Tag Archives: kerala rain

Kerala Landslides :‘‘এখানে বিপর্যয় ঘটে গিয়েছে’’ ভূমিধসের খবর দেন নিথু জোজো, বাঁচা হল না তাঁরও

ওয়ানাড: বিপর্যস্ত কেরলের মর্মান্তিক অবস্থায় সারা দেশ শিউড়ে উঠেছে৷ মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে গিয়েছে৷ সরকারি সুত্রে জানানো হয়েছে, আরও প্রায় তিনশো জন মানুষ নিঁখোজ৷

স্থানীয় পুলিশ, ভারতীয় সেনা সকলে মিলে উদ্ধার কার্যে সাহায্য করেছে৷ কিন্তু যিনি প্রথম এই দুর্ঘটনার কথা জানালেন, সেই নিথু জোজো ধসের করাল গ্রাসে তলিয়ে গেলেন৷

আরও পড়ুন: ঝড়-বৃষ্টির মধ্যে আটঘণ্টার দুঃসাহসিক অভিযান, কেরলে রক্ষা পেল চার শিশুর প্রাণ

জানা যায়, চুরামালায় ধসের খবর তিনিই প্রথম জানান৷ নিথু জোজো ওয়ানাডের এক বেসরকারি হাসপাতালের মহিলা কর্মী ছিলেন৷ সেখানেই তিনি প্রথম ফোন করেন৷

বিপর্যয়ের বিবরণ শুনিয়ে বাসিন্দাদের উদ্ধারের জন্য সাহায্য চান৷ কল রেকর্ডে শোনা যায়, ‘‘চুরামালায় ধস হয়েছে৷ আমি এখানে স্কুলের পিছনে থাকি৷ আপনি আমাদের সাহায্যের জন্য কাউকে পাঠাতে পারেন?’’

আরও পড়ুন:‘‘জলপ্রপাতের কাছে ধস নামবে৷ সব ধ্বংস হয়ে যাবে৷’’ ম্যাগাজিনের গল্পই বাস্তব হয়ে ফিরল বিপর্যস্ত কেরলে

ফোন কলের মাধ্যমে  জানা যায়, নিথু জোজোর সঙ্গে আরও পাঁচ থেকে ছয় জনের পরিবারও আটকে গিয়েছিল৷ কিন্তু সম্ভবত তাঁরা তখন প্রকৃতির প্রকোপ থেকে রক্ষা পেয়েছিলেন৷

৩০ জুলাই, ভোর রাতে তাঁর ফোন থেকেই জরুরি পরিষেবাগুলোর কাছে সাহায্য়ের জন্য় প্রথম ফোন যায়৷ তিনি জানান কীভাবে ধসের ফলে গাড়ি গুলো ভেসে যাচ্ছে৷ আতঙ্কিত গলায় তিনি জানান, তাঁর বাড়িতেও জল ঢুকে গিয়েছে৷

কিন্তু দুঃখের বিষয় উদ্ধারকারীরা সেখানে পৌঁছানোর আগেই বিপর্যস্ত কেরলে প্রাণ হারান প্রথম বিপর্যয়ের খবর দেওয়া নিথু জোজো৷

Kerala Landslides : কেরলের পাশে কর্ণাটকের সরকার, ক্ষতিগ্রস্তদের জন্য ১০০টি ঘর নির্মাণের ঘোষণা কর্ণাটকের মুখ্যমন্ত্রীর

কেরল: কেরলে ভূমিধসে বিপর্যস্ত ওয়ানাড৷ এই অন্ধকার সময়ে আশার আলো দেখাচ্ছে ভারতীয় সংহতি৷

শনিবার, কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাই ঘোষণা করেছেন, তাঁর সরকার ভূমিধস-বিধ্বস্ত ওয়ানাডের ক্ষতিগ্রস্তদের জন্য ১০০টি ঘর নির্মাণ করবেন৷

আরও পড়ুন: কেরলে ভাঙা সেতু নির্মাণ দু’দিনে, বিপর্যস্ত কেরলে আশা দেখাচ্ছেন ভারতীয় সেনা বাহিনীর নারী শক্তি

সিদ্দারাইমা তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘‘আমি পিনরাই বিজয়নকে সব রকম সাহায্যের জন্য প্রতিশ্রুতি দিয়েছি৷ কর্ণাটক সরকার ১০০ জন ক্ষতিগ্রস্তদের জন্য ঘর নির্মাণ করবে৷ আমরা সকলে একসঙ্গে পাশে থেকে এই বিপর্যয় থেকে ঘুরে দাঁড়াবো৷’’

