Tag Archives: Kerala Flood

Kerala Landslides :‘‘এখানে বিপর্যয় ঘটে গিয়েছে’’ ভূমিধসের খবর দেন নিথু জোজো, বাঁচা হল না তাঁরও

ওয়ানাড: বিপর্যস্ত কেরলের মর্মান্তিক অবস্থায় সারা দেশ শিউড়ে উঠেছে৷ মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে গিয়েছে৷ সরকারি সুত্রে জানানো হয়েছে, আরও প্রায় তিনশো জন মানুষ নিঁখোজ৷

স্থানীয় পুলিশ, ভারতীয় সেনা সকলে মিলে উদ্ধার কার্যে সাহায্য করেছে৷ কিন্তু যিনি প্রথম এই দুর্ঘটনার কথা জানালেন, সেই নিথু জোজো ধসের করাল গ্রাসে তলিয়ে গেলেন৷

আরও পড়ুন: ঝড়-বৃষ্টির মধ্যে আটঘণ্টার দুঃসাহসিক অভিযান, কেরলে রক্ষা পেল চার শিশুর প্রাণ

জানা যায়, চুরামালায় ধসের খবর তিনিই প্রথম জানান৷ নিথু জোজো ওয়ানাডের এক বেসরকারি হাসপাতালের মহিলা কর্মী ছিলেন৷ সেখানেই তিনি প্রথম ফোন করেন৷

বিপর্যয়ের বিবরণ শুনিয়ে বাসিন্দাদের উদ্ধারের জন্য সাহায্য চান৷ কল রেকর্ডে শোনা যায়, ‘‘চুরামালায় ধস হয়েছে৷ আমি এখানে স্কুলের পিছনে থাকি৷ আপনি আমাদের সাহায্যের জন্য কাউকে পাঠাতে পারেন?’’

আরও পড়ুন:‘‘জলপ্রপাতের কাছে ধস নামবে৷ সব ধ্বংস হয়ে যাবে৷’’ ম্যাগাজিনের গল্পই বাস্তব হয়ে ফিরল বিপর্যস্ত কেরলে

ফোন কলের মাধ্যমে  জানা যায়, নিথু জোজোর সঙ্গে আরও পাঁচ থেকে ছয় জনের পরিবারও আটকে গিয়েছিল৷ কিন্তু সম্ভবত তাঁরা তখন প্রকৃতির প্রকোপ থেকে রক্ষা পেয়েছিলেন৷

৩০ জুলাই, ভোর রাতে তাঁর ফোন থেকেই জরুরি পরিষেবাগুলোর কাছে সাহায্য়ের জন্য় প্রথম ফোন যায়৷ তিনি জানান কীভাবে ধসের ফলে গাড়ি গুলো ভেসে যাচ্ছে৷ আতঙ্কিত গলায় তিনি জানান, তাঁর বাড়িতেও জল ঢুকে গিয়েছে৷

কিন্তু দুঃখের বিষয় উদ্ধারকারীরা সেখানে পৌঁছানোর আগেই বিপর্যস্ত কেরলে প্রাণ হারান প্রথম বিপর্যয়ের খবর দেওয়া নিথু জোজো৷

Kerala Landslides : কেরলের পাশে কর্ণাটকের সরকার, ক্ষতিগ্রস্তদের জন্য ১০০টি ঘর নির্মাণের ঘোষণা কর্ণাটকের মুখ্যমন্ত্রীর

কেরল: কেরলে ভূমিধসে বিপর্যস্ত ওয়ানাড৷ এই অন্ধকার সময়ে আশার আলো দেখাচ্ছে ভারতীয় সংহতি৷

শনিবার, কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাই ঘোষণা করেছেন, তাঁর সরকার ভূমিধস-বিধ্বস্ত ওয়ানাডের ক্ষতিগ্রস্তদের জন্য ১০০টি ঘর নির্মাণ করবেন৷

আরও পড়ুন: কেরলে ভাঙা সেতু নির্মাণ দু’দিনে, বিপর্যস্ত কেরলে আশা দেখাচ্ছেন ভারতীয় সেনা বাহিনীর নারী শক্তি

