কৌশিকী অমাবস্যা

Kaushiki Amavasya 2024: তুলসী বা বেল নয়! কৌশিকী অমাবস্যায় ভুলেও এই গাছের পাতা ছিঁড়বেন না, তছনছ হয়ে যাবে আপনার জীবন

*১৫ ভাদ্র অর্থাৎ রবিবার ১ সেপ্টেম্বরই ভাদ্রপদ অমাবস্যা। শুধু ভাদ্র মাসের অমাবস্যায় নয়, এদিন পালিত হবে কৌশিকী অমাবস্যাও। বীরভূমের তারাপীঠ মন্দিরে এদিন ধুমধাম করে তারা মায়ের বিশেষ আচার মেনে পুজো করা হয়। কথিত আছে, ভাদ্র মাসের অমাবস্যায় কুশ সংগ্রহ করার জন্য এই অমাবস্যার নাম হয়েছে কৌশি অমাবস্যা। মনে করা হয়, এই সময় শ্রীহরি নিদ্রায় শয়ন করেন। তাই এই সময় কুশ কাটা নিষিদ্ধ। সংগৃহীত ছবি। Disclaimer: আমাদের এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্য প্রদানের জন্য। সামাজিক মাধ্যম ও নানা ওয়েবসাইটের পাওয়া তথ্য থেকে এই জ্ঞান নেওয়া হয়েছে। তবে এই সংক্রান্ত আরও তথ্যের জন্য এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের বা আপনার ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ নিন। জ্যোতিষ সংক্রান্ত হলে জ্যোতিষবিদ, বাস্তুবিদ বা তন্ত্রবিদের পরামর্শ নিন।
*১৫ ভাদ্র অর্থাৎ রবিবার ১ সেপ্টেম্বরই ভাদ্রপদ অমাবস্যা। শুধু ভাদ্র মাসের অমাবস্যায় নয়, এদিন পালিত হবে কৌশিকী অমাবস্যাও। বীরভূমের তারাপীঠ মন্দিরে এদিন ধুমধাম করে তারা মায়ের বিশেষ আচার মেনে পুজো করা হয়। কথিত আছে, ভাদ্র মাসের অমাবস্যায় কুশ সংগ্রহ করার জন্য এই অমাবস্যার নাম হয়েছে কৌশি অমাবস্যা। মনে করা হয়, এই সময় শ্রীহরি নিদ্রায় শয়ন করেন। তাই এই সময় কুশ কাটা নিষিদ্ধ। সংগৃহীত ছবি। Disclaimer: আমাদের এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্য প্রদানের জন্য। সামাজিক মাধ্যম ও নানা ওয়েবসাইটের পাওয়া তথ্য থেকে এই জ্ঞান নেওয়া হয়েছে। তবে এই সংক্রান্ত আরও তথ্যের জন্য এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের বা আপনার ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ নিন। জ্যোতিষ সংক্রান্ত হলে জ্যোতিষবিদ, বাস্তুবিদ বা তন্ত্রবিদের পরামর্শ নিন।
*১৫ ভাদ্র অর্থাৎ রবিবার ১ সেপ্টেম্বর। এ দিন ভোর ৫'টা ৭ মিনিট থেকে শুরু হবে তিথি। অমাবস্যা স্থায়ী হবে ১৭ ভাদ্র মঙ্গলবার সকাল ৬'টা বেজে ৩১ মিনিট পর্যন্ত অর্থাৎ ইংরেজির ৩ সেপ্টেম্বর। সংগৃহীত ছবি।
*১৫ ভাদ্র অর্থাৎ রবিবার ১ সেপ্টেম্বর। এ দিন ভোর ৫’টা ৭ মিনিট থেকে শুরু হবে তিথি। অমাবস্যা স্থায়ী হবে ১৭ ভাদ্র মঙ্গলবার সকাল ৬’টা বেজে ৩১ মিনিট পর্যন্ত অর্থাৎ ইংরেজির ৩ সেপ্টেম্বর। সংগৃহীত ছবি।
*এ বছরের কৌশিকী আমাবস্যার নিশি বা ব্রত পালন করা হবে ২ সেপ্টেম্বর সোমবার অর্থাৎ ১৬ ভাদ্র। সোমবার রাত ন'টার পর থেকে তারা মায়ের পুজোর সবচেয়ে ভাল সময়। যারা এই শুভদিনে গঙ্গা স্নান করতে চান, তারা সোমবার যে কোনও সময়ে গঙ্গাস্নান করতে পারেন। সংগৃহীত ছবি।