আরও পড়ুন: ‘‘জলপ্রপাতের কাছে ধস নামবে৷ সব ধ্বংস হয়ে যাবে৷’’ ম্যাগাজিনের গল্পই বাস্তব হয়ে ফিরল বিপর্যস্ত কেরলে

ওয়ানাডের প্রাক্তন সাংসদ রাহুল গান্ধি কর্নাটকের পোস্ট শেয়ার করে কর্ণাটকের জনগণ ও সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন৷

প্রসঙ্গত রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধি কয়েকদিন আগেই ওয়ানাড়ের চুরমালার ভূমিধস আক্রান্ত এলাকা প্রদর্শন করেছিলেন৷

৩০ জুলাই, ওয়ানাডের মারাত্মক ভূমিধসে প্রায় ২১৫ জন মারা গিয়েছে৷ এখনও অবধি প্রায় ৩০০ জন নিখোঁজ বলে সন্দেহ করা হয়েছে৷ ভারতীয় সেনাবাহিনী নানাভাবে প্রতিকূল অবস্থায় এখনও উদ্ধারকার্য চালানো চেষ্টা করে যাচ্ছে৷

Kerala Landslides: ঝড়-বৃষ্টির মধ্যে আটঘণ্টার দুঃসাহসিক অভিযান, কেরলে রক্ষা পেল চার শিশুর প্রাণ

কেরল: কেরলে ভূমিধসের পর জোরকদমে চলছে উদ্ধারকার্য৷ ধ্বংসস্তূপ সরাতেই একের পর এক মৃত্যুর খবর আসছে৷ এবার কেরলের বনকর্তাদের এক দুঃসাহসিক অভিযানের কথা সামনে এল৷

এই অভিযানের ফলে তাঁরা পাহাড়ের উপর আটকে থাকা বেশ কয়েকজন উপজাতি সম্প্রদায়ের মানুষকে উদ্ধার করতে সক্ষম হয়েছে৷

আরও পড়ুন: সাপের মারাত্মক ছোবল এল শরীরে, মারা গেল কোবরাটিই! মানুষটির তাহলে কী হল?

গত ৩০ জুলাই, কেরলে যে ভূমিধস হয়েছিল তাতে, ওয়ানাডের পাহাড়ি অঞ্চলে বেশ কয়েকজন উপজাতি সম্প্রদায়ের মানুষ আটকে পড়েছিলেন৷

তাঁদের উদ্ধার করতে কালপেট্টা রেঞ্জের বন কর্মকর্তা কে হাশিসের নেতৃত্বে চার সদস্যের একটি দল প্রবল ঝড় বৃষ্টি মাথায় নিয়ে পাহাড়ি অঞ্চলে অভিযান চালায়৷ আটঘণ্টার এই দুঃসাহসিক অভিযানের পর চারবছর বয়সা তার শিশু ও তাঁদের মা-বাবাকে উদ্ধার করতে সক্ষম হয়৷

আরও পড়ুন: ‘‘জলপ্রপাতের কাছে ধস নামবে৷ সব ধ্বংস হয়ে যাবে৷’’ ম্যাগাজিনের গল্পই বাস্তব হয়ে ফিরল বিপর্যস্ত কেরলে

তাঁরা প্রত্যেকেই পাথুরে ভূখণ্ডে এক গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন৷ এই পরিবারটিকে উদ্ধার করায় কেরলের মূখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এর ঢালাও প্রশংসা করেন৷

এই নিয়ে তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘‘ভূমিধস-বিধ্বস্ত ওয়ানাডে আমাদের সাহসী বনকর্তারা অক্লান্ত আটঘণ্টার সাহসী অপারেশনের পর এক প্রত্যন্ত উপজাতি বসতি থেকে ছয়টা মূল্যবান প্রাণ রক্ষা করতে সক্ষম হয়েছে৷ তাঁদের সাহসী পদক্ষেপ প্রমাণ করে বিপর্যয়ের কালো রাতেও আশার আলো রয়েছে৷’’

কে হাশিস জানিয়েছেন, ‘‘বাচ্চারা খুবই ক্লান্ত হয়ে পড়েছিল৷ আমাদের সঙ্গে যা থিল তাই শিশুগুলোকে দিলাম৷ আমাদের কাঁধের সঙ্গে বেঁধে ওদের নামাতে সক্ষম হয়েছি৷’’

Kerala Landslides : ‘‘জলপ্রপাতের কাছে ধস নামবে৷ সব ধ্বংস হয়ে যাবে৷’’ ম্যাগাজিনের গল্পই বাস্তব হয়ে ফিরল বিপর্যস্ত কেরলে

