North Bengal Disaster: ফের হলুদ সতর্কতা! উত্তরে দুর্যোগের আশঙ্কা বাড়ছে, ফুঁসছে তিস্তা নদী, ঘনাচ্ছে আতঙ্ক

জলপাইগুড়ি: উত্তরে দুর্যোগে দুর্ভোগ অব্যাহত! কয়েকদিন উন্নত আবহাওয়ার পর ফের কালো মেঘের ঘনঘটায় সিঁদুরে মেঘ দেখছে উত্তরবঙ্গবাসী। তিস্তার দোমহনী এবং মেখলীগঞ্জ বাংলাদেশ বর্ডার পর্যন্ত অসংরক্ষিত এলাকায় জারি রয়েছে হলুদ সর্তকতা। আজও সকালে জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে বলে সেন্ট্রাল ফ্ল্যাড কন্ট্রোল রুম জলপাইগুড়ি সূত্রে জানা যায়। প্রায় ২৪০০ কিউসেক জল ছাড়া হয়েছে দফায় দফায়। পুনরায় ফুঁসছে তিস্তা নদী। বিপদ সীমার ওপর দিয়েই বইছে তিস্তা-সহ অন্যান্য শাখা নদীগুলির জল। কপালে ভাঁজ তিস্তা পাড়-সহ অন্যান্য নদী পাড়ের বাসিন্দাদের। কৃষি জমি জলের তলায় চলে যাওয়ায় আর্থিক ক্ষতির পাশাপাশি বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন।