Quiz: রাতে ৩ পা, দুপুরে ২ পা এবং সকালে ৪ পায়ে হাঁটে কোনও প্রাণী? উত্তর দিতে পারলে অন্যদের থেকে আপনার বেশি বুদ্ধি

প্রশ্নটা খুব সহজ, তবে উত্তরটা মোটেও সহজ নয়৷ অনেকে হয়ত জানেন, তবে ৯৯ শতাংশ মানুষই উত্তর জানেন না এই প্রশ্নের৷
প্রশ্নটা খুব সহজ, তবে উত্তরটা মোটেও সহজ নয়৷ অনেকে হয়ত জানেন, তবে ৯৯ শতাংশ মানুষই উত্তর জানেন না এই প্রশ্নের৷
পশু জগৎ নিয়ে আমাদের আকর্ষণের কোনও শেষ নেই৷ কিন্তু এমন অনেক পশুর গুণ রয়েছে যা আমাদের জ্ঞানের বাইরে৷
পশু জগৎ নিয়ে আমাদের আকর্ষণের কোনও শেষ নেই৷ কিন্তু এমন অনেক পশুর গুণ রয়েছে যা আমাদের জ্ঞানের বাইরে৷
General Quiz: যে কোনও পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে সাধারণ জ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্স খুবই প্রয়োজন। এসএসসি, ব্যাঙ্কিং, রেল এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার সময় এধরনের অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। এরকমই কয়েকটা প্রশ্ন আজ জানানো হবে, যা আগে কখনও শোনেননি৷ নিচের প্রশ্নগুলো মনোযোগ সহকারে পড়ে উত্তর দিন, অনেকগুণ বেড়ে যাবে আপনার সাধারণ জ্ঞান৷
General Quiz: যে কোনও পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে সাধারণ জ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্স খুবই প্রয়োজন। এসএসসি, ব্যাঙ্কিং, রেল এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার সময় এধরনের অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। এরকমই কয়েকটা প্রশ্ন আজ জানানো হবে, যা আগে কখনও শোনেননি৷ নিচের প্রশ্নগুলো মনোযোগ সহকারে পড়ে উত্তর দিন, অনেকগুণ বেড়ে যাবে আপনার সাধারণ জ্ঞান৷
প্রশ্ন - কোন সালে 'লবণ সত্যাগ্রহ' (Salt Satyagraha) শুরু হয়েছিল?উত্তর - লবণ সত্যাগ্রহ শুরু হয়েছিল 1930 সালে।
প্রশ্ন – কোন সালে ‘লবণ সত্যাগ্রহ’ (Salt Satyagraha) শুরু হয়েছিল?
উত্তর – লবণ সত্যাগ্রহ শুরু হয়েছিল 1930 সালে।
প্রশ্ন - সাইয়্যেদ বংশের (Sayyid dynasty) প্রতিষ্ঠাতা কে ছিলেন বলুন?উত্তর - আসুন আমরা আপনাকে বলি যে সাইয়্যিদ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন খিজার খান (Khizr Khan)।
প্রশ্ন – সাইয়্যেদ বংশের (Sayyid dynasty) প্রতিষ্ঠাতা কে ছিলেন বলুন?
উত্তর – আসুন আমরা আপনাকে বলি যে সাইয়্যিদ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন খিজার খান (Khizr Khan)।
প্রশ্ন - ভারতে ফোর্ট উইলিয়াম কলেজ (Fort William College) কবে এবং কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল বলুন?উত্তর - ফোর্ট উইলিয়াম কলেজ ১৮০০ সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল।
প্রশ্ন – ভারতে ফোর্ট উইলিয়াম কলেজ (Fort William College) কবে এবং কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল বলুন?
উত্তর – ফোর্ট উইলিয়াম কলেজ ১৮০০ সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল।
প্রশ্ন - জওহরলাল নহরুর আনন্দ ভবন (Ananda Bhavan) কোন শহরে অবস্থিত?উত্তর - জওহরলাল নাহরুর আনন্দ ভবন প্রয়াগরাজে (Prayagraj) অবস্থিত।
প্রশ্ন – জওহরলাল নহরুর আনন্দ ভবন (Ananda Bhavan) কোন শহরে অবস্থিত?
উত্তর – জওহরলাল নাহরুর আনন্দ ভবন প্রয়াগরাজে (Prayagraj) অবস্থিত।
প্রশ্ন - আমাদের বলুন, ভারতীয় মরুভূমির (Indian Desert) একটি গুরুত্বপূর্ণ নদী কোনটি?উত্তর - আমরা আপনাকে বলি যে লুনি নদী (Luni River) ভারতীয় মরুভূমির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নদী।
প্রশ্ন – ভারতীয় মরুভূমির (Indian Desert) একটি গুরুত্বপূর্ণ নদী কোনটি?
উত্তর – লুনি নদী (Luni River) ভারতীয় মরুভূমির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নদী।
প্রশ্ন - বলুন তো কোন প্রাণী সকালে ৪ পায়ে, বিকেলে ২ পায়ে এবং সন্ধ্যায় ৩ পায়ে হাঁটে?উত্তর - এই ধাঁধার উত্তর হল 'মানুষ' (Human Being)। আসলে এখানে সকাল মানে শৈশব, বিকেল মানে যৌবন আর সন্ধে মানে বার্ধক্য। শৈশবে, শিশু হামাগুড়ি দেয় ২ হাত ও ২ পায়ে। যৌবনে ২ পায়ে হাঁটে এবং বৃদ্ধ বয়সে লাঠির সাহায্যে হাঁটে, তাই এখানে ৩ পায়ের কথা বলা হয়েছে।
প্রশ্ন – বলুন তো কোন প্রাণী সকালে ৪ পায়ে, বিকেলে ২ পায়ে এবং সন্ধ্যায় ৩ পায়ে হাঁটে?
উত্তর – এই ধাঁধার উত্তর হল ‘মানুষ’ (Human Being)। আসলে এখানে সকাল মানে শৈশব, বিকেল মানে যৌবন আর সন্ধে মানে বার্ধক্য। শৈশবে, শিশু হামাগুড়ি দেয় ২ হাত ও ২ পায়ে। যৌবনে ২ পায়ে হাঁটে এবং বৃদ্ধ বয়সে লাঠির সাহায্যে হাঁটে, তাই এখানে ৩ পায়ের কথা বলা হয়েছে।