কেরল: ‘‘কেরলে যদি বৃষ্টি হয়, তাহলে জলপ্রপাতের কাছে ধস নামবে৷ সব ধ্বংস হয়ে যাবে৷ মানুষের জীবনও শেষ হয়ে যাবে৷’’ না এটা কোনও ভবিষ্যত নয়৷ ক্লাস ফোরের একরত্তি লেখা এক বছরের এক গল্পের বয়ান৷

চূড়ামালার চতুর্থ শ্রেণির ছাত্রী তার স্কুল ম্যগাজিন ‘ভেল্লারাম কাল্লুকাল’এ ‘অগ্রহথিন্তে দুরানুভম’ নামে এক গল্প লেখে৷ সেখানে সে কেরলে ঘটে যাওয়া এক কাল্পনিক ঘটনার কথা গল্পে লেখেন৷ কিন্তু এই কাল্পনিক গল্পের বয়ানই অদ্ভুতভাবে মিলে গেল এক বছরের মধ্যে৷

আরও পড়ুন: কেরলে ভাঙা সেতু নির্মাণ দু’দিনে, বিপর্যস্ত কেরলে আশা দেখাচ্ছেন ভারতীয় সেনা বাহিনীর নারী শক্তি

গল্পে বাচ্চা মেয়েটি লেখে, মেয়েটি গল্পে জলপ্রপাতে ডুবে মারা যায়৷ গল্পটিতে মূখ্য চরিত্রের মেয়েটি জলপ্রপাতে ডুবে মারা যায়৷ কিন্তু আসন্ন বিপদ সম্পর্কে দুই বন্ধুকে সতর্ক করতে পাখি হয়ে ফিরে আসে৷

আরও পড়ুন: ওয়ানাড বিপর্যয় থেকে শিক্ষা, পশ্চিমঘাটের ৫৭ হাজার বর্গকিমি এলাকাকে ‘পরিবেশগত সংবেদনশীল’ হিসাবে ঘোষণার প্রস্তাব কেন্দ্রের

গল্পে উল্লিখিত দু’ই বন্ধু তাদের মা-বাবাকে না বলে জলপ্রপাত দেখতে যায়৷ কিন্তু ডুবে যাওয়া মেয়েটি তাদের সতর্ক করে বলতে থাকে, ‘‘বিপদ আসছে, এখান থেকে চলে যাও৷’’

এক বছরের মধ্যেই গল্পে লেখা বিপর্যয় বাস্তবে ফিরে এল৷ কিন্তু দুর্ভাগ্যের বিষয়, কোনও পাখি বা কেউ সেখানকার বাসিন্দাদের সাবধান করেননি৷ ভূমিধসে মারা গিয়েছে সেই একরত্তির বাবাও৷

ধসে চাপা পড়ে গিয়েছে বাচ্চাটির স্কুলও৷ গল্পের কালো কালি দিয়ে লেখাগুলো এমন ভয়ঙ্কর বাস্তব হয়ে ফিরবে, তা বোধহয় দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেনি চতুর্থ শ্রেণির বাচ্চাটি৷

Kerala Landslides : কেরলে ভাঙা সেতু নির্মাণ দু’দিনে, বিপর্যস্ত কেরলে আশা দেখাচ্ছেন ভারতীয় সেনা বাহিনীর নারী শক্তি

কেরল: ভূমিধসের কারণে কেরলে মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে৷ উদ্ধার কার্য যত এগোচ্ছে ততই বিপর্যয়ের মাত্রা দেখে শিউরে উঠছে সমগ্র দেশ৷ তারই মধ্যে অবিরাম বৃষ্টির ফলে উদ্ধারকার্যতেও সমস্যা হচ্ছিল৷

প্রাকৃতিক বিপর্যয়ের ফলে ওয়ানাড় জেলায় মুন্ডক্কাই এবং চুরামালার সংযোগস্থল বেইলি ব্রিজ ভেঙে পড়েছিল৷ যার ফলে উদ্ধারকার্যতে আরও বেশি সময় লাগছিল৷ সেখানেই বিপর্যস্ত ভূমিতে আশার রুপোলি রেখা হয়ে দেখা দিল মেজর সীতা অশোক শেলক৷

আরও পড়ুন: বিপর্যয়ের মধ্যেই কেরলে আগামী দু’দিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, বৃষ্টির আশঙ্কা রয়েছে দেশের অন্যান্য প্রান্তেও