সিদ্দারাইমা তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘‘আমি পিনরাই বিজয়নকে সব রকম সাহায্যের জন্য প্রতিশ্রুতি দিয়েছি৷ কর্ণাটক সরকার ১০০ জন ক্ষতিগ্রস্তদের জন্য ঘর নির্মাণ করবে৷ আমরা সকলে একসঙ্গে পাশে থেকে এই বিপর্যয় থেকে ঘুরে দাঁড়াবো৷’’

আরও পড়ুন: ‘‘জলপ্রপাতের কাছে ধস নামবে৷ সব ধ্বংস হয়ে যাবে৷’’ ম্যাগাজিনের গল্পই বাস্তব হয়ে ফিরল বিপর্যস্ত কেরলে

ওয়ানাডের প্রাক্তন সাংসদ রাহুল গান্ধি কর্নাটকের পোস্ট শেয়ার করে কর্ণাটকের জনগণ ও সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন৷

প্রসঙ্গত রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধি কয়েকদিন আগেই ওয়ানাড়ের চুরমালার ভূমিধস আক্রান্ত এলাকা প্রদর্শন করেছিলেন৷

৩০ জুলাই, ওয়ানাডের মারাত্মক ভূমিধসে প্রায় ২১৫ জন মারা গিয়েছে৷ এখনও অবধি প্রায় ৩০০ জন নিখোঁজ বলে সন্দেহ করা হয়েছে৷ ভারতীয় সেনাবাহিনী নানাভাবে প্রতিকূল অবস্থায় এখনও উদ্ধারকার্য চালানো চেষ্টা করে যাচ্ছে৷

Kerala Landslides: ঝড়-বৃষ্টির মধ্যে আটঘণ্টার দুঃসাহসিক অভিযান, কেরলে রক্ষা পেল চার শিশুর প্রাণ

কেরল: কেরলে ভূমিধসের পর জোরকদমে চলছে উদ্ধারকার্য৷ ধ্বংসস্তূপ সরাতেই একের পর এক মৃত্যুর খবর আসছে৷ এবার কেরলের বনকর্তাদের এক দুঃসাহসিক অভিযানের কথা সামনে এল৷

এই অভিযানের ফলে তাঁরা পাহাড়ের উপর আটকে থাকা বেশ কয়েকজন উপজাতি সম্প্রদায়ের মানুষকে উদ্ধার করতে সক্ষম হয়েছে৷

আরও পড়ুন: সাপের মারাত্মক ছোবল এল শরীরে, মারা গেল কোবরাটিই! মানুষটির তাহলে কী হল?

গত ৩০ জুলাই, কেরলে যে ভূমিধস হয়েছিল তাতে, ওয়ানাডের পাহাড়ি অঞ্চলে বেশ কয়েকজন উপজাতি সম্প্রদায়ের মানুষ আটকে পড়েছিলেন৷

তাঁদের উদ্ধার করতে কালপেট্টা রেঞ্জের বন কর্মকর্তা কে হাশিসের নেতৃত্বে চার সদস্যের একটি দল প্রবল ঝড় বৃষ্টি মাথায় নিয়ে পাহাড়ি অঞ্চলে অভিযান চালায়৷ আটঘণ্টার এই দুঃসাহসিক অভিযানের পর চারবছর বয়সা তার শিশু ও তাঁদের মা-বাবাকে উদ্ধার করতে সক্ষম হয়৷

আরও পড়ুন: ‘‘জলপ্রপাতের কাছে ধস নামবে৷ সব ধ্বংস হয়ে যাবে৷’’ ম্যাগাজিনের গল্পই বাস্তব হয়ে ফিরল বিপর্যস্ত কেরলে

তাঁরা প্রত্যেকেই পাথুরে ভূখণ্ডে এক গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন৷ এই পরিবারটিকে উদ্ধার করায় কেরলের মূখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এর ঢালাও প্রশংসা করেন৷

