Akhil Giri: মমতার নির্দেশে মন্ত্রিত্ব থেকে ইস্তফা, এবার সরকারি গাড়িও ছাড়লেন অখিল গিরি

কলকাতা: মহিলা রেঞ্জারকে হুমকির ঘটনায় দলের নির্দেশে মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছেন অখিল গিরি। কারামন্ত্রীর পদ থেকে ইস্তফা ঘোষণার পর সরকারি গাড়ি ছাড়লেন তিনি। ইমেল পাঠিয়ে পদত্যাগের পর সরকারি গাড়ি ছাড়লেন অখিল গিরি।

পদত্যাগ করে অখিল গিরি সাংবাদিক বৈঠকে বলেছেন, ‘দলের নির্দেশ মেনে নিয়েছি,পদত্যাগ করছি মন্ত্রিত্ব থেকে। আগামিকাল কলকাতায় গিয়ে পদত্যাগপত্র দিয়ে আসব। সুব্রত বক্সী বলেছেন মুখ্যমন্ত্রী সারাক্ষণ টিভি দেখে, পদত্যাগ করতে বলেছেন। আমি পদত্যাগ করে সাধারণ মানুষের পাশে থাকব। আমি বিধায়ক থাকব, আমি জনপ্রতিনিধি হিসেবে লড়াই করব। ২.৪৫-এ সুব্রত বক্সী নিজে ফোন করে আমাকে পদত্যাগ করতে বলেছেন। আমি লিখে ফেলেছি, পাঠানো হয়নি পাঠিয়ে দেব। কালকে হার্ড কপি পাঠাব। আমি কোনও ভাবে মন্ত্রিত্ব ছাড়ার ব্যাপারে অনুতপ্ত না।’

আরও পড়ুন: স্কুটিতে চেপে যাচ্ছিল বাবা-মেয়ে, সঙ্গে ট্রলি, ব‍্যাগ খুলতেই যা বেরল! পুলিশের চক্ষু চড়কগাছ, গ্রেফতার দু’জনেই

ঘটনার সূত্রপাত শনিবার। পূর্ব মেদিনীপুর জেলার তাজপুরে বন দফতরের জায়গায় দোকান বসানোকে কেন্দ্র উত্তপ্ত হয়ে উঠেছিল গোটা এলাকা। মহিলা রেঞ্জ অফিসারকে কুকথা কথা বলে রাজ্য রাজনীতির চর্চায় উঠে এসেছিলেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। মহিলা বন আধিকারিককে প্রকাশ‍্যে কুকথা বলায় কারামন্ত্রীকে ক্ষমা চাওয়ার নির্দেশ দেয় তৃণমূল। সুব্রত বক্সী জানিয়ে দেন সেকথা।

আরও পড়ুন: ৪ বা ৬ নয়, গুণে গুণে ৫! বলুন তো ‘সকলের’ হাতে-পায়ে ৫ টি করেই কেন আঙুল থাকে? কারণ জানলে মাথা ঘুরে যাবে

পরে অখিল সে দিনের ঘটনার জন‍্য দু:খপ্রকাশ করেন। রবিবার তিনি জানান, “আমি রাগান্বিত হয়ে উত্তেজিত ভাবে যে কথা বলেছি সেটা অনুচিত। একজন আধিকারিককে যে কথা বলেছি সেটা আমার উচিত হয়নি। তবে এই পরিস্থিতি আমি যদি না হাতে নিতাম তাহলে অন্য পরিস্থিতির সৃষ্টি হয়ে যেত ওখানে।”