সুপ্রিম কোর্ট৷

OBC reservation case in Supreme Court: ওবিসি সংরক্ষণ মামলায় স্থগিতাদেশ মিলল না, রাজ্যকে হলফনামা জমার নির্দেশ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: ওবিসি সংরক্ষণ মামলায় রাজ্য সরকারের আর্জি মেনে কলকাতা হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিল না সর্বোচ্চ আদালত। স্থগিতাদেশ না দিয়ে রাজ্য সরকারকে নোটিস পাঠিয়েছে শীর্ষ আদালত৷ আগামী এক সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ ৷

গত ২২ মে ২০১০ সালের পর রাজ্যের সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়৷ সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদব করে রাজ্য সরকার।

এ দিন নির্দেশ দিতে গিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতিরা পর্যবেক্ষণে জানান, হাইকোর্টের রায় সম্পূর্ণভাবে রাজ্য সরকারের বিরুদ্ধে গিয়েছে। তাই রাজ্যকে তাদের বক্তব্য জানানোর সুযোগ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: ‘মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চাইব, কোনও আধিকারিকের কাছে নয়!’ এবার কী করবেন, জানিয়ে দিলেন অখিল

হলফনামায় মূলত তিনটি বিষয় রাজ্য সরকারকে জানাতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত৷ প্রথমত, কোন কোন বিষয়গুলি দেখে ৭৭টি জনজাতিকে ওবিসির তালিকায় যুক্ত করা হয়েছিল? দ্বিতীয়ত, ওবিসি তালিকায় ৭৭টি জনজাতির মধ্যে ৩৭টি জনজাতি এবং বাকি উপজনজাতির ক্ষেত্রে কি ব্যাকওয়ার্ড কমিশনের সঙ্গে আলোচনা করা হয়েছিল? পাশাপাশি, রাজ্যের তরফে কী পদ্ধতি মেনে সমীক্ষা করা হয়েছিল, হলফনামায় তাও জানানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, ওবিসি সংরক্ষণ নিয়ে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে, তার বিরুদ্ধে আইনি লড়াই লড়বে রাজ্য সরকার৷ ওবিসি সংরক্ষণ বাতিলের জন্য বিরোধীদেরও নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী৷