মেজর সীতা অশোক শেলকের নেতৃত্বে মাদ্রাজ স্যাপারস এই বেইলি সেতু নির্মাণে হাত লাগায়৷ বেঙ্গালুরুতে ভারতীয় সেনাবাহিনীর মাদ্রাজ ইঞ্জিনিয়ার গ্রুপ মাদ্রাজ স্যাপারস নামে পরিচিত৷

আরও পড়ুন: যুদ্ধবিমান মোতায়েন আমেরিকার, ইজরায়েলে হামলা চালাবে ইরান? ভারতীয়দের জন্য জারি সতর্কবার্তা

সীতার নেতৃত্বে বুধবার, রাত সাড়ে নটা নাগাদ সেতুর নির্মাণকাজ শুরু হয়৷ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার মধ্যেই এই সেতু নির্মাণ সম্পন্ন হয়৷


দ্রুততার সঙ্গে এই কাজ করার ফলে উদ্ধারকার্য বেশ কিছুটা সহজ হয়েছে৷ এই প্রসঙ্গে প্রতিরক্ষা দফতরের টুইটার হ্যান্ডেল থেকে এই দ্রুত কাজের প্রশংসা করে লেখা হয়েছে, ‘‘ ল্যান্ডস্লাইড থেকে লাইফলাইন৷ যখন প্রকৃতি সেতুকে ভেঙে দেয়, তখন ভারতীয় সেনারা আরও দ্রুততার সঙ্গে মজবুত সেতু নির্মাণ করে দেয়৷’’

Kerala Weather:বিপর্যয়ের মধ্যেই কেরলে আগামী দু’দিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, বৃষ্টির আশঙ্কা রয়েছে দেশের অন্যান্য প্রান্তেও

কেরল: কেরলে বিপর্যয়ের মধ্যেই আবহাওয়া দফতরের তরফ থেকে যা খবর পাওয়া যাচ্ছে, তা মোটেও সুখকর নয়৷ আই এম ডির তরফ থেকে জানা যাচ্ছে, আগামী ৩০ ও ৩১ জুলাই আরও বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে৷

মঙ্গলবার ভোররাতে, অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে ওয়ানাড়ে ধস নেমে ভয়ঙ্কর বিপর্যয় ঘটেছে৷ এরই মধ্যে আগামী দুদিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া রয়েছে৷

আরও পড়ুন: কেরলের ধ্বসে মৃত্যুর সংখ্যা আরও বাড়ল, প্রকাশ্যে এল সেই ভয়ঙ্কর ভিডিও

অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে উদ্ধারকার্যেও বিলম্ব হওয়ার আশঙ্কা রয়েছে৷ ইতিমধ্যে কেরলের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে৷ কাসারগোড, কান্নুর, কোট্টায়াম পজেলায় সমস্ত স্কুল, কলেজে ছুটি দিয়ে দেওয়া হয়েছে৷

আই এমডির তরফে সর্বশেষে পূর্বাভাসে জানা যাচ্ছে শুধুমাত্র কেরল নয় তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, মাহেতেও ৩০ জুলাই ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে৷

আরও পড়ুন:কেরলের ধ্বসে নিহতদের পরিবারপিছু ২ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা, উদ্ধারকার্যে ভারতীয় সেনা৷

উপকূলবর্তী অঞ্চল ও কর্ণাটকেও আগামী ১লা অগাস্ট পর্যন্ত টানা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে৷ আইএমডির পূর্বাভাস অনুযায়ী আগামী ১লা অগাস্টের আগে কেরলেও আবহাওয়া উন্নতি হওয়ার খুব একটা আশা নেই৷

এরই মধ্য মহারাষ্ট্রেও আগামী মাসে ১ থেকে ৩ অগাস্টের মধ্যে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে৷ কোঙ্কন, গোয়া, গুজরাতেও আগামী কয়েকদিনে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে৷

Kerala Landslides: কেরলের ধ্বসে নিহতদের পরিবারপিছু ২ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা, উদ্ধারকার্যে ভারতীয় সেনা৷

কেরল: মঙ্গলবার, ভোর রাতে কেরলের ওয়ানাড় জেলার মেপ্পাদির কাছে বেশ কয়েকটা পাহাড়ি এলাকায় ব্যাপক ভূমিধস হয়েছে৷ এই ঘটনায় এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯৷ প্রায় শতাধিক লোকের আটকে পড়ার আশঙ্কা করা হয়েছে৷

