অস্বীকৃতি: আমাদের এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্য প্রদানের জন্য। সামাজিক মাধ্যম ও নানা ওয়েবসাইটের পাওয়া তথ্য থেকে এই জ্ঞান নেওয়া হয়েছে। তবে এই সংক্রান্ত আরও তথ্যের জন্য এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের বা আপনার ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ নিন।

Monsoon Child Care: বর্ষায় বাড়ছে বাচ্চাদের জ্বর-সর্দি, কীভাবে সুরক্ষিত রাখবেন আপনার একরত্তিকে? বলছেন বিশেষজ্ঞ

বর্ষাকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকে বেশি যা ভাইরাস ও ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধির জন্য উপযুক্ত পরিবেশ। এই সময় বর্ষার জমা জলে, রাস্তার উন্মুক্ত খাবার এবং জলে নানা জীবাণু ঘোরাফেরা করে। বাচ্চারা এ'সবের সংস্পর্শে আসলে সংক্রমিত হতে পারে। এই সময় বাইরের জল ও খাবার খেলেও পেটের সমস্যা দেখা দিতে পারে।
বর্ষাকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকে বেশি যা ভাইরাস ও ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধির জন্য উপযুক্ত পরিবেশ। এই সময় বর্ষার জমা জলে, রাস্তার উন্মুক্ত খাবার এবং জলে নানা জীবাণু ঘোরাফেরা করে। বাচ্চারা এ’সবের সংস্পর্শে আসলে সংক্রমিত হতে পারে। এই সময় বাইরের জল ও খাবার খেলেও পেটের সমস্যা দেখা দিতে পারে।
 মরশুম বদলের সঙ্গে সঙ্গে তাপমাত্রাতেও হেরফের হচ্ছে। এরফলে সর্দি-কাশি, গলা ব্যথার মত অসুখ হতে পারে সন্তানের। তাই এই সময় বাচ্চারা খেলতে গেলে অবশ্যই ফুল হাতা জামা প্যান্ট পরানো উচিত।
মরশুম বদলের সঙ্গে সঙ্গে তাপমাত্রাতেও হেরফের হচ্ছে। এরফলে সর্দি-কাশি, গলা ব্যথার মত অসুখ হতে পারে সন্তানের। তাই এই সময় বাচ্চারা খেলতে গেলে অবশ্যই ফুল হাতা জামা প্যান্ট পরানো উচিত।
বর্ষাকালে জমা জলেই ডিম পারে মশা। ফলে বাড়ির আশপাশে টায়ার, ডাবের খোলায় জমা জলে আশ্রয়স্থল হয়ে ওঠে এডিস ও অ্যানোফিলিস মশাদের। মশার কামড়ে বাচ্চাদের এই সময় ডেঙ্গি, ম্যালেরিয়া হওয়ার আশঙ্কা থেকে যায়।মশাবাহিত রোগের হাত থেকে বাঁচতে ঘুমানোর সময় অবশ্যই মশারি টাঙান। বাড়িতে মশাদের উৎপাত রুখতে জানাল-দরজায় নেট লাগিয়ে দিতে পারেন।
বর্ষাকালে জমা জলেই ডিম পারে মশা। ফলে বাড়ির আশপাশে টায়ার, ডাবের খোলায় জমা জলে আশ্রয়স্থল হয়ে ওঠে এডিস ও অ্যানোফিলিস মশাদের। মশার কামড়ে বাচ্চাদের এই সময় ডেঙ্গি, ম্যালেরিয়া হওয়ার আশঙ্কা থেকে যায়।মশাবাহিত রোগের হাত থেকে বাঁচতে ঘুমানোর সময় অবশ্যই মশারি টাঙান। বাড়িতে মশাদের উৎপাত রুখতে জানাল-দরজায় নেট লাগিয়ে দিতে পারেন।
বর্ষাকালে ডায়েরিয়া এবং টাইফয়েডের মতো নানা জলবাহিত রোগের আশঙ্কা বাড়ে। তাই এই সময় জল সবসময় ফুটিয়ে বা ফিল্টার করেই সন্তানকে খাওয়ানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
বর্ষাকালে ডায়েরিয়া এবং টাইফয়েডের মতো নানা জলবাহিত রোগের আশঙ্কা বাড়ে। তাই এই সময় জল সবসময় ফুটিয়ে বা ফিল্টার করেই সন্তানকে খাওয়ানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
শিশু বিশেষজ্ঞ ডাক্তার সঞ্জয় চৌধুরী বলেন, এই সময় সন্তানদের গরম খাবার খাওয়ানো উচিত। যেমন গরম স্যুপ, দুধ খাওয়ান সন্তানকে। এছাড়াও ইমিউনিটি পাতে রাখতে হবে ভিটামিন সি সমৃদ্ধ ফল, সবজি। এতে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে।
শিশু বিশেষজ্ঞ ডাক্তার সঞ্জয় চৌধুরী বলেন, এই সময় সন্তানদের গরম খাবার খাওয়ানো উচিত। যেমন গরম স্যুপ, দুধ খাওয়ান সন্তানকে। এছাড়াও ইমিউনিটি পাতে রাখতে হবে ভিটামিন সি সমৃদ্ধ ফল, সবজি। এতে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে।