Tag Archives: Plastic tiffin box

Cleaning Tips: হয়ে যাবে ‘ব্র্যান্ড নিউ’…! ৫ মিনিটের ‘সিম্পল’ কাজেই উঠবে প্লাস্টিকের টিফিন বক্সের আঠালো হলুদ দাগ!

প্লাস্টিকের পাত্রে খাবার খাওয়া উচিত নয়। এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তবে, এটি খুব লাভজনক হওয়ায় এটি প্রায় প্রতিটি বাড়িতে ব্যবহৃত হয়। বিশেষ করে স্কুল ও অফিসে দুপুরের খাবার নিয়ে যাওয়ার জন্য প্লাস্টিকের টিফিন ব্যবহার করা হয়। এমন পরিস্থিতিতে, এটি পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কার করা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
প্লাস্টিকের পাত্রে খাবার খাওয়া উচিত নয়। এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তবে, এটি খুব লাভজনক হওয়ায় এটি প্রায় প্রতিটি বাড়িতে ব্যবহৃত হয়। বিশেষ করে স্কুল ও অফিসে দুপুরের খাবার নিয়ে যাওয়ার জন্য প্লাস্টিকের টিফিন ব্যবহার করা হয়। এমন পরিস্থিতিতে, এটি পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কার করা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
কিন্তু প্লাস্টিকের বাসন থেকে দাগ তোলা খুবই কঠিন কাজ। একবার এর উপর তেল ও মশলা লাগালে, ঘষার পরও আঠালো ও হলুদ থাকে। এমতাবস্থায় দাগহীন পরিচ্ছন্নতার জন্য এই উপায়গুলি খুবই কার্যকরী প্রমাণিত হয়েছে-
কিন্তু প্লাস্টিকের বাসন থেকে দাগ তোলা খুবই কঠিন কাজ। একবার এর উপর তেল ও মশলা লাগালে, ঘষার পরও আঠালো ও হলুদ থাকে। এমতাবস্থায় দাগহীন পরিচ্ছন্নতার জন্য এই উপায়গুলি খুবই কার্যকরী প্রমাণিত হয়েছে-
গরম জল দিয়ে ডিশ সাবান ব্যবহার করুন-উষ্ণ জল এবং ডিশ সাবানের মিশ্রণ প্লাস্টিকের পাত্র থেকে হালকা দাগ উঠানোর জন্য সবচেয়ে কার্যকর পদ্ধতি। এর জন্য একটি পাত্রে গরম জল নিন, তাতে কয়েক ফোঁটা ডিশ সোপ যোগ করুন এবং মিশ্রণটি ভাল করে মিশিয়ে নিন। তারপর এই মিশ্রণে একটি স্পঞ্জ ডুবিয়ে দাগের ওপর ঘষে নিন। এতে দাগ পুরোপুরি উঠে যাবে।
গরম জল দিয়ে ডিশ সাবান ব্যবহার করুন-