*এ বছরের কৌশিকী আমাবস্যার নিশি বা ব্রত পালন করা হবে ২ সেপ্টেম্বর সোমবার অর্থাৎ ১৬ ভাদ্র। সোমবার রাত ন’টার পর থেকে তারা মায়ের পুজোর সবচেয়ে ভাল সময়। যারা এই শুভদিনে গঙ্গা স্নান করতে চান, তারা সোমবার যে কোনও সময়ে গঙ্গাস্নান করতে পারেন। সংগৃহীত ছবি।
*হিন্দু পঞ্চাঙ্গ মতে, এই অমাবস্যা তিথিতে কুশ ঘাসের পাতা ছেঁড়া উচিত নয়। বিশ্বাস করা হয়, এই অমাবস্যায় যদি কুশ বাড়িতে নিয়ে আসেন, তাহলে সব কাজেই সাফল্য মেলে। কুশের প্রতিকারে হয় সিদ্ধিলাভও। কুশের প্রতিকার কীভাবে করবেন, কোন কোন কাজে কুশ ব্যবহার করবেন, জেনে নিন…সংগৃহীত ছবি।
*হিন্দু পঞ্চাঙ্গ মতে, এই অমাবস্যা তিথিতে কুশ ঘাসের পাতা ছেঁড়া উচিত নয়। বিশ্বাস করা হয়, এই অমাবস্যায় যদি কুশ বাড়িতে নিয়ে আসেন, তাহলে সব কাজেই সাফল্য মেলে। কুশের প্রতিকারে হয় সিদ্ধিলাভও। কুশের প্রতিকার কীভাবে করবেন, কোন কোন কাজে কুশ ব্যবহার করবেন, জেনে নিন…সংগৃহীত ছবি।
*অমাবস্যা তিথি পূর্বপুরুষদের স্মরণ করার তিথি, এ দিনে কেনাকাটা করা ও কোনও শুভ কাজ করা নিষেধ। তবে ভাদ্রপদ অমাবস্যার দিন কুশ ঘাস বাড়িতে আনা অত্যন্ত শুভ ও ফলদায়ক বলে বিবেচিত হয়। বিশ্বাস করা হয়, এই কুশ ব্যবহারে সমস্ত ধর্মীয় কাজে পুণ্যতা দেয়। সংগৃহীত ছবি।
*অমাবস্যা তিথি পূর্বপুরুষদের স্মরণ করার তিথি, এ দিনে কেনাকাটা করা ও কোনও শুভ কাজ করা নিষেধ। তবে ভাদ্রপদ অমাবস্যার দিন কুশ ঘাস বাড়িতে আনা অত্যন্ত শুভ ও ফলদায়ক বলে বিবেচিত হয়। বিশ্বাস করা হয়, এই কুশ ব্যবহারে সমস্ত ধর্মীয় কাজে পুণ্যতা দেয়। সংগৃহীত ছবি।
*মহাভারতের কাহিনি অনুসারে, গরুড়দেব যখন স্বর্গ থেকে অমৃত পাত্রটি নিয়ে এসেছিলেন, তখন তিনি সেই পাত্রটি কিছু সময়ের জন্য কুশের উপর রেখেছিলেন। কুশের উপর অমৃতের পাত্র রাখার কারণে কুশ পবিত্র বলে বিবেচিত হয়। সংগৃহীত ছবি। Disclaimer: আমাদের এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্য প্রদানের জন্য। সামাজিক মাধ্যম ও নানা ওয়েবসাইটের পাওয়া তথ্য থেকে এই জ্ঞান নেওয়া হয়েছে। তবে এই সংক্রান্ত আরও তথ্যের জন্য এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের বা আপনার ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ নিন। জ্যোতিষ সংক্রান্ত হলে জ্যোতিষবিদ, বাস্তুবিদ বা তন্ত্রবিদের পরামর্শ নিন।
*মহাভারতের কাহিনি অনুসারে, গরুড়দেব যখন স্বর্গ থেকে অমৃত পাত্রটি নিয়ে এসেছিলেন, তখন তিনি সেই পাত্রটি কিছু সময়ের জন্য কুশের উপর রেখেছিলেন। কুশের উপর অমৃতের পাত্র রাখার কারণে কুশ পবিত্র বলে বিবেচিত হয়। সংগৃহীত ছবি। Disclaimer: আমাদের এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্য প্রদানের জন্য। সামাজিক মাধ্যম ও নানা ওয়েবসাইটের পাওয়া তথ্য থেকে এই জ্ঞান নেওয়া হয়েছে। তবে এই সংক্রান্ত আরও তথ্যের জন্য এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের বা আপনার ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ নিন। জ্যোতিষ সংক্রান্ত হলে জ্যোতিষবিদ, বাস্তুবিদ বা তন্ত্রবিদের পরামর্শ নিন।