এই নিয়ে তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘‘ভূমিধস-বিধ্বস্ত ওয়ানাডে আমাদের সাহসী বনকর্তারা অক্লান্ত আটঘণ্টার সাহসী অপারেশনের পর এক প্রত্যন্ত উপজাতি বসতি থেকে ছয়টা মূল্যবান প্রাণ রক্ষা করতে সক্ষম হয়েছে৷ তাঁদের সাহসী পদক্ষেপ প্রমাণ করে বিপর্যয়ের কালো রাতেও আশার আলো রয়েছে৷’’

কে হাশিস জানিয়েছেন, ‘‘বাচ্চারা খুবই ক্লান্ত হয়ে পড়েছিল৷ আমাদের সঙ্গে যা থিল তাই শিশুগুলোকে দিলাম৷ আমাদের কাঁধের সঙ্গে বেঁধে ওদের নামাতে সক্ষম হয়েছি৷’’

Kerala Landslide: কেরলের ধসে মৃতের সংখ্যা বেড়ে ৯৮! চাপা পড়ে আছেন আরও কত, দেখুন ধ্বংসস্তূপের ছবি

ধস নেমে বিপর্যস্ত কেরলের ওয়ানাড। বৃষ্টিপাতের কারণে রাত ২টো থেকে ৪টে অবধি ধস নামে৷ প্রাথমিকভাবে মু্ন্ডকাই ও চুরালমালা অঞ্চল ধসের কারণে ব্যপক ক্ষতিগ্রস্ত হয়েছে৷
ধস নেমে বিপর্যস্ত কেরলের ওয়ানাড। বৃষ্টিপাতের কারণে রাত ২টো থেকে ৪টে অবধি ধস নামে৷ প্রাথমিকভাবে মু্ন্ডকাই ও চুরালমালা অঞ্চল ধসের কারণে ব্যপক ক্ষতিগ্রস্ত হয়েছে৷
মৃতের সংখ্যা বেড়ে হল ৯৮৷ প্রাকৃতিক এই বিপর্যয়ে আহতের সংখ্যা শতাধিক৷ এখনও বহু মানুষ কাদা মাটির নীচে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে৷
মৃতের সংখ্যা বেড়ে হল ৯৮৷ প্রাকৃতিক এই বিপর্যয়ে আহতের সংখ্যা শতাধিক৷ এখনও বহু মানুষ কাদা মাটির নীচে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে৷
ওয়ানাডের মেপাড্ডিতে এ দিন ভোর রাতে এই ধস নামে৷ ঘুমের মধ্যেই ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে মৃত্যু হয় অধিকাংশ মানুষের৷ মৃতদের মধ্যে অনেক শিশু এবং মহি্লাও রয়েছে৷
ওয়ানাডের মেপাড্ডিতে এ দিন ভোর রাতে এই ধস নামে৷ ঘুমের মধ্যেই ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে মৃত্যু হয় অধিকাংশ মানুষের৷ মৃতদের মধ্যে অনেক শিশু এবং মহি্লাও রয়েছে৷
উদ্ধারকাজে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)৷ এ ছাড়াও উদ্ধারকাজে সাহায্য করছে সেনাবাহিনী৷ উদ্ধারকাজে নামানো হয়েছে সেনা কপ্টারও৷
উদ্ধারকাজে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)৷ এ ছাড়াও উদ্ধারকাজে সাহায্য করছে সেনাবাহিনী৷ উদ্ধারকাজে নামানো হয়েছে সেনা কপ্টারও৷
মাটির নীচে মানুষ চাপা পড়ে আছে কি না তা খুঁজে বের করতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরকে ওয়ানাডে নিয়ে যাওয়া হচ্ছে৷
মাটির নীচে মানুষ চাপা পড়ে আছে কি না তা খুঁজে বের করতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরকে ওয়ানাডে নিয়ে যাওয়া হচ্ছে৷
ফায়ার অ্যন্ড রেসকিউ, সিভিল ডিভেন্স, এনডি আর এফ এবং স্থানীয় স্বেচ্ছাসেবী দল মিলিয়ে প্রায় ২৫০ জন কর্মী ক্ষতিগ্রস্ত অঞ্চলে কাজ করছেন৷ উদ্ধারকার্যে ড্রোনের ব্যবহার করা হচ্ছে৷
ফায়ার অ্যন্ড রেসকিউ, সিভিল ডিভেন্স, এনডি আর এফ এবং স্থানীয় স্বেচ্ছাসেবী দল মিলিয়ে প্রায় ২৫০ জন কর্মী ক্ষতিগ্রস্ত অঞ্চলে কাজ করছেন৷ উদ্ধারকার্যে ড্রোনের ব্যবহার করা হচ্ছে৷
প্রতিরক্ষা দপ্তর থেকে জানানো হয়েছে ১২২ মাদ্রাস ব্যাটেলিয়ান থেকে সেকেন্ড ইন কমান্ডের নেতৃত্বে ৪৩ জনের দল উদ্ধার কার্যে সাহায্যের জন্য কেরল পৌঁছে গিয়েছে৷
