টিফিন বক্স খুললেই দুর্গন্ধ!

Kitchen Hacks: টিফিন বক্স খুললেই দুর্গন্ধ! সাবান দিলেও দূর হচ্ছে না? সুপারহিট ৪ টোটকায় মুশকিল আসান

প্রতিদিন অফিস হোক কিংবা স্কুল টিফিন নেওয়া চাই-ই-চাই। কিন্তু দীর্ঘক্ষণ টিফিন বক্সে খাবার জমিয়ে রাখলে তাতে দুর্গন্ধ হয়ে যায়। অনেক সময় বাড়তি খাবার ফ্রিজে রাখতে হলে আমরা টিফিন বক্সে ভরে রেখে দিই।
প্রতিদিন অফিস হোক কিংবা স্কুল টিফিন নেওয়া চাই-ই-চাই। কিন্তু দীর্ঘক্ষণ টিফিন বক্সে খাবার জমিয়ে রাখলে তাতে দুর্গন্ধ হয়ে যায়। অনেক সময় বাড়তি খাবার ফ্রিজে রাখতে হলে আমরা টিফিন বক্সে ভরে রেখে দিই।
দু’দিন পর সেই টিফিন বক্স পরিষ্কার করতে গিয়ে নাজেহাল হতে হয়। তবে, টোটকা জানলে সহজেই মিলবে সমাধান। জেনে নিন, সহজেই টিফিন বক্সের দুর্গন্ধ দূর করবেন কী করে।
দু’দিন পর সেই টিফিন বক্স পরিষ্কার করতে গিয়ে নাজেহাল হতে হয়। তবে, টোটকা জানলে সহজেই মিলবে সমাধান। জেনে নিন, সহজেই টিফিন বক্সের দুর্গন্ধ দূর করবেন কী করে।
১) টিফিন বক্স ধোয়ার পর অনেকেই বন্ধ করে রাখেন। এতে গন্ধ দূর হয় না। বরং থেকে যায়। তাই ধোয়ার পর একটি নির্দিষ্ট জায়গায় খোলা অবস্থায় উল্টো করে রেখে দিন। প্রায় পাঁচ-ছ'ঘণ্টা ওই অবস্থায় রেখে দিলে দেখবেন ধীরে ধীরে গন্ধ দূর হয়ে গিয়েছে।
১) টিফিন বক্স ধোয়ার পর অনেকেই বন্ধ করে রাখেন। এতে গন্ধ দূর হয় না। বরং থেকে যায়। তাই ধোয়ার পর একটি নির্দিষ্ট জায়গায় খোলা অবস্থায় উল্টো করে রেখে দিন। প্রায় পাঁচ-ছ’ঘণ্টা ওই অবস্থায় রেখে দিলে দেখবেন ধীরে ধীরে গন্ধ দূর হয়ে গিয়েছে।
২) একটি পাত্রে একটা দারচিনি আর খানিকটা জল দিয়ে ভাল করে ফুটিয়ে নিন। এ বার মিশ্রণটি টিফিন বক্সে ভরে আধ ঘণ্টা রেখে দিন। তার পর জল দিয়ে ধুয়ে নিলেই দূর হবে বক্সের দুর্গন্ধ।

২) একটি পাত্রে একটা দারচিনি আর খানিকটা জল দিয়ে ভাল করে ফুটিয়ে নিন। এ বার মিশ্রণটি টিফিন বক্সে ভরে আধ ঘণ্টা রেখে দিন। তার পর জল দিয়ে ধুয়ে নিলেই দূর হবে বক্সের দুর্গন্ধ।
৩) একটি বড় পাত্রে জল নিয়ে তাতে ভিনিগার মেশান। এ বার মিশ্রণের মধ্যে টিফিন বাক্সটি ঘণ্টা দুয়েকের জন্য ডুবিয়ে রেখে দিন। ঝক্কি ছাড়াই দূর হবে দুর্গন্ধ। এ ছাড়া, বেকিং সোডার মধ্যে অল্প জল মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করে নিন। মিশ্রণটি টিফিন বক্সে ঘণ্টাখানেক মাখিয়ে রাখুন। তার পর জল দিয়ে ধুয়ে নিলেই দুর্গন্ধ উধাও।
৩) একটি বড় পাত্রে জল নিয়ে তাতে ভিনিগার মেশান। এ বার মিশ্রণের মধ্যে টিফিন বাক্সটি ঘণ্টা দুয়েকের জন্য ডুবিয়ে রেখে দিন। ঝক্কি ছাড়াই দূর হবে দুর্গন্ধ। এ ছাড়া, বেকিং সোডার মধ্যে অল্প জল মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করে নিন। মিশ্রণটি টিফিন বক্সে ঘণ্টাখানেক মাখিয়ে রাখুন। তার পর জল দিয়ে ধুয়ে নিলেই দুর্গন্ধ উধাও।
৪)  লেবুর খোসা ফেলে না দিয়ে টিফিন বক্স পরিষ্কার করার কাজে লাগাতে পারেন। লেবুর খোসায় মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড বাসন পরিষ্কার করার পাশাপাশি দুর্গন্ধও দূর করে। লেবুর খোসা জলে ফুটিয়ে সেই জল টিফিন বক্সে আধঘণ্টা রেখে দিন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন।
৪) লেবুর খোসা ফেলে না দিয়ে টিফিন বক্স পরিষ্কার করার কাজে লাগাতে পারেন। লেবুর খোসায় মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড বাসন পরিষ্কার করার পাশাপাশি দুর্গন্ধও দূর করে। লেবুর খোসা জলে ফুটিয়ে সেই জল টিফিন বক্সে আধঘণ্টা রেখে দিন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন।