প্রতিকী ছবি

Dengue Drive: মশা ঠেকাতে গাপ্পি মাছেই ভরসা প্রশাসনের! ডেঙ্গি রোধে ‌যা করা হল এই জেলায়!

উত্তর দিনাজপুর: আপনার বাড়ির ছাদে টবের জল এক মাস ধরে পাল্টাচ্ছেন না? কিংবা বাড়ির পাশে চৌবাচ্চার জল একইভাবে পড়ে রয়েছে। সাবধান হয়ে যান স্বাস্থ্য দফতরের ক্যালেন্ডার মতে, জুন থেকে অক্টোবর এই কয়েকটা মাস মশা বাহিত রোগের মাস হিসেবে চিহ্নিত। বছরের এই সময় জমা জল থেকে ডেঙ্গি,ম্যালেরিয়ার মতো মশা বাহিত রোগের প্রকোপ বেড়ে যায়।

শহর থেকে গ্রাম বর্ষা নামতেই হু হু করে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। তাই ইতিমধ্যেই গ্রামীণ এলাকার পাশাপাশি পুর এলাকাগুলিতেও ডেঙ্গি প্রতিরোধে কর্মসূচি গ্রহণ করেছে পৌরসভা গুলি। ডেঙ্গি প্রতিরোধে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে চলছে বিভিন্ন কর্মসূচি। এই সময় ডেঙ্গি প্রতিরোধে মশার লার্ভা দমনে বড় ভূমিকা রাখে গাপ্পি মাছ। এই গাপ্পি মাছ মশার লার্ভা জন্মাবার সঙ্গে সঙ্গে মশার লার্ভা খেয়ে ফেলে। ডেঙ্গির মশার লার্ভা মারতে এবার আগে ভাগে অভিযানে নামল রায়গঞ্জ পুরসভা।

আরও পড়ুন: স্বাধীনতা দিবসে এবার ব্যাপক ট্রেন্ডিং পা‌টের তৈরি এই পতাকা! জেনে নিন দাম

পুরসভা সূত্রের খবর,একদিকে যেমন বাড়ি বাড়ি সচেতনতা জারি আছে তেমনি অন্যদিকে শহরের যে সমস্ত নর্দমা,পুকুর,জলাশয়ে ডেঙ্গি মশার লার্ভা জন্মায় সেখানে রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে প্রায় ৭৫ হাজারেরও বেশি গাপ্পি মাছ ছাড়া হবে। রায়গঞ্জ পুরসভার পক্ষ থেকে ২৭টি ওয়ার্ডে মোট ৭৫ হাজার ছয়শো গাপ্পি মাছ দেওয়া হয়। পুরসভার অন্তর্গত বিভিন্ন ছোট বড় জলাশয় গুলিতে এবার এই মাছ ছাড়া হবে বলে জানিয়েছেন রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

পিয়া গুপ্তা