প্রতিরক্ষা দপ্তর থেকে জানানো হয়েছে ১২২ মাদ্রাস ব্যাটেলিয়ান থেকে সেকেন্ড ইন কমান্ডের নেতৃত্বে ৪৩ জনের দল উদ্ধার কার্যে সাহায্যের জন্য কেরল পৌঁছে গিয়েছে৷
মুন্ডাকাইতে ব্রিজ ভেল্লামালার এক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে৷ মল্লমপুরের চালিয়া নদীথেকে ভূমিধ্বসে আটকে পড়া মাানুষের মধ্যে অন্তত ১১ জনের মৃতদেহ উদ্ধার করা গিয়েছে৷ তার মধ্যে তিন শিশুর মৃতদেহও রয়েছে৷
মুন্ডাকাইতে ব্রিজ ভেল্লামালার এক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে৷ মল্লমপুরের চালিয়া নদীথেকে ভূমিধ্বসে আটকে পড়া মাানুষের মধ্যে অন্তত ১১ জনের মৃতদেহ উদ্ধার করা গিয়েছে৷ তার মধ্যে তিন শিশুর মৃতদেহও রয়েছে৷
প্রধানমন্ত্রীর সঙ্গে কেরলের মূখ্যমন্ত্রী বিজয়নের কথা হয়েছে৷ প্রধানমন্ত্রী প্রতিটি মৃতের নিকটাত্মীয়দের জন্য PMNRF থেকে ২লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন৷ প্রধানমন্ত্রী কার্যালয় থেকে জানানো হয়েছে আহতদের জন্য ৫০,০০০ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে৷
প্রধানমন্ত্রীর সঙ্গে কেরলের মূখ্যমন্ত্রী বিজয়নের কথা হয়েছে৷ প্রধানমন্ত্রী প্রতিটি মৃতের নিকটাত্মীয়দের জন্য PMNRF থেকে ২লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন৷ প্রধানমন্ত্রী কার্যালয় থেকে জানানো হয়েছে আহতদের জন্য ৫০,০০০ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে৷
কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ কেরল সরকারকে উদ্ধারকাজে সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি৷
কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ কেরল সরকারকে উদ্ধারকাজে সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি৷
আগামিকালই ওয়ানাড যাচ্ছেন রাহুল গান্ধি এবং প্রিয়াঙ্কা গান্ধি৷ কেরলের মুখ্যমন্ত্রী এবং ওয়ানাডের জেলাশাসকের সঙ্গেও কথা বলেছেন রাহুল গান্ধি৷ মৃতদের পরিবার এবং আহতদের চিকিৎসায় আর্থিক সাহায্যের ঘোষণা করেছে প্রধানমন্ত্রীর দফতর৷
আগামিকালই ওয়ানাড যাচ্ছেন রাহুল গান্ধি এবং প্রিয়াঙ্কা গান্ধি৷ কেরলের মুখ্যমন্ত্রী এবং ওয়ানাডের জেলাশাসকের সঙ্গেও কথা বলেছেন রাহুল গান্ধি৷ মৃতদের পরিবার এবং আহতদের চিকিৎসায় আর্থিক সাহায্যের ঘোষণা করেছে প্রধানমন্ত্রীর দফতর৷
কেরলে অবিরাম বৃষ্টিপাতের কারণে রাজ্যের বেশ কিছু অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে৷ কাসারগোড, কান্নুর, কোট্টায়াম পজেলায় সমস্ত স্কুল, কলেজে ছুটি দিয়ে দেওয়া হয়েছে৷ সাম্প্রতিক রাডারের চিত্র অনুযায়ী, এখনও কেরলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আছে৷ এর সঙ্গে প্রতি ঘণ্টায় প্রায় ৫০ কিমি বেগে হাওয়া বওয়ার পূর্বাভাস রয়েছে৷
কেরলে অবিরাম বৃষ্টিপাতের কারণে রাজ্যের বেশ কিছু অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে৷ কাসারগোড, কান্নুর, কোট্টায়াম পজেলায় সমস্ত স্কুল, কলেজে ছুটি দিয়ে দেওয়া হয়েছে৷ সাম্প্রতিক রাডারের চিত্র অনুযায়ী, এখনও কেরলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আছে৷ এর সঙ্গে প্রতি ঘণ্টায় প্রায় ৫০ কিমি বেগে হাওয়া বওয়ার পূর্বাভাস রয়েছে৷