উষ্ণ জল এবং ডিশ সাবানের মিশ্রণ প্লাস্টিকের পাত্র থেকে হালকা দাগ উঠানোর জন্য সবচেয়ে কার্যকর পদ্ধতি। এর জন্য একটি পাত্রে গরম জল নিন, তাতে কয়েক ফোঁটা ডিশ সোপ যোগ করুন এবং মিশ্রণটি ভাল করে মিশিয়ে নিন। তারপর এই মিশ্রণে একটি স্পঞ্জ ডুবিয়ে দাগের ওপর ঘষে নিন। এতে দাগ পুরোপুরি উঠে যাবে।
সোডা বাইকার্বোনেট দিয়ে পরিষ্কার করুনসোডা বাইকার্বোনেট একটি প্রাকৃতিক পরিষ্কারের এজেন্ট যা প্লাস্টিকের পাত্র থেকে একগুঁয়ে দাগ অপসারণ করতে সাহায্য করতে পারে। এর জন্য একটি পাত্রে সোডা বাইকার্বোনেট নিয়ে তাতে কিছু জল মিশিয়ে পেস্ট তৈরি করুন। তারপর এই পেস্টটি দাগের উপর লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। সবশেষে স্পঞ্জ দিয়ে ঘষে পরিষ্কার জল দিয়ে টিফিন ধুয়ে ফেলুন।
সোডা বাইকার্বোনেট দিয়ে পরিষ্কার করুন
সোডা বাইকার্বোনেট একটি প্রাকৃতিক পরিষ্কারের এজেন্ট যা প্লাস্টিকের পাত্র থেকে একগুঁয়ে দাগ অপসারণ করতে সাহায্য করতে পারে। এর জন্য একটি পাত্রে সোডা বাইকার্বোনেট নিয়ে তাতে কিছু জল মিশিয়ে পেস্ট তৈরি করুন। তারপর এই পেস্টটি দাগের উপর লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। সবশেষে স্পঞ্জ দিয়ে ঘষে পরিষ্কার জল দিয়ে টিফিন ধুয়ে ফেলুন।
ভিনেগার দিয়ে দাগ মুছে ফেলুনপ্লাস্টিকের পাত্রের দাগ দূর করতেও ভিনেগার কার্যকর। শুধু একটি পাত্রে ভিনেগার নিন, এতে কিছু জল যোগ করুন এবং একটি মিশ্রণ তৈরি করুন। তারপর এই মিশ্রণে একটি স্পঞ্জ ডুবিয়ে দাগের ওপর ঘষে নিন।
ভিনেগার দিয়ে দাগ মুছে ফেলুন
প্লাস্টিকের পাত্রের দাগ দূর করতেও ভিনেগার কার্যকর। শুধু একটি পাত্রে ভিনেগার নিন, এতে কিছু জল যোগ করুন এবং একটি মিশ্রণ তৈরি করুন। তারপর এই মিশ্রণে একটি স্পঞ্জ ডুবিয়ে দাগের ওপর ঘষে নিন।
টুথপেস্ট ব্যবহার করুনটুথপেস্টে পরিষ্কার করার বৈশিষ্ট্য রয়েছে যা প্লাস্টিকের পাত্র থেকে দাগ দূর করতে সাহায্য করতে পারে। শুধু একটি স্পঞ্জে কিছু টুথপেস্ট লাগান এবং দাগের উপর ঘষুন।
টুথপেস্ট ব্যবহার করুন
টুথপেস্টে পরিষ্কার করার বৈশিষ্ট্য রয়েছে যা প্লাস্টিকের পাত্র থেকে দাগ দূর করতে সাহায্য করতে পারে। শুধু একটি স্পঞ্জে কিছু টুথপেস্ট লাগান এবং দাগের উপর ঘষুন।

