বাংলা ভাগের বিরোধিতা- নিন্দা প্রস্তাব

Bangla Bhag Issue: বাংলা ভাগের বিরোধিতা করে নিন্দা প্রস্তাব! ঝড় উঠতে চলেছে বিধানসভায়? শাসক-বিরোধী টক্কর তুঙ্গে

কলকাতা: কখনও পৃথক কোচবিহার, উত্তরবঙ্গ ভাগ, কখনও মুর্শিদাবাদ-মালদহকে আলাদা করে কেন্দ্রশাসিত অঞ্চলের অন্তর্ভুক্ত করার দাবি। বাংলা বিভাজন নিয়ে রীতিমতো শোরগোল তুলছেন বিজেপি বিধায়করা। গত সোমবার বিধানসভায় এনিয়ে দীর্ঘ বক্তব্য রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আর আজ বাংলা ভাগের বিরোধিতা করে নিন্দা প্রস্তাব আসছে রাজ্য বিধানসভার অন্দরে।

মমতা বন্দ্যোপাধ্যায়, বলেছিলেন, ”যারা এসব দাবি তুলবে, তারা বিধানসভায় দাঁড়িয়ে বলুক। কাজ আমরা করি। আর ভোটের সময় বিজেপি শুধু বাংলা ভাগ করার কথা বলে! শুধু আদিবাসী, গোর্খা, রাজবংশীদের আলাদা করে দেয়। যারা বলে আমরা কাজ করিনি, তারা নিজেরা কী করেছে, সেটা আগে দেখান। বাংলা ভাগ তো হবেই না। এর বিরুদ্ধে যাঁরা আলোচনা করছেন, তাঁরা বিধানসভায় দাঁড়িয়ে বলুন। ভোটাভুটি হোক। গণতান্ত্রিক সিদ্ধান্ত কোন দিকে যায়, দেখে নিন। এটা নিয়ে যারা বলছেন তারা সন্ত্রাসের দল, ভাগাভাগির দল।”