Kerala Weather:বিপর্যয়ের মধ্যেই কেরলে আগামী দু’দিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, বৃষ্টির আশঙ্কা রয়েছে দেশের অন্যান্য প্রান্তেও

কেরল: কেরলে বিপর্যয়ের মধ্যেই আবহাওয়া দফতরের তরফ থেকে যা খবর পাওয়া যাচ্ছে, তা মোটেও সুখকর নয়৷ আই এম ডির তরফ থেকে জানা যাচ্ছে, আগামী ৩০ ও ৩১ জুলাই আরও বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে৷

মঙ্গলবার ভোররাতে, অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে ওয়ানাড়ে ধস নেমে ভয়ঙ্কর বিপর্যয় ঘটেছে৷ এরই মধ্যে আগামী দুদিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া রয়েছে৷

আরও পড়ুন: কেরলের ধ্বসে মৃত্যুর সংখ্যা আরও বাড়ল, প্রকাশ্যে এল সেই ভয়ঙ্কর ভিডিও

অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে উদ্ধারকার্যেও বিলম্ব হওয়ার আশঙ্কা রয়েছে৷ ইতিমধ্যে কেরলের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে৷ কাসারগোড, কান্নুর, কোট্টায়াম পজেলায় সমস্ত স্কুল, কলেজে ছুটি দিয়ে দেওয়া হয়েছে৷

আই এমডির তরফে সর্বশেষে পূর্বাভাসে জানা যাচ্ছে শুধুমাত্র কেরল নয় তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, মাহেতেও ৩০ জুলাই ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে৷

আরও পড়ুন:কেরলের ধ্বসে নিহতদের পরিবারপিছু ২ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা, উদ্ধারকার্যে ভারতীয় সেনা৷

উপকূলবর্তী অঞ্চল ও কর্ণাটকেও আগামী ১লা অগাস্ট পর্যন্ত টানা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে৷ আইএমডির পূর্বাভাস অনুযায়ী আগামী ১লা অগাস্টের আগে কেরলেও আবহাওয়া উন্নতি হওয়ার খুব একটা আশা নেই৷

এরই মধ্য মহারাষ্ট্রেও আগামী মাসে ১ থেকে ৩ অগাস্টের মধ্যে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে৷ কোঙ্কন, গোয়া, গুজরাতেও আগামী কয়েকদিনে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে৷

Kerala Landslides : কেরলের ধসে মৃত্যুর সংখ্যা আরও বাড়ল, প্রকাশ্যে এল সেই ভয়ঙ্কর ভিডিও