Kitchen Hacks: টিফিন বক্স খুললেই দুর্গন্ধ! সাবান দিলেও দূর হচ্ছে না? সুপারহিট ৪ টোটকায় মুশকিল আসান

প্রতিদিন অফিস হোক কিংবা স্কুল টিফিন নেওয়া চাই-ই-চাই। কিন্তু দীর্ঘক্ষণ টিফিন বক্সে খাবার জমিয়ে রাখলে তাতে দুর্গন্ধ হয়ে যায়। অনেক সময় বাড়তি খাবার ফ্রিজে রাখতে হলে আমরা টিফিন বক্সে ভরে রেখে দিই।
প্রতিদিন অফিস হোক কিংবা স্কুল টিফিন নেওয়া চাই-ই-চাই। কিন্তু দীর্ঘক্ষণ টিফিন বক্সে খাবার জমিয়ে রাখলে তাতে দুর্গন্ধ হয়ে যায়। অনেক সময় বাড়তি খাবার ফ্রিজে রাখতে হলে আমরা টিফিন বক্সে ভরে রেখে দিই।
দু’দিন পর সেই টিফিন বক্স পরিষ্কার করতে গিয়ে নাজেহাল হতে হয়। তবে, টোটকা জানলে সহজেই মিলবে সমাধান। জেনে নিন, সহজেই টিফিন বক্সের দুর্গন্ধ দূর করবেন কী করে।
দু’দিন পর সেই টিফিন বক্স পরিষ্কার করতে গিয়ে নাজেহাল হতে হয়। তবে, টোটকা জানলে সহজেই মিলবে সমাধান। জেনে নিন, সহজেই টিফিন বক্সের দুর্গন্ধ দূর করবেন কী করে।
১) টিফিন বক্স ধোয়ার পর অনেকেই বন্ধ করে রাখেন। এতে গন্ধ দূর হয় না। বরং থেকে যায়। তাই ধোয়ার পর একটি নির্দিষ্ট জায়গায় খোলা অবস্থায় উল্টো করে রেখে দিন। প্রায় পাঁচ-ছ'ঘণ্টা ওই অবস্থায় রেখে দিলে দেখবেন ধীরে ধীরে গন্ধ দূর হয়ে গিয়েছে।
১) টিফিন বক্স ধোয়ার পর অনেকেই বন্ধ করে রাখেন। এতে গন্ধ দূর হয় না। বরং থেকে যায়। তাই ধোয়ার পর একটি নির্দিষ্ট জায়গায় খোলা অবস্থায় উল্টো করে রেখে দিন। প্রায় পাঁচ-ছ’ঘণ্টা ওই অবস্থায় রেখে দিলে দেখবেন ধীরে ধীরে গন্ধ দূর হয়ে গিয়েছে।
২) একটি পাত্রে একটা দারচিনি আর খানিকটা জল দিয়ে ভাল করে ফুটিয়ে নিন। এ বার মিশ্রণটি টিফিন বক্সে ভরে আধ ঘণ্টা রেখে দিন। তার পর জল দিয়ে ধুয়ে নিলেই দূর হবে বক্সের দুর্গন্ধ।

২) একটি পাত্রে একটা দারচিনি আর খানিকটা জল দিয়ে ভাল করে ফুটিয়ে নিন। এ বার মিশ্রণটি টিফিন বক্সে ভরে আধ ঘণ্টা রেখে দিন। তার পর জল দিয়ে ধুয়ে নিলেই দূর হবে বক্সের দুর্গন্ধ।
৩) একটি বড় পাত্রে জল নিয়ে তাতে ভিনিগার মেশান। এ বার মিশ্রণের মধ্যে টিফিন বাক্সটি ঘণ্টা দুয়েকের জন্য ডুবিয়ে রেখে দিন। ঝক্কি ছাড়াই দূর হবে দুর্গন্ধ। এ ছাড়া, বেকিং সোডার মধ্যে অল্প জল মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করে নিন। মিশ্রণটি টিফিন বক্সে ঘণ্টাখানেক মাখিয়ে রাখুন। তার পর জল দিয়ে ধুয়ে নিলেই দুর্গন্ধ উধাও।
৩) একটি বড় পাত্রে জল নিয়ে তাতে ভিনিগার মেশান। এ বার মিশ্রণের মধ্যে টিফিন বাক্সটি ঘণ্টা দুয়েকের জন্য ডুবিয়ে রেখে দিন। ঝক্কি ছাড়াই দূর হবে দুর্গন্ধ। এ ছাড়া, বেকিং সোডার মধ্যে অল্প জল মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করে নিন। মিশ্রণটি টিফিন বক্সে ঘণ্টাখানেক মাখিয়ে রাখুন। তার পর জল দিয়ে ধুয়ে নিলেই দুর্গন্ধ উধাও।
৪)  লেবুর খোসা ফেলে না দিয়ে টিফিন বক্স পরিষ্কার করার কাজে লাগাতে পারেন। লেবুর খোসায় মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড বাসন পরিষ্কার করার পাশাপাশি দুর্গন্ধও দূর করে। লেবুর খোসা জলে ফুটিয়ে সেই জল টিফিন বক্সে আধঘণ্টা রেখে দিন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন।
৪) লেবুর খোসা ফেলে না দিয়ে টিফিন বক্স পরিষ্কার করার কাজে লাগাতে পারেন। লেবুর খোসায় মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড বাসন পরিষ্কার করার পাশাপাশি দুর্গন্ধও দূর করে। লেবুর খোসা জলে ফুটিয়ে সেই জল টিফিন বক্সে আধঘণ্টা রেখে দিন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন।