে থেকে ৬টা কোথায় কত বৃষ্টি হয়েছে শহরে, তার পরিসংখ্যান দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পরমবাজার এলাকায় বৃষ্টি পড়েছে ৪১.৬ মিমি। ঠনঠনিয়া ২৪ মিমি। কুলিয়াট্যাংরা ৩২ মিমি। পাগলা ডাঙা ২১.৪ মিমি। চিংড়িহাটা ৩৯ মিমি। মানিকতলা ৩৩ মিমি। দত্তবাগান ৩২ মিমি। বীরপাড়া ২৭ মিমি। ধাপা ২৪ মিমি। তোপসিয়া ৩৫ মিমি। পাটুলি ১১ মিমি। বালিগঞ্জ ২৩ মিমি। চেতলা ৬ মিমি। যোধপুর পার্ক ২২মিমি, কালীঘাট ১৫ মিমি। বেহালা ১১ মিমি, জোকা ১৯ মিমি এবং গার্ডেন রিচ ৯ মিমি।
উত্তরবঙ্গে ফের দুর্যোগের সপ্তাহ। উপরের দিকের পাঁচ জেলাতে আজ, শনিবারও ভারী বৃষ্টি চলবে। সোমবার থেকে বৃষ্টি ফের বাড়বে। দার্জিলিং-সহ উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলাতেই অতি ভারী বৃষ্টির সতর্কতা সোম ও মঙ্গলবার। বৃষ্টি আরও বাড়তে পারে সপ্তাহের মাঝে।
উত্তরবঙ্গে ফের দুর্যোগের সপ্তাহ। উপরের দিকের পাঁচ জেলাতে আজ, শনিবারও ভারী বৃষ্টি চলবে। সোমবার থেকে বৃষ্টি ফের বাড়বে। দার্জিলিং-সহ উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলাতেই অতি ভারী বৃষ্টির সতর্কতা সোম ও মঙ্গলবার। বৃষ্টি আরও বাড়তে পারে সপ্তাহের মাঝে।

 

Ice Cream Truck Gets Carried Away By Tide: জোয়ারের ধাক্কায় ভেসে গেল আস্ত একটা আইসক্রিমের ভ্যান! সমুদ্র সৈকতে অদ্ভুত কাণ্ড!

লন্ডন: জোয়ারের ধাক্কায় সমুদ্রের দিকে ভেসে যাচ্ছে একটা আস্ত আইসক্রিম ভ্যান। রবিবার ঘটনাটি ঘটে ইংল্যান্ডের কর্নওয়ালের এক সৈকতে৷ রবিবার হার্লিন উপসাগরের সৈকতে রাখা একটা আইসক্রিমের ভ্যান জলে চলে যাচ্ছিল।

আরও পড়ুন: জিকে তো সবাই পড়েন! জানেন কি GK-এর জনক কাকে বলা হয়? উত্তরটা কিন্তু ভাবাবে!

ভ্যানটিকে বাঁচানোর চেষ্টায় সমুদ্র সৈকতে উপস্থিত বিশাল জনতা জলে নেমেছিল৷ যদিও তাঁদের সবরকম প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। ভ্যানটিকে বাঁচানোর জন্য একটা উদ্ধারকারী ট্রাককে সেখানে পাঠানো হয়৷ জোয়ার কমে যাওয়ার পর, ট্রাকটিকে ভ্যানটিকে নিরাপদে ফিরিয়ে আনা সম্ভব হয়।

ঘটনাটি ঘটার আগের মুহূর্তে চালক গাড়িতে ছিলেন না৷ একজন কোস্ট গার্ড রিচার্ড হিগম্যান ‘স্কাই নিউজ’কে বলেছেন ট্রাকটি ভেসে যাওয়ার আগে চালক সৈকতে আইসক্রিম বিক্রি করছিল। তিনি আরও বলেছিলেন জোয়ারের সময় সমুদ্রের জল গাড়িটিকে ছাপিয়ে যায়৷ সঙ্গে সঙ্গে এই ভ্যান প্লাবিত হয়ে গিয়েছিল৷ এই সময় চালকটি আইসক্রিম ভ্যান বন্ধ করে দিয়েছিলেন৷ তিনি আরও বলেন “সৈকতে সেই সময় অনেকে একটা দড়ি পেয়েছিল, সেই দিয়েই অনেকে ভ্যানটা টানার চেষ্টা করেছিল৷ কিন্তু ওরা ব্যর্থ হয়েছিল৷।”

আরও পড়ুন: চুরির পর চোর রেখে গেল একখানা ভয়ঙ্কর নোট, কী লেখা ছিল তাতে!

সেইদিন সৈকতে বেশ ভিড় ছিল৷ সম্ভবত ব্যবসা করার মাথায় রেখেই তিনি ভ্যানটিকে অনেক দূর নিয়ে গিয়েছিলেন৷ কিন্তু তারপরে জোয়ার আসতে শুরু করে ফলে তখন আর সে গাড়ি চালাতে পারেনি। সামনের টায়ারটি বালিতে চলে গিয়েছিল। একজন এইচএম কোস্টগার্ডের তরফে জানানো হয়েছে, ৯:৪৫ এর সময় যখন জল স্তর অনেকটা নামতে শুরু করেছে তখন ভ্যানটিকে উদ্ধার করা সম্ভব হয়েছিল৷