কেরল: অত্যাধিক বৃষ্টিপাতের কারণে রাত ২টো থেকে ৪টে অবধি এই ধস নামে৷ প্রাথমিকভাবে মু্ন্ডকাই ও চুরালমালা অঞ্চল ধসের কারণে ব্যপক ক্ষতিগ্রস্ত হয়েছে৷ সাম্প্রতিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা আরও বেড়ে দাঁড়াল ৫৪ জন৷

ফায়ার অ্যন্ড রেসকিউ, সিভিল ডিভেন্স, এনডি আর এফ এবং স্থানীয় স্বেচ্ছাসেবী দল মিলিয়ে প্রায় ২৫০ জন কর্মী ক্ষতিগ্রস্ত অঞ্চলে কাজ করছেন৷ উদ্ধারকার্যে ড্রোনের ব্যবহার করা হচ্ছে৷


আরও পড়ুন: কেরলের ভূমিধ্বসে মৃত বেড়ে ৪৫, আহতের সংখ্যা ৭০ এরও বেশি, উদ্ধার কার্যে ড্রোনের ব্যবহার

প্রতিরক্ষা দপ্তর থেকে জানানো হয়েছে ১২২ মাদ্রাস ব্যাটেলিয়ান  থেকে সেকেন্ড ইন কমান্ডের নেতৃত্বে ৪৩ জনের দল উদ্ধার কার্যে সাহায্যের জন্য কেরল পৌঁছে গিয়েছে৷

আরও পড়ুন: কেরলের ধ্বসে নিহতদের পরিবারপিছু ২ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা, উদ্ধারকার্যে ভারতীয় সেনা৷

খবর পাওয়া যাচ্ছে মুন্ডাকাইতে ব্রিজ ভেল্লামালার এক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে৷ মল্লমপুরের চালিয়া নদীথেকে ভূমিধ্বসে আটকে পড়া মাানুষের মধ্যে অন্তত ১১ জনের মৃতদেহ উদ্ধার করা গিয়েছে৷ তার মধ্যে তিন শিশুর মৃতদেহও রয়েছে৷

কেরলে অবিরাম বৃষ্টিপাতের কারণে রাজ্যের বেশ কিছু অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে৷ কাসারগোড, কান্নুর, কোট্টায়াম পজেলায় সমস্ত স্কুল, কলেজে ছুটি দিয়ে দেওয়া হয়েছে৷

সাম্প্রতিক রাডারের চিত্র অনুযায়ী, এখনও কেরলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আছে৷ এর সঙ্গে প্রতি ঘণ্টায় প্রায় ৫০ কিমি বেগে হাওয়া বওয়ার পূর্বাভাস রয়েছে৷

Kerala Landslides: কেরলের ধ্বসে নিহতদের পরিবারপিছু ২ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা, উদ্ধারকার্যে ভারতীয় সেনা৷

কেরল: মঙ্গলবার, ভোর রাতে কেরলের ওয়ানাড় জেলার মেপ্পাদির কাছে বেশ কয়েকটা পাহাড়ি এলাকায় ব্যাপক ভূমিধস হয়েছে৷ এই ঘটনায় এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯৷ প্রায় শতাধিক লোকের আটকে পড়ার আশঙ্কা করা হয়েছে৷

ফায়ার অ্যন্ড রেসকিউ, সিভিল ডিভেন্স, এনডি আর এফ এবং স্থানীয় স্বেচ্ছাসেবী দল মিলিয়ে প্রায় ২৫০ জন কর্মী ক্ষতিগ্রস্ত অঞ্চলে কাজ করছেন৷ ঘটনায় রাহুল গান্ধি টুইট করে শোক প্রকাশ করেছেন৷ কেরলের মূখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে বলে জানিয়েছেন৷