ফায়ার অ্যন্ড রেসকিউ, সিভিল ডিভেন্স, এনডি আর এফ এবং স্থানীয় স্বেচ্ছাসেবী দল মিলিয়ে প্রায় ২৫০ জন কর্মী ক্ষতিগ্রস্ত অঞ্চলে কাজ করছেন৷ ঘটনায় রাহুল গান্ধি টুইট করে শোক প্রকাশ করেছেন৷ কেরলের মূখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে বলে জানিয়েছেন৷

আরও পড়ুন: কেরলের ওয়েনাড়ে ব্যাপক ধ্বস, মৃত কমপক্ষে ৫, আটকে শতাধিক

প্রধানমন্ত্রীর সঙ্গে কেরলের মূখ্যমন্ত্রী বিজয়নের কথা হয়েছে৷ প্রধানমন্ত্রী প্রতিটি মৃতের নিকটাত্মীয়দের জন্য PMNRF থেকে ২লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন৷ প্রধানমন্ত্রী কার্যালয় থেকে জানানো হয়েছে আহতদের জন্য ৫০,০০০ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে৷

আরও পড়ুন: ছোটবেলা থেকেই চোখে ছিল ইউপিএসসির স্বপ্ন, দিল্লির রাজেন্দ্রনগরের ঘটনায় সলিল সমাধি স্বপ্নের, হাহাকার তানিয়ার পিতার

কেরলের স্বাস্থ্য বিভাগ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে৷ জরুরি সহায়তার জন্য দুটো ফোন নম্বর জারি করা হয়েছে- ৯৬৫৬৯৩৮৬৮৯, ৮০৮৬০১০৮৩৩৷

সূত্রের খবর পরবর্তী উদ্ধারকার্যের জন্য ভারতীয় বিমান বাহিনীর সাহায্য নেওয়া হবে৷ শীঘ্রই সুলুর থেকে বিমান বাহিনীর হেলিকপ্টার ওয়ানাড়ের উদ্দেশ্যে রওনা হবে৷

Landslides Hit Kerala’s Wayanad: কেরলের ওয়ানাড়ে ব্যাপক ধ্বস, মৃত কমপক্ষে ১৯, আটকে শতাধিক

কেরল: মঙ্গলবার, ভোর রাতে কেরলের ওয়ানাড় জেলার মেপ্পাদির কাছে বেশ কয়েকটা পাহাড়ি এলাকায় ব্যাপক ভূমিধস হয়েছে৷ এই ঘটনায় এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী, অন্তত পাঁচজনের মৃত্যু ঘটেছে৷ প্রায় শতাধিক লোক আটকে পড়ার আশঙ্কা করা হয়েছে৷

অত্যাধিক বৃষ্টিপাতের কারণে রাত ২টো থেকে ৪টে অবধি এই ধস নামে৷ প্রাথমিকভাবে মু্ন্ডকাই ও চুরালমালা অঞ্চল ধসের কারণে ব্যপক ক্ষতিগ্রস্ত হয়েছে৷ ফলে আপদকালীন টিমকে ক্ষতিগ্রস্ত অঞ্চলে পৌঁছতে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে৷

আরও পড়ুন: ছোটবেলা থেকেই চোখে ছিল ইউপিএসসির স্বপ্ন, দিল্লির রাজেন্দ্রনগরের ঘটনায় সলিল সমাধি স্বপ্নের, হাহাকার তানিয়ার পিতার

কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জের পক্ষ থেকে জানানো হয়েছে, পাঁচজনের মধ্যে চারজনের মৃতদেহ মেপ্পাদির সিএইচএসিতে নিয়ে যাওয়া হয়েছে৷ ৫০ জনেরও বেশি আহত ব্যক্তিকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

তিনি বলেছেন, ‘‘আমরা এখনও অবধি পাঁচটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ এখনও অনেকের আটকে থাকার আশঙ্কা রয়েছে৷ উদ্ধার অভিযান চলছে। আমরা চেষ্টা করছি সকলকে নিরাপদে উদ্ধার করে নিয়ে আসার।’’

আরও পড়ুন: সরকারি উদাসীনতাতেই মৃত্যু দাবী বিজেপির, রাজেন্দ্রনগরের ইউপিএসসি পড়ুয়ার মৃত্যু নিয়ে শুরু রাজনৈতিক তরজা

ধসে রাস্তা অবরুদ্ধ হয়ে যাওয়ার কারণে উদ্ধারকর্মীরা এখনও মুন্ডাকাই যেতে পারছে না৷ কেরলের স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির তরফ থেকে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় এনডিআরএফের দল মোতায়েন করা রয়েছে৷ আরও একদল এনডিআরএফের টিম ক্ষতিগ্রস্থ এলাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন৷