কেরলে প্রথম ভূমিধসের খবর জরুরি পরিষেবাকে জানায় নিথু জোজো (File photo/PTI)

Kerala Landslides :‘‘এখানে বিপর্যয় ঘটে গিয়েছে’’ ভূমিধসের খবর দেন নিথু জোজো, বাঁচা হল না তাঁরও

ওয়ানাড: বিপর্যস্ত কেরলের মর্মান্তিক অবস্থায় সারা দেশ শিউড়ে উঠেছে৷ মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে গিয়েছে৷ সরকারি সুত্রে জানানো হয়েছে, আরও প্রায় তিনশো জন মানুষ নিঁখোজ৷

স্থানীয় পুলিশ, ভারতীয় সেনা সকলে মিলে উদ্ধার কার্যে সাহায্য করেছে৷ কিন্তু যিনি প্রথম এই দুর্ঘটনার কথা জানালেন, সেই নিথু জোজো ধসের করাল গ্রাসে তলিয়ে গেলেন৷

আরও পড়ুন: ঝড়-বৃষ্টির মধ্যে আটঘণ্টার দুঃসাহসিক অভিযান, কেরলে রক্ষা পেল চার শিশুর প্রাণ

জানা যায়, চুরামালায় ধসের খবর তিনিই প্রথম জানান৷ নিথু জোজো ওয়ানাডের এক বেসরকারি হাসপাতালের মহিলা কর্মী ছিলেন৷ সেখানেই তিনি প্রথম ফোন করেন৷

বিপর্যয়ের বিবরণ শুনিয়ে বাসিন্দাদের উদ্ধারের জন্য সাহায্য চান৷ কল রেকর্ডে শোনা যায়, ‘‘চুরামালায় ধস হয়েছে৷ আমি এখানে স্কুলের পিছনে থাকি৷ আপনি আমাদের সাহায্যের জন্য কাউকে পাঠাতে পারেন?’’

আরও পড়ুন:‘‘জলপ্রপাতের কাছে ধস নামবে৷ সব ধ্বংস হয়ে যাবে৷’’ ম্যাগাজিনের গল্পই বাস্তব হয়ে ফিরল বিপর্যস্ত কেরলে

ফোন কলের মাধ্যমে  জানা যায়, নিথু জোজোর সঙ্গে আরও পাঁচ থেকে ছয় জনের পরিবারও আটকে গিয়েছিল৷ কিন্তু সম্ভবত তাঁরা তখন প্রকৃতির প্রকোপ থেকে রক্ষা পেয়েছিলেন৷

৩০ জুলাই, ভোর রাতে তাঁর ফোন থেকেই জরুরি পরিষেবাগুলোর কাছে সাহায্য়ের জন্য় প্রথম ফোন যায়৷ তিনি জানান কীভাবে ধসের ফলে গাড়ি গুলো ভেসে যাচ্ছে৷ আতঙ্কিত গলায় তিনি জানান, তাঁর বাড়িতেও জল ঢুকে গিয়েছে৷

কিন্তু দুঃখের বিষয় উদ্ধারকারীরা সেখানে পৌঁছানোর আগেই বিপর্যস্ত কেরলে প্রাণ হারান প্রথম বিপর্যয়ের খবর দেওয়া নিথু জোজো৷