আরও পড়ুন: কেরলের ওয়েনাড়ে ব্যাপক ধ্বস, মৃত কমপক্ষে ৫, আটকে শতাধিক

প্রধানমন্ত্রীর সঙ্গে কেরলের মূখ্যমন্ত্রী বিজয়নের কথা হয়েছে৷ প্রধানমন্ত্রী প্রতিটি মৃতের নিকটাত্মীয়দের জন্য PMNRF থেকে ২লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন৷ প্রধানমন্ত্রী কার্যালয় থেকে জানানো হয়েছে আহতদের জন্য ৫০,০০০ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে৷

আরও পড়ুন: ছোটবেলা থেকেই চোখে ছিল ইউপিএসসির স্বপ্ন, দিল্লির রাজেন্দ্রনগরের ঘটনায় সলিল সমাধি স্বপ্নের, হাহাকার তানিয়ার পিতার

কেরলের স্বাস্থ্য বিভাগ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে৷ জরুরি সহায়তার জন্য দুটো ফোন নম্বর জারি করা হয়েছে- ৯৬৫৬৯৩৮৬৮৯, ৮০৮৬০১০৮৩৩৷

সূত্রের খবর পরবর্তী উদ্ধারকার্যের জন্য ভারতীয় বিমান বাহিনীর সাহায্য নেওয়া হবে৷ শীঘ্রই সুলুর থেকে বিমান বাহিনীর হেলিকপ্টার ওয়ানাড়ের উদ্দেশ্যে রওনা হবে৷

Landslides Hit Kerala’s Wayanad: কেরলের ওয়ানাড়ে ব্যাপক ধ্বস, মৃত কমপক্ষে ১৯, আটকে শতাধিক

কেরল: মঙ্গলবার, ভোর রাতে কেরলের ওয়ানাড় জেলার মেপ্পাদির কাছে বেশ কয়েকটা পাহাড়ি এলাকায় ব্যাপক ভূমিধস হয়েছে৷ এই ঘটনায় এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী, অন্তত পাঁচজনের মৃত্যু ঘটেছে৷ প্রায় শতাধিক লোক আটকে পড়ার আশঙ্কা করা হয়েছে৷

অত্যাধিক বৃষ্টিপাতের কারণে রাত ২টো থেকে ৪টে অবধি এই ধস নামে৷ প্রাথমিকভাবে মু্ন্ডকাই ও চুরালমালা অঞ্চল ধসের কারণে ব্যপক ক্ষতিগ্রস্ত হয়েছে৷ ফলে আপদকালীন টিমকে ক্ষতিগ্রস্ত অঞ্চলে পৌঁছতে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে৷

আরও পড়ুন: ছোটবেলা থেকেই চোখে ছিল ইউপিএসসির স্বপ্ন, দিল্লির রাজেন্দ্রনগরের ঘটনায় সলিল সমাধি স্বপ্নের, হাহাকার তানিয়ার পিতার

কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জের পক্ষ থেকে জানানো হয়েছে, পাঁচজনের মধ্যে চারজনের মৃতদেহ মেপ্পাদির সিএইচএসিতে নিয়ে যাওয়া হয়েছে৷ ৫০ জনেরও বেশি আহত ব্যক্তিকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

তিনি বলেছেন, ‘‘আমরা এখনও অবধি পাঁচটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ এখনও অনেকের আটকে থাকার আশঙ্কা রয়েছে৷ উদ্ধার অভিযান চলছে। আমরা চেষ্টা করছি সকলকে নিরাপদে উদ্ধার করে নিয়ে আসার।’’

আরও পড়ুন: সরকারি উদাসীনতাতেই মৃত্যু দাবী বিজেপির, রাজেন্দ্রনগরের ইউপিএসসি পড়ুয়ার মৃত্যু নিয়ে শুরু রাজনৈতিক তরজা

ধসে রাস্তা অবরুদ্ধ হয়ে যাওয়ার কারণে উদ্ধারকর্মীরা এখনও মুন্ডাকাই যেতে পারছে না৷ কেরলের স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির তরফ থেকে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় এনডিআরএফের দল মোতায়েন করা রয়েছে৷ আরও একদল এনডিআরএফের টিম ক্ষতিগ্রস্থ এলাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন৷